আসসালামু আলাইকুম,
আজ গেমার ও টিউটোরিয়াল মেকাড় দেড় জন্য আজ আমি ছোট কিন্তু খুব প্রয়োজনীয় এবং জটিল একটা সফটওয়্যার নিয়ে এসেছি তা হল Mirillis Action 1.6.1
এই সফটওয়্যার নতুন কিছু না, এইটা নিয়া এর আগে টিউন হয়ছে, তবে হ্যাঁ আমার টা সম্পূর্ণ নতুন ও লেটেস্ট ভার্সন , Mirillis Action 1.7.0 গত ৩০-০৭-২০১২ তারিখে রিলিস পাইসে, আর আমি আজ ই আপনাদের সামনে পাইরেসি করে হাজির করছি ! পিঃ
এই সফটওয়্যার এর সাথে হয়ত অনেকেই পূর্ব পরিচিত । যারা পরিচিত তাদের নতুন করে বলার কিছুই নাই । আর যারা জানেন না তাদের জন্য বিস্তারিত।
Mirillis Action এই সফটওয়্যার টা আমার খুবই প্রিয়। আমার জীবনে দেখা এই যাবত কালের সব চাইতে জটিল “ স্ক্রীনসট + স্ক্রীন রেকর্ডিং + ফ্রেম রেট বেঞ্ছমার্ক “ সফটওয়্যার। Fraps ওজনে হাল্কা {Megabyte} কিন্তু Mirillis Action ওজনে ভারি {Megabyte} হইলেও তুলনামুলক ভাবে এইটা রেকর্ডিং এর সময় কম মেগায় বেশি ক্লিয়ারিটি দেয় এবং Processor এর শক্তি কম নষ্ট করে + এইটাই অপশনও বেশি । যারা এইটা ব্যবহার করেন বা করেছেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন । এইটা দিয়ে আপনি খুব সহজে আপনি আপনার ডেক্সটপ এর স্ক্রীন সট নিতে পারবেন এবং পুরা ডেক্সটপ এর রেকর্ডিং ও করে টিউটোরিয়াল তৈরি করতে পারবেন Up 60 fps! to HD 1080p in 60 fps । সবচাইতে বড় কথা আপনি গেমের ও রেকর্ডিং করতে পারবেন Up 60 fps! to HD 1080p in 60 fps! একটা গেম আপনি কত ফ্রেমরেট এ খেলতেছেন তাও আপনি জানতে পারবেন এই সফটওয়্যার এর মাধ্যমে। এই সফটওয়্যার তার সবচাইতে বড় সুবিধা হল বেঞ্ছমার্ক এর সময় খুউঃউঃব_ইই কম রিসরচ খায় + পিসি ক্রাশ করে না।
যদিও সফটওয়্যার টা খুবই ভালো, তবুও এই সফটওয়্যার এর পূর্বের ভার্সন গুলাতে একটা ভয়াবহ সমস্যা ছিল। তা হল রেকর্ডিং করা ভিডিও গুলা একটা ফালতু ফরম্যাট (.fic ) এ রেকর্ডিং হতো। যার ফলে যে কেউ চাইলেই তার রেকর্ডিং করা ভিডিও ফাইল যে কোন মিডিয়া প্লেয়ার এ চালাতে পারত না + এমন কি কনভার্ট করতেও পারত না + শেয়ার করতে পারত না । তবে ১.৬.০ ভার্সন এ নতুন করে একটা বড় পরিবর্তন আনা হয়। সকলের সুবিধার জন্য মিরিলিশ কর্পোরেশন ১.৬.১ ভার্সন এ ভিডিও আউট পুট হিসেবে Avi ফরম্যাট বেছে নেয়। আর ফলাফল আর সুবধা তো বুঝতেই পারতেছেন!
Sharing & editing with worlds best editing software.
অনেক প্যাঁচাল পারছি এইবার ডাউনলোড এর পালা।
কোন কিছুই মাগনা না ! তাই টাকা দিয়া Megabyte কিনে ফুল ভার্সন ডাউনলোড করুন ! পিঃ
Click the link for download with patch: http://www.mediafire.com/download.php?ba89dtffit74c6b
রেকর্ড করা ভিডিও গুলো Media player classic এ প্লে করা যাবে।
ইন্সটল করা দেখাবো? না থাক, জানি আপনারা পারবেন।
তবুও না পারলে Next , Next , Finish ! Yes you can! লুল
প্যাঁচ করার উপায়ঃ
প্যাঁচ করার পূর্বে অবশ্যই এনটি ভাইরাস এবং নেট কানেকশন dasable করে নিবেন ।
অথবা এইটা ধরা খাইলে allow / exclude করবেন।
ভয় নাই, কোন ক্ষতি হবে না ইনশাআল্লাহ্ ।
প্যাঁচ টা আন জিপ করেন, তার পর প্যাঁচ টা কপি করে ডেসটেনেসন ফোল্ডার এ গিয়ে পেস্ট করুন।
রানঅ্যাজ অ্যাডমিন দিয়ে ওপেন করে Patch now ক্লিক করেন ।
আই হায় এইডা কি করলেন? কেল্লা ফতে ! আপনার কাজ শেষ !
ব্যবহার ও পরিচিতির জন্য কিছু স্ক্রীন শটঃ
আপনি কিসের ফ্রেমরেট + রেকর্ডিং চান তার মোড সিলেক্ট করুন, মোট ৩ তা মোড আছে, প্রয়োজন মতো বেছে নিনঃ
নির্দিষ্ট কোন জায়গার ভিডিও চিত্র অথবা স্থির চিত্র ধারন করুন খুব সহজে, বিশেষ করে Skype or Yahoo মেসেঞ্জার এর
ভিডিও রেকর্ড করুন অনায়াসেঃ
সুবিধার জন্য হট কি সমুহঃ
যেহেতু পাইরেসির বিতান তাই সফটওয়্যার ব্ল্যাকলিস্ট থেকে বাঁচার উপায়ঃ
সর্বশেষ প্রমান, আমি কি আশলেই প্যাঁচ করছি কি না ! লুলঃ
এই সফটওয়্যার সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুনঃ http://mirillis.com/en/products/action.html
এইটাই আমার টি_টি তে প্রথম টিউন। সারা জীবন টি_টি থেকে অনেক কিছু শুধু নিয়েছি এবং শিখেছি কিন্তু সময় আর জড়তার জন্য কিছু দেওয়া হয় নাই ! চেষ্টা করেছি ভালো ভাবে উপস্থাপন করতে। জানি না কতটুকু সফল হয়েছি।
আমার টিউন ভালো লাগলে অবশ্যই প্রিয়তে রাখবেন।
যে কোন প্রয়োজনে ফেবুতে আমাকে জানান
মূল্যবান সময় নষ্ট করে,কষ্ট করে টিউন পরার জন্য ধন্যবাদ।
নতুন ভার্সন Action! 1.13.3 Record everything! শুরু হোক HD Recording আর Benchmark এখানে ক্লিকান
আমি Terminator। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I like to know more, more and more about everything.
ধন্যবাদ।