আসসালামু আলাইকুম।
আজকে আমি যে গেমটি নিয়ে লিখছি তা একটি স্ট্রাটেজ়ি গেম।অনেক গেমারেরই পছন্দ এই ধরনের গেম।আমার ও বেশ পছন্দ।২০০০ সালে বের হয়েছিল এম্পায়ার আর্থ ১ গেমটি।দীর্ঘ ৫ বছর পর বের হয় এর দ্বিতীয় ভার্সনটি অর্থাৎ এম্পায়ার আর্থ ২।অসাধারণ গ্রাফিক্স,কাহিণী ও গেমপ্লে জন্য গেমটি বের হবার পর গেমটি বেশ হিট করেছিল।গেমটি সিয়েরা তৈরি করেছিল।
গেমটিতে ক্যাম্পেইন ও মিশন খেলা যায়।এখানে যুগ কে বলা হয়েছে ইপক।১৫টি ইপক আছে যা আপনি খেলতে পারবেন ক্যাম্পেইন মুডে।এখানে আপনার কাজ হবে একটা রাজ্য পরিচালনা করা ও সেই রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করা।এখানে ১০টি জাতি আছে।আপনি যে কোন একটী অথবা ২টি জাতিকে একসাথে পরিচালনা করতে পারবেন।
এখানবে আরেকটি মজার ব্যাপার হল এখানে গেমের শুরুতে আপনি কোন একটি অথবা দুটি জাতিকে বন্ধু বানিয়ে শত্রু এলাকা দখল করতে পারবেন।তবে এজন্য আপনার অর্থনৈতিক সমৃধি ও প্রচুর সৈন্য দরকার পরবে।মিশন খেললে আপনাকে কিছু কাজ দেয়া হবে এবং আপনাকে সেই কাজ শেষ করতে হবে।
গেমটির গ্রাফিক্স এক কথায় অসাধারণ।এই গেমের গ্রাফিক্স এইজ অফ এম্পেরর ৩ কেও হার মানায়।এখানে পানিতে ঢেউ আর মাছের ঘুরাঘুরি বেশ চোখে পরার মত।যখন কোন স্থাপনায় আগুন লাগবে তখন সেখান থেকে ধুয়া উঠার দৃশ্য একদম রিয়েলিস্টিক।
অন্যান্য স্ট্রাটেজ়ি গেমে খালি স্থাপনা তৈরি করলে একাএকাই সেগুলো কাজ করে।কিন্তু এখানে আপনাকে স্থাপনার ভেতরে লোক ঢুকাতে হবে।যত বেশি লোক ঢুকাবেন ততই তাড়াতাড়ি কাজ হবে।্তাই বলা যায় গেমটি একেবারে রিয়েল।
গেমটি মাল্টি প্লেয়ারেও খেলা যায় সেজন্য আপনার নেট স্পিড হতে হবে ৫১২ কে,বি,পি,এস।একসাথে ২-৪ জন বন্ধু একসাথে খেলতে পারবেন।
যা যা প্রয়জনঃ-
প্রসেসরঃপেন্টিয়াম ৪ ১.৪ গি,হা।
র্যামঃ২৫৬ মে,বা।
এজিপিঃ১২৮ মে,বা।
জায়গাঃ২.০৩ জিবি।
ডিরেক্ট এক্স ৯.০সি।
ডাউনলোডঃhttp://download.cnet.com/Empire-Earth-II/3000-7483_4-10368154.html
http://www.mofunzone.com/download_games/empire_earth_2.shtml
আমি Emilton। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি গেইম খেলি না কিন্তু এটা ভালো লেগেছে…………………