রেসিং গেমের ফ্যানদের কাছে NFS কে নতুন করে পরিচয় করিয়ে দেবার দরকার বোধ করছি না।কারণ,এই সিরিজ তাদের নতুন গেমে নতুন নতুন চমক এর মাধ্যমে গেমারদের মনে স্থান করে নিয়েছে।আর এই সিরিজেরই একটি গেম হল NFS: UNDERGROUND 2.অসাধারন কাহিনীর জন্য গেমটি EA SPORTS এর মূল্যবান সম্পদে পরিনত হয়েছে।
পুরবের গেম Underground এ আপনাকে অংশ নিতে হয়েছে আণ্ডারগ্রাউন্ড মুডে কিন্ত এই গেমে আপনাকে অংশ নিতে হবে ক্যারিয়ার মুডে ।আর ক্যারিয়ার মুডে গেম অতিবাহিত হবে কাহিনির মধ্য দিয়ে।প্রতিদ্বন্ধী গ্রুপের এক সদস্য দ্বারা আক্রান্ত হবার পর আপনাকে পাঠানো হয় এক নতুন শহরে। গেমটিতে আপনার কাজ হবে সেই শহরের সব রেসারদের হারিয়ে নিজের শ্রেঠত্ত্ব প্রমাণ করা।
গেমটি প্রায় গ্রান্ড থেফট অটো এর মত। এখানে গাড়ি নিয় ঘুরে ঘুরে রেস খেলতে হয়।আর আছে বিভিন্ন দোকান যা প্রায় সময় আপনার প্রয়োজন পড়বে।যেমনঃ বডি শপ,কার শপ, পারফমেন্স শপ ইত্যাদি।তবে শপ গুলো খুজে পাওয়া বেশ কষ্টকর। যদিও ম্যাপ আছে তবুও যতক্ষণ না আপনি ঘুরে ঘুরে শপ গুলো খুজে বের না করবেন ততক্ষণ এইগুলো ম্যাপে পাবেন না।
এইখানে খেলায় সংযোজন করা হয়েছে আউটরান,টিম ড্রিফট,ড্রিফটিং চ্যালেঞ্জ ও ইউ আর এল।ইউ আর এল হল আন্ডারগ্রাউন্ড রেসিং লীগেরই অপর নাম।এই গেম এ নাইট্রাস থাকায় প্রতিপক্ষকে খুব সহজেই হারানো যায়।গেমটিতে গাড়ি গুলো আপনার নজর কাড়বে এর গতির জন্য।যদিও শুরুতে স্লো গাড়ি নিয়ে আপনাকে খেলতে হবে।ধীরে ধীরে আপনি পাবেন উন্নত গাড়ি।
অসাধারন সাউন্ড ইফেক্ট আর নতুন নতুন গাড়ির জন্য গেমটি হয়ে উঠেছে EA SPORTS এর আকর্ষনীয় গেমগুলোর মধ্যে অন্যতম।
[CSSBUTTON target="http://www.mofunzone.com/download_games/need_for_speed_underground_2.shtml"]ডাউনলোড করুন[/CSSBUTTON]
আমি Emilton। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
wow . thanks