কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন।যাই হোক টেকটিউনসে এটা আমার ২য় পোস্ট।
বরাবরের মত এবারও আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি মজার গেম।আশা করি গেম টি আপনাদের কাছে ভাল লাগবে।গেম টির নাম হল ''SHARK ATTACK''
টেনশান এর কোনো কারন নাই,গেম টা মাত্র ১১ এমবি ।গেমটা পুরাটাই সমুদ্রের নিচে ।সেখানে আপনার কালেক্ট করতে হবে বিভিন্ন রকম খাবার এবং ঝিনুক।
তাছাড়া ফাইটিং করতে হবে বিভিন্ন রকম প্রানিদের সাথে ।যেমন ধরেন কাঁকড়া,শামুক,সাপ এবং বিভিন্ন রকম ক্ষুদ্র ক্ষুদ্র প্রানি।তাছাড়া যেহেতু শার্ক মাছের গেম সেহেতু শার্কের সাথে তো
মারামারির পর্বটা অবশ্যই থাকতে ভুল হবে না ।ভাল কথা.....বলতে ভুলে গেলাম-----গেমটি ট্রায়াল ভার্সন না এবং সাথে আছে অনেকগুলা লেবেল ।
আরে হুনেন, এখন গেম টা যদি ডাউনলোড কইরা আপনাগো কাছে না ভাল লাগে,তাইলে তো পরে আমারে নিয়া বকাঝকা করবেন।
এর লাইগা আপনাগো সুবিধার্থে নিচে SCREENSHOT দিলাম ।সুতরাং SCREENSHOT দেইখা যদি ভাল লাগে,তাইলে গেমটা ডাউনলোড কইরা মজা লন....................
আমারে ফেবু তে পাইতে এইখানে ক্লিক করুন ।
আমি সাইকেলের পাইলট™। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর !