বিসমিল্লাহির রাহমানির রাহিম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
বেশ কিছু দিন ধরে ভাবছিলাম Techtunes এ একটা Post করব ।ভাবতে ভাবতে আজকে করেই ফেললাম ।
অনেকেই আছেন বাইক রেসিং গেইম এর মহাভক্ত।তাদের জন্য একটি বাইক রেসিং গেইম শেয়ার করলাম।
আমার জানামতে অন্য গেইমের চেয়ে এই গেইম টা ভিন্ন।অসাধারন সব লোকেশন আর গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে গেইমটিতে।
ভাবার কিছু নেই গেইমটি মাত্র ২৩ মেগাবাইট।গেইমটিতে অনেক গুলা লেভেল আছে।
গেইমটিতে মারামারি করা যায় তাছাড়া গেইমটিতে আপনি অল্প সময়ের জন্য পানির নিচ থেকে ও ঘুরে আসতে পারবেন।
তাছাড়া গেইমটিতে আরও অনেক মজার ফিচার আছে।
গেইম টি খেলে আমি অনেক মজা পাইলাম।আশা করি আপনারাও মজা পাবেন। নিচে Screenshot গুলু দেখে নিন।
So গেইম টি এনজয় করুন।Techtunes এ এটা আমার প্রথম Post ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।
আমি সাইকেলের পাইলট™। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গেমটির সিস্টেম রিকোয়ারমেন্ট টা একটু বলবেন ।128 mb ram এ কি চলবে ?