কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। যাই হোক কথা না বাড়িয়ে আজকের টিউন শুরু করা যাক। অন্য কিছু যেমন তেমন, গেমস টা একটু বেশিই খেলি। যদিও এর জন্য অনেকের কাছ থেকে অনেক কথা শুনতে হয়। যাই হোক......... গেমস খেলাটা অনেকেই পছন্দ করে। গেমস টা পছন্দ হল কিন্তু গেমের সাইজ, সময়ের অভাব , ইন্টারনেট স্প্রিড অথবা নেট স্বল্পতার কারনে পছন্দের গেমস টা ডাউনলোড করা হচ্ছে না এমন অনেকেই আছেন। তাই আপনাদের সুবিধার্থে ছোট ছোট গেমস নিয়ে "মিনি And টিনি Games" চেইন টিউনটি শুরু করতে যাচ্ছি।
এই চেইন টিউনটির টিউন গুলোতে আপনি সকল গেমস ১০০ এমবি'র নিচে পাবেন। আশা করি টিউন গুলো আপনাদের কাছে ভাল লাগবে। আপনাদের সাড়া পেলে পরবর্তীতে কন্টিনিউ টিউন চালিয়ে যাব। আজকে "মিনি And টিনি Games" পর্বের গেম এর নাম হল "Quadro Racing" . গেমস টি মূলত একটি রেসিং গেম।
রেসিং গেম অনেকেই পছন্দ করেন আশা করি এই গেম টা পছন্দের বাহিরে হবে না। গেমস টা মাত্র ৩৯ এমবি। গেমস টা খুবই সুন্দর। গ্রাফিক্স,সাউন্ড,লোকেশন সব দিক দিয়েই ফার্স্ট ক্লাস। গেমস টা খেলে অবশ্যই মজা পাবেন। আমার মতে রিভিও দেওয়ার প্রয়োজন মনে করি না।
নিচে Screen Shot +Direct Download Link দেওয়া আছে । দেরি না করে তারাতারি ডাউনলোড করে নিন ।
আর হ্যা......... কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না । কমেন্ট না করলে যে, এটা ডেড পোস্ট হিসেবে বিবেচিত হবে ।
আজ এ পর্যন্তই পরবর্তী টিউন নিয়ে আপনাদের সামনে শীঘ্রই হাজির হব ।কোন সমস্যায় আমাকে ফেবু তে মেসেজ দিতে পারেন।
গেমস এর আরো লেটেস্ট খবর পেতে এখনি এই পেইজএ লাইক করুন
আমি সাইকেলের পাইলট™। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ, শেয়ার করার জন্য। এটা gametop’র গেম না? তাইতো বলি গ্রাফিক্স এতো কমন কেন মনে হচ্ছে। ওদের প্রায় সবগুলো রেসিং গেইমের গ্রাফিক্স একই ধাঁচের, একঘেয়েমি চলে আসে।আমি আগেও খেলেছি কয়েকটা, যার মধ্যে একটার নাম ছিলো “MotoRacing” , ঐটার সাইজও ৩৫ এম,বির মতো ছিলো। ফ্রি গেইম হিসেবে বেশ ভালোই, ফ্রিতে এর চেয়ে ভালো গ্রাফিক্স আশা করা যায়না।
আপনার পরবর্তী টিউনের অপেক্ষায় রইলাম।