সবাই কেমন আছেন? আশা করি ভালো ৷ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি android এর অসাধারণ একটি game ৷গেমসটির নাম "FRUIT NINJA " তবে চিন্তিত হবার কিছু নেই এটি windows 7 support করে৷ এই অসাধারণ games টির গ্রাফিক্স আর সাউন্ড আপনাদের মন জয় করবেই ৷ আমার মতে এটি android এর সেরা games গুলোর একটি ......এই বিষয়ে সন্দেহ থাকলে নিচের লিঙ্ক থেকে কমেন্ট আর রেটিং দেখে আসতে পারেন ৷
আমার দেখা addicting গেমস গুলোর মধ্যে এটি একটি ৷ চলুন স্ক্রীন শট গুলো দেখে আসি ..............
games টির অসাধারণ action এবং artwork গুলো চোখে লাগার মত ৷ এহেম এহেম !!! এইবার আসি টাকার কথায়, মুল্য মাত্র ৩.২০ ডলার অর্থাৎ প্রায় ২৭৫ টাকা৷ আমরা এত কম দামী জিনিস use করি না তাই FREE & portable টাই দিলাম
SIZE 89 MB
DOWNLOAD
ডাউনলোড করার পর extract করে ফোল্ডার এ ঢুকুন >> FruitNinja.exe তে ডাবল ক্লিক করুন৷
গেমস টিতে কোনো BUTTON আপনি ক্লিক করতে পারবেন না !!!আপনাকে MOUSE এর লেফট BUTTON চেপে টান দিতে হবে অর্থাৎ ব্লেড চালাতে হবে !!!!!
সবাই ভালো থাকবেন ৷ খোদা হাফেজ ৷
আমি নাহিদ রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 334 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুনেছি সপ্ন যত বড় হয় তা তত তাড়াতাড়ি নাকি ভেঙ্গে যায় .....বোধহয় তাই !!তবুও আমি থেমে থাকি নি .....হোচট খেতে খেতে শিখেছি ,জীবন অনেক কঠিন ....এখানে আবেগের কোনো মুল্য নেই....এখনে প্রতিটা মানুষ তার নিজেকেই সবচেয়ে ভালোবাসে .....!! ............তাই আমি চেষ্টা করছি একটু ভিন্ন হতে ,আর এ জন্য কেউ বলে পাগল...
ভাই দারুন গেম শেয়ার করলেন। অনেক ধন্যবাদ।
আগেরটাও চরম ছিল!
(অপটপিক: আপনার মেইল আইডিটা পেতে পারি? 😐 )