পুরানো ARCADE যেকোন গেইম খেলুন MAME দ্বারা

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আমরা এখনো অনেকে পুরানো গেইমের ভক্ত।অনেকে আছে মাউস দিয়ে গেইম খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। কিবোর্ড বা জয়স্টিক দিয়ে খেলেন।এইসব পুরানো গেইমের জন্য RAM এবং ROM প্রয়োজনমত দরকার হয় এবং তার পরিমান খুব কম।অনেক গেইম রয়েছে .ADF ফরম্যাটে,আবার কোন কোন গেইম রয়েছে.ROM ফরম্যাটে।.ADF, Amiga গেইম খেলতে আপনার দরকার হবে WinUAE সফটওয়ার এবং ভিন্ন ভার্সনের Kickstart এবং আরো অনেক সেটিং যা খুব ঝামেলার।পুরানো এইসব গেইমের মধ্যে মোস্তাফা,Street Fighter সহ আরো কিছু গেম বাজারে পাওয়া গেলেও প্রায় অনেক গেইম ই পাওয়া যায় না । যারা ছোটবেলায় মাঝে মাঝে ভিডিও গেইমসের দোকানে টাকা ওড়ানোর নেশা ছিল তারা কি সব গেইম কম্পিউটার এ খেলেছেন ? মনে কি পড়ে সেই স্কুলপড়ুয়ার দিনগুলোর কথা ? সেইসময়ের দোকানের ভিডিও গেইমগুলোর কথা ? এখন চাইলেই আপনি ওইসব পুরানো গেইম খেলতে পারবেন অনায়াসেই। এইসব পুরানোস্কুল গেইমগুলো পাবেন .rom ফরম্যাটে আর এই গেইমগুলো চালাতে দরকার হবে MAME নামক সফটওয়ার।MAME পেতে নিচের লিঙ্ক থেকে ৮মে.বা. সফট টা ডাউনলোডকরে এক্সট্রাক্ট করুন।

http://www.emu-france.com/download.php?idFile=1987

যেভাবে গেইমগুলো চালু করবেন:

MAME ডাউনলোড করে এক্সট্রাক্ট করার পর  rom নামক একটা ফোল্ডার পাবেন।এই ফোল্ডারে গেইমের .rom ফাইলগুলো পেস্ট করতে হবে। MameUI32 চালু করে গেইমটি খুঁজে  চালু করলেই হবে।

এক্সট্রাক্ট করার পর MameUI32 ফোল্ডার পাবেন তা ওপেন করলে নিচের মত দেখাবে

(মনে রাখবেন এই খানে(MameUI32) যে গেইমের লিস্ট আছে তা শুধু সাপোর্টেড লিস্ট!

উক্ত গেইমের rom ফাইলগুলো পেলেই কেবল ঐ গেইমগুলো চলবে)

রম ফরম্যাটের বিশাল সম্ভার পাবেন এইখানে

যে ROM ফাইলটা পেস্ট করবেন তার নামটি খেয়াল রাখুন, কেননা এই MameUI32 এ সাপোর্টেড লিস্ট অনেক বড় তাই কোন গেইমটির রম পেস্ট তা খুঁজতে বেগ পেতে হবে। এইজন্য সার্চ এ রম ফাইলের নামে সার্চ করুন।

গেইম চালু হয়ে একটা পাইরেটেড সম্বলিত মেসেজ দিয়ে OK প্রেস করতে বললে আপনি কী-বোর্ডে চাপুন প্রথমে O এবং পরে K

অনেক গেইম প্রথমে কালারে সমস্যা দেখা দিতে পারে কিন্তু কয়েকদিন পর ঠিক হয়ে যায়,এ নিয়ে চিন্তা করবেন না।

কয়েন দিতে 6 এবং স্টার্ট দিতে 1 প্রেস করুন( গেইম চালু অবস্থায় )

সেটিং এর জন্য Tab চাপুন

রম ফরম্যাটের বিশাল সম্ভার পাবেন এইখানেসাইটে গিয়ে প্রিয় গেইমে ছোট ছোট ROM ফাইলগুলো ডাউনলোড করে নিন।

নিচের MAME একটু পুরানো হলেও কয়েকটা ROM ফাইল দিয়ে সুন্দর করে সাজানো আছে,জামেলায় যেতে না চাইলে ৫০ মে.বা. এই রার ফাইলের MAME টা বেশ কিছু গেইম দিয়ে সাজানো চাইলে ডাউনলো

http://www.4shared.com/file/169813848/374be0ba/MAME_by_Sohel.html

এছাড়া আরো একটা লিঙ্ক দিলাম

http://www.4shared.com/file/169820328/38517de3/Emulator_Pack_-_All_Consoles_X.html

এবং উপভোগ করুন School Game সমূহ।

Level 0

আমি sohel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আলো নেবার জন্য এসেছি !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই,উপরের download link তো কাজ করে না।

    Level 0

    ভাই আমি এইমাত্র লিঙ্ক চেক করলাম সব ত ঠিক আছে , মনে হয় আপনার নেটওয়ার্কের স্পিড তখন কম ছিল… আবার চেস্টা করুন…

Level 0

Sohel ভাই আপনার কিছু Game দিয়ে সাজানো MAME টি ডাউনলোড করলাম। এর মধ্যে কি Mostofa Game আছে ? থাকলে কোনটি ?

আর এগুলো Key board দিয়ে কিভাবে খেলা যায় ? লিখবেন Pleas.

    Level 0

    না ওটা নাই , ROM সাইট এ গিয়ে dinou নামে সার্চ করলেই পেয়ে যাবেন,

Brother thank you very much for your help.

অনেক অনেক ধন্যবাদ।