পিচ্চিবেলার DAVE Games খেলুন উইন্ডোজ সেভেন কিংবা ভিসতায়!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

প্রথম যখন বাসায় কম্পিউটার আসলো তখন সেটা ছিল একটা খেলনা 🙂 । Dave ছিল আমার কম্পিউটারে খেলা প্রথম গেম। ডস গেমসের সেই স্মৃতিগুলো এখন আর শুধু স্মৃতি না।

হ্যা, এখন চাইলে Dos Games খেলা যাবে উইন্ডোজ সেভেন কিংবা ভিসতা তে ই !

DosBox ব্যবহার করে এ ধরনের সব গেইম ই খেলা যায়। এটা একটা virtualization সফটওয়্যার।

  • ১।  Dave গেইম টি নিচের লিংক থেকে ডাউনলোড করুনঃ
    Download Dave Game
  • ২।  জিপ ফাইল ওপেন (এক্সট্রাক্ট) করুন।
  • ৩। C ড্রাইভে একটি ফোল্ডার তৈরী করুন। নাম দিন ‘’Dos’’। তারপর এক্সট্রাক্ট করা ফাইলটি কপি করে এখানে পেস্ট করুন। (আপনি চাইলে Dos এর পরিবর্তে অন্য নাম ও দিতে পারেন। কিন্তু পরেরবার ও একই নাম ব্যবহার করতে হবে। Dave নামটি ও পরিবর্তন যাবে। এক্ষেত্রে .exe ফাইল টির নাম স্টেপ ১০ এ ব্যবহার করতে হবে (এখানে ছিল Dave.exe))।  এখন নিচের লিংক থেকে DosBox 0.74 ডাউনলোড করুন। (মাত্র ১.৩৮ মেগাবাইট)
    Download DosBox 
  • ৪। DosBox ইনস্টল করুন।
  • ৫।  এখন ডেস্কটপ কিংবা স্টার্ট মেনু থেকে DosBox  ওপেন করুন।

  • ৬। লিখুন  mount C C:\Dos  যা কিনা বক্সে দেখাবে এরকমঃ  z:\>mount C C:\Dos তারপর এন্টার চাপুন। অনেকটা এরকম দেখাবে।

  • ৭। এখন  C: লিখে এন্টার চাপুন।

  • ৮। cd Dave লিখুন এবং পূনরায় এন্টার চাপুন। এখন নিচের মত দেখাবে

  • ৯। সবশেষে  Dave.exe লিখে এন্টার চাপুন।

এখানে ১০ টি লেভেলে গেইম টি আছে, যতখুশি পয়েন্ট অর্জন করুন। 🙂 🙂 GUN ব্যবহার করতে CTRL প্রেস করুন। Jackpot এর জন্য  Alt ENJOY  🙂

বি.দ্র. : আমার পিচ্চি ভাইকে বলেছিলাম শুধু ওর জন্য ১টা পোস্ট দিব এটা সেজন্যই লেখা। এটা নিয়ে আগে কোনো পোস্ট লেখা হয়ে থাকলে ডিলিট করে দেয়ার অনুরোধ রইল। প্রথম পোস্ট হওয়ায় অনেক ভুল আছে। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আশা করে বিদায় নিচ্ছি ।

Level 0

আমি নিশ্চুপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন, গেমটা ডাউনলোড দিলাম 🙂

কি করলেন এইটা? ২০০৩ এর সেই মুগ্ধতা আর ঘোরভরা দিনগুলি মনে হয়ে গেল। আসলেই স্মৃতিকাতর করে দিলেন 🙂
গেমটা পেন্টিয়াম টূ ৮ জিবি এইচডির এক্মাত্র ড্রাইভ C: তে ছিল। সেন্ড টু ডেস্কটপ এ ক্লিক করে দেখি কি সুন্দর! গেমটা সামনে চলে এসেছে! বারতি জায়গা নষ্ট করার আর কি দরকার 🙂 তাই মেইন ফাইল্টা ডিলিট করে দিলাম 🙁 পরে গেম তো আর চলে না :'( যা একটা দুঃখ পেয়েছিলাম। পরে আমার হাই কনফিগারেশনের পিসি নেয়ার পরেও হারানো প্রেমিকার মত খুজেছি কিন্তু নাম মনে না থাকার কারনে……:(
অনেক ধন্যবাদ আপনাকে।

    @tanweer troy: 🙂 অবশেষে আপনার হারানো প্রেমিকাকে খুজে পাবার জন্য অভিনন্দন । গেমস টা ফুল স্ক্রীনে খেলতে
    dosbox.conf ফাইলে edit করে নিতে পারেন । Conf file টা পাবেন C:\Users\user\AppData\Local\DOSBox এ 🙂
    fullscreen=true
    fulldouble=false
    fullresolution=0*0
    windowresolution=0*0
    output=overlay
    autolock=true
    sensitivity=100
    waitonerror=true
    priority=higher,normal
    mapperfile=mapper-0.74.map
    usescancodes=true

Level 0

ইয়ো ইয়ো ইয়ো!!!! ১০ বছর পর!!!! সেইইইইইইই প্রাইমারি স্কুল এ থাকতে খেলসিলাম!!!!!!!!!!