প্রথম যখন বাসায় কম্পিউটার আসলো তখন সেটা ছিল একটা খেলনা 🙂 । Dave ছিল আমার কম্পিউটারে খেলা প্রথম গেম। ডস গেমসের সেই স্মৃতিগুলো এখন আর শুধু স্মৃতি না।
হ্যা, এখন চাইলে Dos Games খেলা যাবে উইন্ডোজ সেভেন কিংবা ভিসতা তে ই !
DosBox ব্যবহার করে এ ধরনের সব গেইম ই খেলা যায়। এটা একটা virtualization সফটওয়্যার।
এখানে ১০ টি লেভেলে গেইম টি আছে, যতখুশি পয়েন্ট অর্জন করুন। 🙂 🙂 GUN ব্যবহার করতে CTRL প্রেস করুন। Jackpot এর জন্য Alt ENJOY 🙂
বি.দ্র. : আমার পিচ্চি ভাইকে বলেছিলাম শুধু ওর জন্য ১টা পোস্ট দিব এটা সেজন্যই লেখা। এটা নিয়ে আগে কোনো পোস্ট লেখা হয়ে থাকলে ডিলিট করে দেয়ার অনুরোধ রইল। প্রথম পোস্ট হওয়ায় অনেক ভুল আছে। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আশা করে বিদায় নিচ্ছি ।
আমি নিশ্চুপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর টিউন, গেমটা ডাউনলোড দিলাম 🙂