এক বন্ধুকে দেখতাম সারাদিন IPhone নিয়ে Angry Bird খেলতে। তখন থেকে টা দেখলে ই খালি খেলতে ইচ্ছে করে।এই ভাললাগা থেকে মোবাইল ডাউনলোড দিলাম Angry Bird। কিছু দিন খেলার পর আর মোবাইল নিয়া খেলতে ইচ্ছে করে না।
এই বার নেমে পরলাম Angry Bird Pc Version Download করতে।
Techunes এ কয়েকটি Tune দেখে ডাউনলোড দিলাম মনে করলাম হয়ত এইবার আমার Laptop এ খেলা যাবে Angry Bird। ডাউনলোড দিলাম কিন্তু পারলাম না খেলতে। নিরাশ না হয়ে আবার ডাউনলোড দিলাম। এইবার ও এক ই অবস্থা। এই এক সপ্তাহে কম করে না হলে ও ১৮ বার Download আর Delete দিছি এই Game। কিন্তু এই Game রে আমি পারলাম না চালাইতে।
রাগী পাখি কয় আমার Laptop এ তার চেহারা দেখাইবনা। আমার সস্তা Laptop এ নাকি তার দামি চেহারা দেখা যায় না। খালি এই এক-ই Error Massage দেখায়।
কিছু ই বুঝলাম না। Google মামু রে দিয়া Search ্দিয়া দেখি আমার গ্রাফিক্স কার্ড নাকি তার পছন্দ হয় নাই। গ্রাফিক্স কার্ড নাই বলে কি আমি Games খেলুম না.........???
পরে খুজে পেলাম Google Chorme. এই browser টা দিয়ে Angry Bird খেলা যায় যদি একটা Gmail Account থাকে।
এই বার দেখি কিভাবে Google Chorme এ খেলতে হয় Angry Bird।
আপনাদের যাদের net speed অনেক fast তারা HD Version আর যাদের net speed slow তারা SD Version এ Click করুন।
Google Chrome চালু হবার পর যদি নিচের ছবির মত Window আসে তাহলে ছবির মত করে Apps Option এ Click করে Google chrome Apps Page এ যান।(যারা জানেন না তাদের জন্য)
Apps এ Click করার পর নিচের window টা ওপেন হবে।
Angry Bird Icon এ ক্লিক করে করুন আর মজা নিন।
পাখিরে আমি বন্দি করছি খাচার ভেতর। আপনি ও পারেন কিনা দেখেন............
এটা আমার প্রথম টিউন। ভুল হলে মাফ করবেন। আর সময় এর অভাবে এই বিষয়ে অন্য কোন টিউন আছে কিনা খুজে দেখা হয় নাই। থাকলে আমার এই টিউন ডিলিট করে দিবেন।
আমি তামিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব আলো নিভিয়ে দাও......... ঘুমাব আমি আলোর শেষে............
ভাই, ইন্সটল হইতে কত টাইম লাগে??? ২ ঘণ্টা ধরে ১% ইন্সটল হচ্ছে। আমার নেট স্লো না। sd select করছি।