গেম রিভিউ: কল অব ডিউটি ৬ : মডার্ণ ওয়্যরফেয়ার ২

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

প্রাগৈতিহাসিক কাহিনী: ২০০৭ এ কল অব ডিউটি সিরিজের ৪নং টাইটেল বাইর অইসিল Call Of Duty: Modern warfare. যার মইদ্যে সেই গেমের দুই নায়কের এক নায়ক “সোপ ম্যাকটেভিস” বেচে যায়। সেই গেমের কাহানীরে ধইরাই এবার বাইর হইল CALL OF DUTY: MODERN WARFARE২.

কাহানী অব দ্যা গেম: কল অব ডিউটি ৪ যেখানে শ্যাষ হয় তার থন আরো ৫ বছর হরের কাহানী। রাশিয়ান নেতা জাকায়েব পুরা বিশ্বে তুলকালাম লাগাই দিসে। গেমের এক এক অংশ দুনিয়ার এক এক জায়গায়। গেমটা পুরাই মডার্ণ ওয়ারফেয়ার এর সিকৃয়াল। গেমের কোন কোন পার্টে আপনে লেজ তুইলা ভাগতে হবে, মাইনষের টিনের চালে উপ্রে দিয়া, আবার কখনো কখনো সুড়ংগ পথে। আবার কখনো কখনো আপনে ভাগাতে হবে। তয় একটা মিশন আছে যেটা খুবই দু:খ জনক। কিন্তুক আপনে আবার কিছু উপলব্ধিও কইরতে পারবেন। গেমের এনিমি গুলান বিশাল ধাড়ী বদমাইশ। কাছাকাছি না অইলেই আপনের মংগল হইবে। রাস্তা হারানোর ভয়নাই, ম্যাপ খোজা লাগবনা। আপনারে স্ক্রিনের মইদ্যে ণ্যাভ পয়েন্ট লাগাই দিব। বাইচাথাইকার চেস্টা কইরেন। নাইলে কিন্তুক স্ক্রিণে রক্ত লাইগা এক্কারী রক্তারক্তি হই যাইব। আপনারে খেলতে অইব আফগানিস্তান, ব্রাজিল[রিও ডি জেনিরো], সাইবেরিয়া আর আমেরিকা [ওয়াশিংটন ডি.সি]। আপনে খেলবেন জোসেপ অ্যালেন, জেমস রেমিরেজ, গ্যারি রোচ আর আগের ক্যরেক্টার সোপ ম্যাকটাভিশরে নিয়া।
গেম শুরু হয় আফগানিস্তানে। যেখানে আপনে থাকেন জোসেপ অ্যালেন, আফগান একটা মিশন করায় আপনের উপ্রে খুশি অইয়া আপনারে আর্মি রেন্জার্স দলে লয় জেনারেল সেপার্ড। আর সোপ, রোচ রে লইয়া মিশন করে সাইবেরিয়ায়। রেমিরেজএর মিশন ওয়াশিংটন এ। একসময় সেপার্ড বিশ্বাস ঘাতকতা করে। খালি বাইচা থাকে সোপ। গেমের বাকি কাহানী গেম খেল্লে দেকবেন।

এছাড়াও আচে, কোওআপ আর মাল্টিপ্লেয়ার মুড। কোওআপ দিয়া টিম বানাইয়া আপনারা বিভিন্ন মিশন শ্যাষ করতে পাইরবেন। মাল্টিপ্লেয়ার? ব্যখ্যা করতে অইব?
যাউকগা, গেমটা মারান্তক ভালা লাগসে। কি আর কমু। চেয়ারে বইসি আর খেইলা শ্যাষ করসি। আমার টাইমিং ৫ঘন্টা ৩৯ মিনিট।

ডেভু কাহানী: ইনফিনিটি ওয়ার্ড গেমটার ডেভেলপ করসে “আই ডব্লিউ ৪” ইন্জিন দিয়া। যেটা দিয়া আগের মডার্ণ ওয়ারফেয়ার বানান হইসিল।

গ্রাফিক্স: মারান্তক। মোটামুটি আপনের মন হইব আপনেই যুদ্ধ করতাছেন। গেমের প্রত্যেক জিনিষের আলাদা ইমপ্যাক্ট বুঝা যায়। গ্রেনেড কাছে না দুরে ফাটসে তা আপনে স্ক্রিণেই বুঝতে পারবেন। গুলি কোনদিকথেকে আসছে, আপনে কবে মরবেন, কে মারছে সব আলাদা আলাদা ভাবে বুঝবেন।

সিনেমাটিক: এক্কারী হলিউড ফার্স্টপারসন স্টাইল।

সাউন্ড ইফেক্ট: জোশ। পুরা এনভায়রনমেন্ট ফিল করতে পারবেন। আমি ৮:১ স্পিকার দিয়া খেলছি। বুঝতে পারসেন? [বাড়ির মালিক নালিশ দিসে, হা হা হা!!!]

কন্ট্রোল: আগের টা থেকে সামন্য পরিবর্তন। তয় ম্যাচ করবে। প্রতিটা অস্ত্র আলাদা ফিলিংস।

স্কুর কার্ড:
গেমপ্লে: ৯.০
গ্রাফিক্স: ৮.৭
সিনেমাটিক: ৯.০
সাউন্ড ইফেক্ট: ৯.২
কাহানী: ৮.৯
গড়: ৮.৯৬~৯

মিসিং সামথিং?: কাহিনী ছোট। গ্রাফিক্স মোটামুটি COD4 এর কাছাকাছি।
THIS GAME IS RATED 16+, as I played this game.
আপনার যে যন্ত্র থাকা লাগব:

Title: Call of Duty Modern Warfare 2
Publisher: Activition
Developer: Infinity Ward

Level 0

আমি দ্যা রক্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

‌আমি গেম খেলি। সাইট বানাই। ব্লগ লেখি। মজা পাই! আর কি কি জান করি? ও মনে পড়ছে। আমি একটা গ্রুপের পালের গোদা। খেক্ খেক্। SanAndDesign.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Nice post…..most wanted game of the year !

Level 0

আপনি কি নোয়াখালি থাকেন?লেখার ভাষার উন্নতি দরকার।
গেমটা আমি ডেমো খেলছি। ফুল ভার্সন এর সিডি কি বাংলাদেশে আসছে?
download er link dien plz

    নাহ লেখার উন্নতির দরকার নাই। আমার কাছে ভালো লাগছে। চালিয়ে যান।

    থ্যাংকু। জ্বি আমার বাড়ি নোয়াখালির পাশে, লক্ষ্মীপুর। আর আমি এভাবেই লিখে থাকি। মনের মাধুরি মিশিয়ে।

    ফুল ভার্সন সিডি এসেছে। মাল্টিপ্লান-ব্রাদার্স কম্পিউটার, মেট্রো মল-আইটি নেস্কট, আইডিবি-এনপিপি। তিন ডিস্ক, ১২জিবি স্পেস লাগবে।

Level 2

যারা গাড়ির রেসিং গেমস খেলতে পছন্দ করেন, তারা নিচের দেয়া লিংক থেকে Need For Speed Shift ডাউনলোড করে খেলতে পারেন। এটা নতুন ভার্সন ২৫/১০/২০০৯ এ মুক্তি পাওয়া।

Need For Speed Shift
—————————————————————————————-
http://www.mediafire.com/file/zfwoemjwnio == {200mb/part)
http://www.mediafire.com/file/nynbtznnln3 == {200mb/part)
http://www.mediafire.com/file/zxyjznozdiy == {200mb/part
http://www.mediafire.com/file/jnjonoejmyy == {200mb/part)
http://www.mediafire.com/file/dnxtmyycjqm == {200mb/part)
http://www.mediafire.com/file/tjh5zztyqfx == {200mb/part)
http://www.mediafire.com/file/fngj4nmjzty == {200mb/part)
http://www.mediafire.com/file/hm12mlenuww == {200mb/part)
http://www.mediafire.com/file/zmyvjuyhymk == {200mb/part)
http://www.mediafire.com/file/tamqfzljjmy == {200mb/part)
===============================================================

Total Space on Games == 2GB
Rar password == http://www.arab-gb.com

    need for speed: Shift এর রিভিউ অচিরেই দিচ্ছি।
    : আপনি মনে হয় অফ টপিক করলেন।

আনাদের মধ্যে কেও কি modern warfare 1 খেলেছেন যদি কেও খেলে থাকেন তাহলে আমাকে একটা ব্যাপারে সাহাজ্জ করেন plz

    হুমম! আমার কাসে আপাতত এই গেমটা নাই। আমার কাসে দ্বিতীয় টা আসে।
    http://www.freedrive.com/file/218415,ui_mp.ff এটা হলে দিতীয় ফাইলটা
    http://www.filecrop.com/ui.ff.html এটা প্রথম ফাইলটা।
    গুগল থেকে বার করলাম। 😀

    আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমার জন্য আপনি এত কস্ট করলেন। আমি একই গেম দুইটা কিনেছিলাম কিন্তু একটার মদ্ধে একরকম সমস্যা, ১ম টা তো DVD তেই সমস্যা আর পরেরটা UI ফাইল সমস্যা কোনো উপায় না দেখে আপনাদের ধারস্ত হলাম আমি ঢাকার বিভিন্ন স্থান থেকে কিনেছিলাম তাই পাল্টাতেও পারছিলাম না একটা গেম ১০০ টাকা তার মানে ২০০ টাকা শেষ আমী ছাত্র মানুষ এত টাকা কোথায় পাব বলেন

    ভাইরে কি বলে যে ধন্যবাদ দিব তা খুজে পাচ্ছি না কি করি বলেন তো ভাই। না থাক আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা

চরম একটা গেমস। আমার GAME Timing 6.30 and becoz of my 9500GT graphics was awesome.

    GAME Timing 6.30 মানে কি? আমারও 9500GT

    আপনারটা 512MB নাকি 1GB, আমারটা 1GB

    gametiming 6.30 মানে তিনি ৬ঘন্টা ৩০মিনিটে গেমটি শেষ করেছেন।

    ভাই রে আমিতো মহা সমস্যার মধ্যে আছি, আমার modern warfare 1 install করার পর রান করার সময় ui.ff ফাইল টা corrupted or unreadable দেখায়। দ্যা রক্ ভাই আমারে এই সমস্যা থেকে বাচান

    দ্যা রক্ ভাই

    ভাই আপনি সহজেই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। modern warfare 1 install দেয়ার পর গেমের install ফাইল লোকেশনে গিয়ে ui লিখে সার্চ দিলে অথবা ui.ff লিখে সার্চ দিলেই ui ফাইলটা আপনার চোখে পরবে সেখানে দুইটা ফাইল চোখে পরবে একটা ui আরেটা ui_mp এই দুইটা ফাইল কপি করে ইমেইল করে পাঠাবেন plz plz plz

    আমার email এড্রেস হচ্ছে [email protected]

    দ্যা রক্ ভাই

    পাঠাবেন কিন্তু অনেকটা অধিকার নিয়ে বললাম মাইন্ড করবেন না প্লিজ। আপনি পাঠালেই আমি গেমটা চালাতে পারব

আহারে কল অব ডিউটির কথা মনে হইলেই গায়ের রোম খাড়া হইয়া যায়। শুধু Call of Duty 1 and 2 খেলেই এই অবস্থা! এর উপর যাইতে হইলে পিসি আপডেট করতে হবে। বাই দ্য ওয়ে, গেমগুলা ওভার করছিলাম আমার মামার বাসায় বেড়াতে গিয়া 😀

কারন আমারটা ১৯৯৬ এর সময়কার পিসি এরপর আর আপডেট করা হয় নাই।

দ্যা রক্
ভাইজান আপনার modern warfare 2 কিভাবে install করছেন। আপনার DVD কি extreme soft এর নাকি it next এর যদি extreme soft এর হয় তাহলে একটু জানাবেন

    অনেক দেরীতে রিপ্লাই দিলাম,,,,, আমার আইটি নেস্কটএর সিডি।