বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থার তেমন উন্নতি হয়নি।বরং এখন যেসব গেম তৈরি হচ্ছে তাদের মাল্টি প্লেয়ারে খেলার জন্য স্পিড বেশি লাগে।মাল্টি প্লেয়ারে গেম খেলার মজাই আলাদা।তাই কিছু পুরানো কিন্তু খুব কম স্পিডে খেলা যায় এমন কিছু মজার গেম নিয়েই এই লেখা।
১.এন.এফ.এস.২ সে।
২.ফিফা ওয়ার্ল্ড কাপ ২০০২।
৩.কমান্ডোজ ১।
১.এন.এফ.এস.২ সে।–
১৯৯৮ সালে বের হওয়া এন.এফ.এস সিরিজের ২য় গেম এটি।এন.এফ.এস ৫ পর্যন্ত যত গুলো গেম বের হয়েছে তাদের মধ্যে এটিই বেস্ট।উইন্ডোজ় ৯৮ এ এই গেমটি খেলা যায়।মাল্টি প্লেয়ারে খেলতে প্রয়জন হয় মাত্র ১২৮ কে,বি,পি,এস।এক সাথে ২ জন,৪জন ও ৮ জন খেলতে পারবেন।টুর্নামেন্ট,নকাউট এবং সাধারন রেস খেলতে পারবেন।
ডাউনলোডঃhttp://www.freshwap.net/finder/NFS2SE.html
২.ফিফা ওয়ার্ল্ড কাপ ২০০২-
২০০২ সালে বের হওয়া ফিফা ওয়ার্ল্ড ২০০২ গেমটির গ্রাফিক্স এক কথায় অসাধারন।প্রায় ৫০ টি জাতীয় দল নিয়ে বিশ্বকাপ খেলা।আপ্ নার নেট স্পিড যদি ২৫৬ কে,বি,পি,এস, হয় তাহলেই আপনি আপনার কোন বন্ধুর সাথে তুমুল প্রতিযোগিতা করতে পারবেন।এখানে ওয়ার্ল্ড কাপ ও ফ্রেন্ডলি দু ধরনের ম্যাচ খেলা যাবে।
ডাউনলোডঃ http://www.pcworld.com/downloads/file_download/fid,22265-order,4-c,sports/download.html
৩.কমান্ডোজ ১-
১৯৯৮ সালে বের হওয়া কমাণ্ডোজ় গেমটি ২য় বিশ্বযুদ্ধের পটভূমিতে কিছু কমাণ্ডো মিশন নিয়ে তৈরি।আপ্ নার নেট স্পিড যদি ১২৮ কে,বি,পি,এস, হয় তহলেই ২ থেকে ৩ জন বন্ধু মিলে খেলতে পারবেন এই অসাধারন বুদ্ধি নির্ভর গেমটি।
ডাউনলোডঃhttp://win7dl.com/download/free+commandos+1+download.html
আমি Emilton। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই neo geo গেমসগুলো অনলাইনে খেলার কোন উপায় নেই । থাকলে জানাবেন দয়া করে ।