আজ অনেক দিন পর টিউন করতেছি । আজ আমার একটা গেইম প্ল্যান শেয়ার করব । বাংলা বেশি লিখিনা তাই ভুল হলে মাফ করে দিয়েন ।তো আমার প্লান এ আসি ।আজ
টিভিতে একটা স্বাধীনতা বিষয়ক ছবি দেখলাম ।সেখানে মুক্তিবাহিনীরা কিভাবে যুদ্ধ করেছিল তা দেখলাম । দেখেই আমার মাথায় একটা প্ল্যান চলে এলো । ছবিটা IGI গেইম এর মত লাগলো । তখন আমি চিন্তা করলাম আমরা বিদেশি যুদ্ধের গেইম খেলি কিন্তু দেশের তৈরি কোন গেইম তেমন খেলিনা । আমাদের মুক্তিযুদ্ধ এর উপর ভিত্তি করে IGI এর মত যদি কোন গেইম বানান যায় তাহলে দারুন হত ।এই গেইমে মুক্তিযুদ্ধের মত বাংলাদেশিরা পাকিস্তানি দের সাথে যুদ্ধ করত যেভাবে ১৯৭১ সালে মুক্তি যুদ্ধ হয়েছিল । বিভিন্ন এলাকার আপারেশন গুলো মিশিন হিসাবে ব্যাবহার করা হত । এতে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ধারনা হত । এখনকার শিশুরা এ সম্পর্কে ভালভাবে বুঝতে পারত বাংলার সন্তানরা কিভাবে এ দেশ স্বাধীন করেছিল ।
আর কিছু বলবনা ।আমার মনে হল তাই শেয়ার করলাম । কিছু মনে নিয়েন না ।
এ বিষয়ে আমি টেকটিউনস ও টিউনার এর দৃষ্টি আকর্ষণ করতেছি ।তারা যেন এ বিষয় টির দিকে একটু খেয়াল করেন ।
আমি মেজবাউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমার ফ্লাস একশন স্ক্রিপ্ট 2.0 এবং java প্রোগ্রামিং সম্বন্ধে ঞ্জান আছে । যদি কোন সাহায্য করতে পারি বইলেন।