কেমন আছেন আপনারা? আশা করি, সবাই ভালো আছেন ও আগামীতেও ভালো থাকবেন
আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশের প্রথম বাংলা গেমিং গ্রুপ এর সাথে। এই গ্রুপটির নাম ‘ব্ল্যাকহ্যাস গেমিং চ্যাম্পিয়ন‘। এই গ্রুপ থেকে আপনি যেসব সমস্যার সমাধান পাবেনঃ
১) আপনি কি কোন গেম ইন্সটল করতে পারছেন না?
২) গেম চালু করতে সমস্যা হচ্ছে?
৩) কোন গেমের ডাউনলোড লিংক পেতে চান?
৪) যেকোনো গেমের রিভিউ+ যেকোনো ধরনের তথ্য পেতে চান?
৫) অন্যান্য গেমারদের সাথে আড্ডা দিতে চান?
৬) গেম ছাড়াও অন্যান্য যেকোনো প্রযুক্তি সম্পর্কিত সমস্যার সমাধান।
এই গ্রুপটিতে আপনি উপরে উল্লিখিত সমস্যার সমাধান পাবেন। তাছাড়া, আপনি যদি একজন গেমিং এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনার যেকোনো ধরনের গেমিং রেকর্ড বা কৃতিত্ব অন্যান্যদের সাথে শেয়ার করতে পারবেন। আপনি আপনার যেকোনো গেমিং সমস্যার সমাধান করার জন্য গ্রুপের অন্যান্য গেমারদের কাছে সাহায্য চাইতে পারেন ও অন্যান্য গেমারদের যেকোনো সমস্যায় আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন।
তাহলে, আর দেরী কেন? এখনই জয়েন করুন গ্রুপটিতে ও সবাইকে জানিয়ে দিন আপনিও একজন ‘গেমিং চ্যাম্পিয়ন’!!
সবাইকে পোস্টটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মাঝে মাঝে নিজেকে দেখলে মনে হয়, 'হায়! আরও কত কিছু করার বাকি আছে!'
টিউনের জন্য অনেক ধন্যবাদ।
অফটপিকঃ এই মাত্র “গ্র্যান্ড থেফট অটো মুক্তিযুদ্ধ ” (সম্ভাব্য) শিরনামের একটি টিউন দেখলাম যেখানে মন্তব্য লিখে পাবলিশ করতে গেলে দেখি টিউনটি ডিলেট করে দেয়া হয়েছে। আমার অনুরোধ টেকটিউনস্ কর্তৃপক্ষের নিকট যেন টিউনটি পুনরায় পাবলিশ করে দেয়া হয়। তাতে হয়তো ওনারা জিটিএ গেমটির একটি মুক্তিযুদ্ধের খিম নিয়ে গেমটি পুর্ণগঠনের যে উদ্ধোগ নিয়েছে তাতে কিছুটা সহায়তা হবে। খুব সম্ভবত টিউনটি করেছিলেন Shayon Khaled । যা হউক আমি উক্ত টিউনে যে মন্তব্যটি লিখতে চেয়েছিলাম তা হলো আমি গেমটির সাউন্ড ডিজাইন করতে আগ্রহী। অর্থ্যাৎ সকল রেডিও চ্যানেল ও সকল দৃশ্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ সকল ভয়েসগুলোর ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিজাইনে আগ্রহী। আমার এফবি আইডি [email protected] । আমাকে টিমে সংযুক্ত করতে চাইলে ম্যাসেজ করে দেবেন। ধন্যবাদ।