স্টাইলিশ গেম ডেভিল মে ক্রাই ৩
শয়তান ও রাক্ষসদের মধ্যে চিরন্তন যুদ্ধ চলে আসছে। এ যুদ্ধ বহু প্রাচিন। ডেভিল মে ক্রাই সিরিজের তৃতীয় গেমে স্টাইলিশ অর্ধ শয়তান ‘দান্তে’ রাক্ষসদের নির্মূল করার উদ্দেশে সংস্থা খুলেছে, “ডেভিল মে ক্রাই” নামে। একদিন এক লোক আসে দান্তের কাছে দান্তের মায়ের দেয়া লকেট নিতে। না দেয়ায় দান্তের পেছনে রাক্ষসদের লেলিয়ে দেয় লোকটি। কিন্তু স্টাইলিশ শয়তান দান্তে রাক্ষসদের নির্মূল করে অতি সহজেই। পরে জানতে পারে লোকটি তার আরেক অর্ধ শয়তান জমজ ভাই ‘ভার্জিল’ এর সাথে কাজ করে। ভার্জিলের কাছে তাদের মায়ের দেয়া আরেকটা লকেট আছে। তাদের মা ছিল মানুষ আর বাবা ছিল ‘স্পার্ডা’ এর সবচেয়ে বড় শয়তান। যে তাদের দুজনের লকেট এক করে শয়তানের রক্ত দিলে স্পার্ডায় ফিরে তাদের বাবার স্থান অর্থাৎ সবচেয়ে বড় শয়তান হতে পারবে এবং পৃথিবী শয়তানের আখড়া হবে। ভাল শয়তান দান্তে চায়না খারাপ ভার্জিল সেটা করুক। তাই সে তাকে থামাবার চেষ্টা করে। এরই মাঝে দান্তের সংগে পরিচয় হয় শয়তান নির্মূলকারী এ মেয়ের। যে নিজেকে “দ্যা লেডি” বা “মেয়েটি” বলে পরিচয় দেয়। সে দান্তে ও ভার্জিল কে নির্মূলকরার উদ্দেশ্যে বের হয়েছে। সে মনে করে তার মাকে শয়তান মেরেছে। এখন তার বাবাকেও তারা মেরে ফেলেছে (সেই লোকটি হল তার বাবা)। শেষে লোকটি সবচেয়ে বড় শয়তান হয়ে যায়। তখন দু-ভাই মিলে তাকে মেরে ফেলে।
দান্তে
ডেভিল মে ক্রাই ৩ এ দান্তেকে নিয়ে খেলতে হয়। এর পিসি ভার্সানে দান্তের জন্যে বেশি কিছু স্টাইল নির্নয় করা যায়। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য স্টাইল হল, গান স্লিংগার বা অস্ত্র বিশারদ, সোর্ডস মাস্টার বা তরোয়াল বিশারদ, ট্রিকস্টার বা কৌশল বিশারদ ইত্যাদি। গান স্লিংগার বা অস্ত্র বিশারদ স্টাইলে স্টাইল বাটনের মাধ্যমে যেকোন দিকে অস্ত্র তাক করে গুলি করা যাবে। সোর্ডস মাস্টার বা তরোয়াল বিশারদ স্টাইলে স্টাইল বাটনের মাধ্যমে বিভিন্ন তরোয়ালের জন্যে অতিরিক্ত মুভ থাকবে। ট্রিকস্টার বা কৌশল বিশারদ স্টাইলে স্টাইল বাটনের মাধ্যমে বিভিন্ন কসরত করা যাবে। যেমন দেয়ালে দৌড়ানো, দেয়াল বেয়ে উপরে দৌড়ে ওঠা, অতিরিক্ত লাফ দেয়া, দ্রুত আসেপাসে যাওয়া ইত্যাদি। গেমে অগ্রগতির সাথে সাথে স্টাইলের অগ্রগতি হয় ও নতুন নতুন মুভ শেখা যায়।
আভরি ও ইবোনি (অস্ত্র) এবং রেবেলিয়ন (তরোয়াল)
গেমে প্রায় প্রতি লেভেলে নতুন অস্ত্র ও তরোয়াল পাওয়া যাবে। তাছাড়া প্রতিটা বসের মৃত্যুতেই নতুন তরোয়াল পাওয়া যায়। পুরো গেমে প্রচুর অস্ত্র ও তরোয়াল রয়েছে। বিভিন্ন অস্ত্র ও তরোয়ালে বিভিন্ন মাহাত্ন। তবে কিছু অস্ত্র ও তরোয়াল কোনো কাজেই লাগেনা প্রায়। তাছাড়া গেমে অস্ত্রের জন্যে গোলাবারুদ শেষ হয়না কখনো। সুতরাং ইচ্ছামত গোলাগুলি করা যায়। তবে তরোয়ালের শক্তি অস্ত্রের চেয়ে বেশি। রাক্ষসদের মারার পর অর্জিত পয়েন্ট দিয়ে অস্ত্র ও তরোয়াল এর উন্নতি করা যায়। তাছাড়া আছে জাদুকরী বস্তু। এসব বস্তু অর্জিত পয়েন্ট দিয়ে কিনে খরচ করা যায়। এগুলো যতই কেনা হয় ততই দাম বেড়ে যায়। অন্যান্য গেমের মত লাইফ ছড়িয়ে ছিটিয়ে থাকেনা। অর্জিত পয়েন্ট দিয়ে লাইফ কিনে তা ব্যাবহার করতে হয়।
একসময় দান্তের শয়তানে রুপান্তরিত হওয়ার ক্ষমতা এসে যায়। তখন সীমিত সময়ের জন্যে সে পুর্ন শয়তানে রুপান্তরিত হতে পারে। শয়তান রুপে তার শক্তি, গতি, লাইফ বহুগুনে বৃদ্ধি পায়। জাদুকরী বস্তুর মাধ্যমে এ রুপের উন্নতি করা যায়।
গেমটি তরুনদের কাছে খুবই ভালো লাগবে। কারন গেমটি খুবই স্টাইলিশ। এর কাটসিন ও গেমপ্লে অতি স্টাইলিশ।
তবে আজই খেলতে বসে যান ডেভিল মে ক্রাই ৩।
সাধারন মানের কম্পিউটারেই গেমটি চলে।
রিকোয়ারমেন্টঃ
System: ১ গিগাহার্টজ পেন্টিয়াম ৪ মানের প্রসেসর।
RAM: ২৫৬ মেগাবাইট র্যাম
Video Memory: শেডার মডেল ১ সম্বৃদ্ধ 128 MB গ্রাফিক্স। (শেডার না থাকলেও গেমটি চলবে। আমার সংগে যোগাযোগ করুন এ ব্যাপারে)
Hard Drive Space: সাড়ে ৪ গিগাবাইট হার্ডডিস্কে খালি যায়গা।
আমি মেরাজ০৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 349 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একাধারে গেমার, টেক টিউনার, মেকানিক, গেমার, গেমার, ফোরামার, গ্রাফিক্স ডিজাইনার, গেমার, গেমার, চ্যাটার, মুভি ওয়াচার....................
ভাইজান আপনার সাকলি ঠিক আছে। মজাও পেলাম। কিন্তু সমস্যা হচ্ছে লিংকটি কই। একটা রাত ঘুমাতে দিলেন না।
আধা ধন্যবাদ।