AirDroid – পিসি থেকে নিয়ন্ত্রণ করুন আপনার স্মার্টফোন

টিউন বিভাগ ফ্রিওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।

বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড। সবচেয়ে বেশি স্মার্টফোনে রান হচ্ছে এই অপারেটিং সিস্টেম। আপনি কি কখনো অ্যান্ড্রয়েডের সাথে পিসির ইন্টিগ্রেশনের কথা ভেবেছেন? কখনো ভেবেছেন, পিসি এবং ফোনের মধ্যে নিরবচ্ছিন্ন ফাইল আদান প্রদান, পিসির নোটিফিকেশন প্যানেলে ফোনের নোটিফিকেশন, ইত্যাদি সুবিধার কথা? এই সব সুবিধা আপনি একটি অ্যাপ এর মাধ্যমে পেয়ে যাবেন। আর এসব কাজ যে অ্যাপটির মাধ্যমে করা যাবে সেটা হচ্ছে AirDroid।

আজকের এই টিউনে আমরা AirDroid দারুণ এবং চমৎকার কিছু ফিচার সম্পর্কে জানব।

AirDroid কি?

যারা জানেন না তাদের বলে রাখা ভাল, AirDroid একটি পাওয়ারফুল ক্রস ম্যানেজিং টুল, যার মাধ্যমে পিসি থেকে ফোনকে নিয়ন্ত্রণ করা যায়। আপনি এর মাধ্যমে SMS পাঠাতে পারবেন, নোটিফিকেশন চেক করতে পারবেন এবং বিভিন্ন ডিভাইসের মধ্যে ফাইল আদান প্রদান করতে পারবেন। এমনকি চাইলে ফোনকে রিমোটলিও কন্ট্রোল করতে পারবেন।

এই অ্যাপটির মাধ্যমে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক থেকে কানেক্ট হওয়া যাবে। তবে এখানে লিমিটেশন রয়েছে, ফ্রিতে আপনি প্রতিমাসে মাত্র ২০০ এম্বি ফাইল আদান প্রদান করতে পারবেন। এর বেশি ফাইল আদান প্রদানের জন্য আপনাকে প্রতি মাসে ৩.৯৯ ডলার পে করতে হবে। তবে একই নেটওয়ার্কে কানেক্ট থাকলে সেখানে কোন লিমিটেশন নেই।

AirDroid

অফিসিয়াল ওয়েবসাইট @ AirDroid

কিভাবে AirDroid সেটআপ করবেন

AirDroid ব্যবহার করার আগে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে নতুন একটি একাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ডিভাইস গুলো লিংক করতে হবে। পিসি এবং ফোনের জন্য আলাদা দুটি অ্যাপ ডাউনলোড করতে হবে। যত গুলো ডিভাইসে ব্যবহার করতে চান সব গুলোতেই ইন্সটল করতে হবে।

অ্যাপ গুলো ডাউনলোড করার পর ইন্সটল করুন। উভয় ডিভাইসেই লগইন করুন। কিছুক্ষণের মধ্যে পিসিতে আপনার স্মার্টফোনটি খুঁজে পাবেন। কিছু পারমিশন চাইবে, পারমিশন গুলো দিয়ে দিন, এটা সেইফ ভয়ের কিছু নাই।

AirDroid এর ফিচার

চলুন AirDroid এর দারুণ কিছু দেখে নেয়া যাক,

File Transfer & Management – সহজেই পিসি থেকে ফোনে ফাইল আদান প্রদান করতে পারবেন।

Remote Control – রিমোটলি আপনার ফোনকে কন্ট্রোল করতে পারবেন। এজন্য আপনাকে AirDroid Control, Add-on ইন্সটল করতে হবে।

Screen Mirroring – পিসিতে আপনার ফোনের স্ক্রিন দেখতে পারবেন।

Notifications & SMS Management – নোটিফিকেশন চেক করতে পারবেন, পিসি থেকে মেসেজ সেন্ড করতে পারবেন।

Find your device – ফোন কোথায় হারিয়ে গেলে এই অ্যাপ এর মাধ্যমে লোকেশন ট্র‍্যাক করতে পারবেন।

Backup your files – AirDroid এর মাধ্যমে আপনি খুব সহজে ফোনের ফাইল গুলোর ব্যাকআপ তৈরি করতে পারবেন এবং পিসিতে নিরাপদে স্টোর করে রাখতে পারবেন।
Web Login – আপনি চাইলে AirDroid এর ওয়েব ভার্সনে লগইন করে কিছু ফিচারও ব্যবহার করতে পারবেন।

এই অ্যাপটিতে অসংখ্য ফিচার রয়েছে তবে এবার আমরা এই অ্যাপ এর চমৎকার কিছু ফিচার নিয়ে বিস্তারিত আলোচনা করব। অ্যাপটি আপনি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।
Remote Control
অ্যাপটির অন্যতম একটি ফিচার হচ্ছে এর মাধ্যমে আপনি পিসির মাধ্যমে ফোনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। নতুন অ্যাপটিতে কিছু লিমিটেশন থাকলেও এর মাধ্যমে কানেক্ট ডিভাইসকে খুব সহজেই কন্ট্রোল করা যায়।

এর মাধ্যমে আপনি প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন। একই সাথে আপনি ফোন আর পিসি ব্যবহার করতে পারবেন এবং উভয়ের মধ্যে ফাইল আদান প্রদান করতে পারবেন।

বর্তমানে স্মার্টফোন রুট করা বেশ কষ্টসাধ্য এবং প্রায় অ্যাপই এটা ডিটেক্ট করে ফেলে। যদিও রুট ডিটেক্টশন বাইপাস করা যায়। যারা রুট করতে পারে তারা তো AirDroid ব্যবহারে কোন সমস্যায় পড়বেই না তবে যাদের রুট করা নেই তারাও চাইলে USB Debugging এনেভল করে, AirDroid এর বিভিন্ন ফিচার আনলক করতে পারবে।

File Transfer

AirDroid এর মাধ্যমে দুটি ডিভাইসের মধ্যে সহজে ফাইল আদান-প্রদান করতে পারবেন। রয়েছে Windows, Mac, Linux, এবং স্মার্টফোনের মধ্যে ফাইল আদান-প্রদানের সুযোগ। একই নেটওয়ার্কে কানেক্ট হয়ে সহজেই আপনি এই কাজটি করতে পারেন।

ভিন্ন নেটওয়ার্কে কানেক্ট করলে আপনি প্রতি মাসে ২০০ MB লিমিটে ব্যবহার করতে পারবেন। তবে একই নেটওয়ার্ক হলে কোন ধরনের লিমিটেশন নেই। এই ফিচারটি ভিডিও, ফটো, লিংক, শেয়ারের জন্য চমৎকার কাজ করে।

পিসির নোটিফিকেশন

এই অ্যাপ এর মাধ্যমে ফোনের সব নোটিফিকেশন আপনি পিসিতে রিসিভ করতে পারবেন। এখন ফোনে কোন নোটিফিকেশন আসলে সেটা ফোনে না দেখে পিসিতেই চেক করা যাবে। পিসিতে পপ আপ মেসেজে নোটিফিকেশন দেখতে পারবেন।

স্মার্টফোনের ব্যাকআপ

AirDroid এর মাধ্যমে আপনি স্মার্টফোনের ব্যাকআপ নিতে পারবেন এবং পিসিতে সেভ করে রাখতে পারবেন। যেকোনো সময় ব্যাকআপ নিতে পারবেন এবং যেকোনো সময় রিস্টোর করতে পারবেন AirDroid এর মাধ্যমে।

বলতে গেলে চমৎকার একটি অ্যাপ হচ্ছে AirDroid। এর ফ্রি ভার্সনে আপনি প্রায় অনেক সুবিধায় পেয়ে যাবেন তারপরেও চাইলে প্রিমিয়াম প্যাকেজ ব্যবহার করতে পারেন। প্রতি মাসে মাত্র ৩.৯৯ ডলারে আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন লিমিট ছাড়া।

শেষ কথা

ফোন ব্যাকআপ এবং ফোন ম্যানেজমেন্টের জন্য চমৎকার একটি অ্যাপ হচ্ছে AirDroid। বলা যায় আল ইন আল প্যাকেজ এটি। নতুন অ্যান্ড্রয়েড ভার্সনে এই অ্যাপ এর কিছু লিমিটেশন দেখা যেতে পারে তবে আশা করা যায় আসছে দিন গুলোতে এমনটি আর থাকবে না।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস