আপনার iPhone বা iPod touch jailbreak করা থাকতে হবে। এর পরে Cydia ওপেন করুন।
Manage ট্যাব এ ক্লিক করুন। Manage ট্যাব থেকে Sources ট্যাবে ক্লিক করুন। ওপরে ডান পাশ থেকে Edit এ ক্লিক করুন। ওপরে বাম পাশ থেকে Add এ ক্লিক করুন।
Add এ ক্লিক করার পরে নিচের লিংক টি দিয়ে Add source এ ক্লিক করুন। http://repo.biteyourapple.net Add করার পরে Verifying URL লেখা আসবে। এটা শেষ হলে নিচে Return to cydia লেখায় ক্লিক করুন।
এখন Cydia এর Search ট্যাবে ক্লিক করে Psx লিখুন psx4all ও scph101.bin for psx4all এর আগে দেখবেন apple মার্ক। সেই psx4all ও scph101.bin for psx4all ফাইল দুটি ইন্সটল করবেন।
এখন আপনি Plaustation এর যেকোনো গেমস (রোম)ডাউনলোড করে iPhone বা ipod touch এর var/mobile/Media/ROMs/PSX/ এই ফোল্ডারে রেখে psx4all ওপেন করে খেলতে পারবেন।
iFunbox download করুন http://dl.i-funbox.com/ifunbox_en.zip iPhone বা ipod touch PC তে connect করুন ifunbox ওপেন করুন।
বাম পাশের মাঝামাঝি দিকে Raw File System এ ক্লিক করুন। সেখান থেকে var>mobile>Media>ROMs>PSX folder টি পেয়ে যাবেন।
যেকোনো সাহায্যের জন্য কমেন্ট করুন। ধন্যবাদ....
আমি Asad5454। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am so simple...
ভাই iPod 4G nano এর জন্য কিছু নাই? অনেক শখ iPod এ গেম খেলার কিন্তু কোন উপায় নাই। যদি একটু সাহায্য করেন খুব উপকার হত