প্রাগৈতিহাসিক কাহিনী: ২০০৭ এ কল অব ডিউটি সিরিজের ৪নং টাইটেল বাইর অইসিল Call Of Duty: Modern warfare. যার মইদ্যে সেই গেমের দুই নায়কের এক নায়ক “সোপ ম্যাকটেভিস” বেচে যায়। সেই গেমের কাহানীরে ধইরাই এবার বাইর হইল CALL OF DUTY: MODERN WARFARE২.
কাহানী অব দ্যা গেম: কল অব ডিউটি ৪ যেখানে শ্যাষ হয় তার থন আরো ৫ বছর হরের কাহানী। রাশিয়ান নেতা জাকায়েব পুরা বিশ্বে তুলকালাম লাগাই দিসে। গেমের এক এক অংশ দুনিয়ার এক এক জায়গায়। গেমটা পুরাই মডার্ণ ওয়ারফেয়ার এর সিকৃয়াল। গেমের কোন কোন পার্টে আপনে লেজ তুইলা ভাগতে হবে, মাইনষের টিনের চালে উপ্রে দিয়া, আবার কখনো কখনো সুড়ংগ পথে। আবার কখনো কখনো আপনে ভাগাতে হবে। তয় একটা মিশন আছে যেটা খুবই দু:খ জনক। কিন্তুক আপনে আবার কিছু উপলব্ধিও কইরতে পারবেন। গেমের এনিমি গুলান বিশাল ধাড়ী বদমাইশ। কাছাকাছি না অইলেই আপনের মংগল হইবে। রাস্তা হারানোর ভয়নাই, ম্যাপ খোজা লাগবনা। আপনারে স্ক্রিনের মইদ্যে ণ্যাভ পয়েন্ট লাগাই দিব। বাইচাথাইকার চেস্টা কইরেন। নাইলে কিন্তুক স্ক্রিণে রক্ত লাইগা এক্কারী রক্তারক্তি হই যাইব। আপনারে খেলতে অইব আফগানিস্তান, ব্রাজিল[রিও ডি জেনিরো], সাইবেরিয়া আর আমেরিকা [ওয়াশিংটন ডি.সি]। আপনে খেলবেন জোসেপ অ্যালেন, জেমস রেমিরেজ, গ্যারি রোচ আর আগের ক্যরেক্টার সোপ ম্যাকটাভিশরে নিয়া।
গেম শুরু হয় আফগানিস্তানে। যেখানে আপনে থাকেন জোসেপ অ্যালেন, আফগান একটা মিশন করায় আপনের উপ্রে খুশি অইয়া আপনারে আর্মি রেন্জার্স দলে লয় জেনারেল সেপার্ড। আর সোপ, রোচ রে লইয়া মিশন করে সাইবেরিয়ায়। রেমিরেজএর মিশন ওয়াশিংটন এ। একসময় সেপার্ড বিশ্বাস ঘাতকতা করে। খালি বাইচা থাকে সোপ। গেমের বাকি কাহানী গেম খেল্লে দেকবেন।
এছাড়াও আচে, কোওআপ আর মাল্টিপ্লেয়ার মুড। কোওআপ দিয়া টিম বানাইয়া আপনারা বিভিন্ন মিশন শ্যাষ করতে পাইরবেন। মাল্টিপ্লেয়ার? ব্যখ্যা করতে অইব?
যাউকগা, গেমটা মারান্তক ভালা লাগসে। কি আর কমু। চেয়ারে বইসি আর খেইলা শ্যাষ করসি। আমার টাইমিং ৫ঘন্টা ৩৯ মিনিট।
ডেভু কাহানী: ইনফিনিটি ওয়ার্ড গেমটার ডেভেলপ করসে “আই ডব্লিউ ৪” ইন্জিন দিয়া। যেটা দিয়া আগের মডার্ণ ওয়ারফেয়ার বানান হইসিল।
গ্রাফিক্স: মারান্তক। মোটামুটি আপনের মন হইব আপনেই যুদ্ধ করতাছেন। গেমের প্রত্যেক জিনিষের আলাদা ইমপ্যাক্ট বুঝা যায়। গ্রেনেড কাছে না দুরে ফাটসে তা আপনে স্ক্রিণেই বুঝতে পারবেন। গুলি কোনদিকথেকে আসছে, আপনে কবে মরবেন, কে মারছে সব আলাদা আলাদা ভাবে বুঝবেন।
সিনেমাটিক: এক্কারী হলিউড ফার্স্টপারসন স্টাইল।
সাউন্ড ইফেক্ট: জোশ। পুরা এনভায়রনমেন্ট ফিল করতে পারবেন। আমি ৮:১ স্পিকার দিয়া খেলছি। বুঝতে পারসেন? [বাড়ির মালিক নালিশ দিসে, হা হা হা!!!]
কন্ট্রোল: আগের টা থেকে সামন্য পরিবর্তন। তয় ম্যাচ করবে। প্রতিটা অস্ত্র আলাদা ফিলিংস।
স্কুর কার্ড:
গেমপ্লে: ৯.০
গ্রাফিক্স: ৮.৭
সিনেমাটিক: ৯.০
সাউন্ড ইফেক্ট: ৯.২
কাহানী: ৮.৯
গড়: ৮.৯৬~৯
মিসিং সামথিং?: কাহিনী ছোট। গ্রাফিক্স মোটামুটি COD4 এর কাছাকাছি।
THIS GAME IS RATED 16+, as I played this game.
আপনার যে যন্ত্র থাকা লাগব:
Title: Call of Duty Modern Warfare 2
Publisher: Activition
Developer: Infinity Ward
আমি দ্যা রক্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি গেম খেলি। সাইট বানাই। ব্লগ লেখি। মজা পাই! আর কি কি জান করি? ও মনে পড়ছে। আমি একটা গ্রুপের পালের গোদা। খেক্ খেক্। SanAndDesign.com
Nice post…..most wanted game of the year !