আগে আমি একটি টিউনে আপনাদের কাছে কম স্পিডে মাল্টি প্লেয়ারে খেলার কিছু গেমসের কথা তুলে ধরে ছিলাম।এবার আমি যেসব গেমের আম তুলে ধরব সেগুলোতে আপনার বন্ধুর সাথে প্রতিযোগিতা করে আপনাকে জিততে হবে।এজন্য খুব বেশি স্পিডও দরকার পরে না।তাই সহজে খেলে ভাল মজা পাওয়া যায়।
১.এইজ অফ এম্পেরর ১
২.মল টাইকন ১
৩.গ্যালাক্টিক সিভিলাইজেশনঃডার্ক এভাটার
৪. এম্পায়ার আর্থ ১
১.এইজ অফ এম্পেরর ১
২০০০ সালে বের হওয়া গেমটির আরও ৩টি পার্ট বের হয়েছে।সেগুলো খেলার জন্য নেট স্পিড বেশি লাগে। আবার কাহিনিও এক। এই গেমটিতে আপনার কাজ হবে একটি রাজ্য পরিচালনা করা। একসাথে ২-৪ জন বন্ধু ল্যানের মাধ্যমে খেলতে পারবেন।এজন্য আপনার নেট স্পিড হতে হবে কমপক্ষে ১২৮ কে,বি,পি,এস।
ডাউনলোড: http://download.cnet.com/Age-of-Empires/3000-7483_4-10013361.html
২.মল টাইকন ১
গেমটিও পুর্বের গেমটির মত ২০০০ সালে বের হয়েছে।এখানে আপনার কাজ হবে একটি শপিং মল পরিচালনা করা।টাকা উপার্জন করা।টাকা যদি বেশি হয় তবে আরেকটি মল কিনতে পারবেন।গেমটি আপনার ২-৪ জন বন্ধুর সাথে খেলতে আপনার নেট স্পিড প্রয়জন হবে ১২৮ কে,বি,পি,এস।
ডাউনলোড: http://www.filestube.com/457003feea929c9903ea,g/Mall-Tycoon-1.html
৩.গ্যালাক্টিক সিভিলাইজেশনঃডার্ক এভাটার
এলিয়েন টাইপের এই গেমটি এক কথায় অসাধারণ।যদিও বাংলাদেশে গেমটি হিট করে নাই।২০০৪ সালে বের হওয়া গেমটিতে আপনাকে এলিয়েন রাজ্য পরিচালনা করতে হবে।যুগের উন্নতি ঘটানোর সাথে সাথে নতুন গ্রহ আবিস্কার করতে হবে।এবং মাঝে মাঝে অন্য গ্রহের সাথে যুদ্ধও করতে পারবেন।গেমটি আপনি আপনার ২-৪ জন বন্ধুর সাথে মুল্টি প্লেয়ারে খেলতে পারবেন।এজন্য আপনার নেট স্পীড প্রয়জন ২৫৬ কে,বি,পি,এস।
ডাউনলোড: http://www.pcgametube.net/2009/11/galactic-civilizations-ii-dark-avatar.html
৪. এম্পায়ার আর্থ ১
গেমটি ২০০৩ সালে বের হয়ে ছিল। গেমটির পরে এর আর ২ টি পার্ট বের হয়েছে তবে সেগুলো খেলার জন্য প্রচুর স্পীড প্রয়জন।এই গেমটির গ্রাফিক্স খুব ভাল।এই গেমটি একসাথে ৪ জন খেলতে পারবেন।প্রথম অবস্থায় সৃস্টির শুরু থেকে খেলতে হবে।ধিরে ধিরে যুগের উন্নতি হবে।গেমটি খেলার জন্য আপনার নেট স্পীড হতে হবে ২৫+৬ কে,বি,পি,এস।
ডাউনলোড: http://www.brothersoft.com/games/empire-earth-1.html
আমি Emilton। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Empire Earth গেমটি খেলতে কি ২৫ কে,বি,পি,এস নেট স্পীড লাগবে না কি আরও বেশী যেমন ২৫৬? কোনটা বুঝিয়ে বলেন।