ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করা এবং ডিলিট করার অসাধারণ ১০ টুলস! শুধুমাত্র উইন্ডোজ এর জন্য

টিউন বিভাগ ফ্রিওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনস জনগণ, কেমন আছেন আপনারা সবাই? আশাকরি সবাই ভাল আছেন। এখন থেকে নিয়মিত আবার নতুন টিউন নিয়ে আমরা হাজির হলাম আপনাদের কাছে। আর টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।

আপনারা হয়তো টিউনের হেডিং দেখেই বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে আলোচনা করবো, তারপরেও একটু বলে দিচ্ছি- আজকে আমি আলোচনা করবো কিভাবে আপনার আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডুপ্লিকেট ফাইল গুলো খুঁজে বের করবেন এবং তা ডিলিট করে আপনার হার্ড ডিস্কের স্পেস ফ্রি করবেন। তো আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি।

আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছি, তারা সবাই হার্ড ডিস্কের স্পেস সেভ করার অনেক গুলো উপায় সম্পর্কে জেনে থাকবেন। হার্ড ডিস্কের স্পেস সেভ করার অনেক গুলো উপায় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে cleanup utilities, উইন্ডোজ রিসেট দেওয়া (উইন্ডোজ সেটআপ দেওয়ার পর যেরকম থাকে ঠিক সেই অবস্থায় ফিরে যাওয়াই হল রিসেট দেওয়া), Windows.old ফাইল ডিলিট করার ইত্যাদি, আর এই সবগুলো পদ্ধতিতেই আপনি কয়েক জিবি পর্যন্ত হার্ড ডিস্ক স্পেস সেভ বা খালি করতে পারবেন। এছাড়াও ডুপ্লিকেট ফাইল ডিলিট করার মাধ্যমে আপনি আপনার হার্ড ডিস্ক স্পেস খালি করতে পারবেন।

উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে ডিফল্ট ভাবে ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। উইন্ডোজ এক্সপ্লোরার এর সার্চ ফিচার ব্যবহার করে আপনি বড়োজোর দুই চারটা ডুপ্লিকেট ফাইল খুঁজে পেতে পারেন তবে ফাইল গুলো নাম যদি আপনার মনে না থাকে সেক্ষেত্রে ডুপ্লিকেট ফাইল খুঁজেই পাবেন না। আর এজন্য আমি ১০টির ও অধিক থার্ড পার্টি সফটওয়্যার নিয়ে আলোচনা করবো যার মাধ্যমে আপনি সহজেই ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করা ডিলিট করে আপনার হার্ড ডিস্কের অনেক স্পেস বাঁচাতে পারবেন।

ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করার জন্য থার্ড পার্টি টুলস সমূহ

নিচ থেকে আপনার পছন্দমত যেকোন একটি টুলস ডাউনলোড করুন.

  • ১. CloneSpy
  • ২. Duplicate Cleaner Pro/Free (১৫ দিনের ট্রায়াল)
  • ৩. Wise Duplicate Finder
  • ৪. DupScout
  • ৫. Advanced Duplicates Finder
  • ৬. Duplicate File Finder
  • ৭. Auslogics Duplicate File Finder
  • ৮. Fast Duplicate File Finder
  • ৯. Total Comander

আমরা উপরের সবগুলো টুলস ইন্সটল করেছি এবং সবগুলোই ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করার জন্য ভাল টুলস। তবে সবগুলোর মধ্যে CloneSpy টুলসটি আমাদের কাছে ভাল লেগেছে কেননা এর রয়েছে সিম্পল ইন্টারফেস এবং খুবই লাইট ওয়েট। CloneSpy টুলসে ডিফল্ট অবস্থায় যথেষ্ট ফিচার প্রোভাইড করে থাকে, আর এই টুলসটি সম্পূর্ণ ফ্রি এবং এটি ইন্সটল না করেই পোর্টেবল মোডে ব্যবহার করতে পারবেন, আর আমরা এই ধরনের টুলসগুলো সাধারণত পছন্দ করে থাকি। নিচে প্রত্যেকটি টুলসের বিস্তারিত আলোচনা করা হল:

১. CloneSpy

CloneSpy ডুপ্লিকেট ফাইল গুলো খুঁজে বের করতে এবং ডিলিট করার মাধ্যমে হার্ড ড্রাইভের স্পেস খালি করতে আপনাকে সহায়তা করবে। ডুপ্লিকেট ফাইল গুলোতে সাধারণত একই কন্টেন্ট থাকে এবং ব্যবহারকারী যদি না ফাইলগুলো অন্য কোথাও মুভ না করে তাহলে এর নাম, তারিখ, সময় এবং লোকেশন ইত্যাদি সব একই থাকে। এছাড়াও, CloneSpy এর মাধ্যমে আপনি ফাইলের নাম সেম এমন সব ডুপ্লিকেট ফাইল খুঁজে পাবেন যার ভিতরে আসলে ভিন্ন কন্টেন্ট রয়েছে। মনে করুন আপনার কাছে একই ফাইলের ভিন্ন ভিন্ন ভার্সন রয়েছে, আপনি সেই ফাইল গুলো খুঁজে বের করতে চান এবং পুরানো ভার্সন গুলো ডিলিট করতে চান, এই টুলসের মাধ্যমে আপনি সহজেই তা করতে পারবেন। এছাড়াও এই টুলসের মাধ্যমে আপনি যেসব ফোল্ডারের মধ্যে কোন ফাইল নেই সেগুলোও খুঁজে বের করতে পারবেন।

২. Duplicate Cleaner Pro/Free

Duplicate Cleaner এই লিস্টের সবচেয়ে জনপ্রিয় এবং প্রিমিয়াম একটি টুলস, এর অনেক অনেক ফিচার রয়েছে এবং এর ইন্টারফেসে মডার্ন লুক রয়েছে যা দেখতে খুবই আকর্ষণীয় লাগে। আর ডুপ্লিকেট ফিচার তো রয়েছেই আপনি এর মাধ্যমে সহজেই ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করতে পারবেন এবং তা ডিলিট করা আপনার ডিভাইসের স্পেস সেভ করতে পারবেন।

আর হ্যাঁ, আপনি প্রথম বার Duplicate Cleaner ইন্সটল করলে ১৫ দিনের ট্রায়াল পাবেন, আপনার যদি সচারচর ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করার দরকার পরে তাহলে আপনি এর লাইসেন্স (লাইসেন্স কিনতে $২৯.৯৫ ডলার লাগবে বা ৩ হাজার টাকা) কিনে নিতে পারেন।

৩. Wise Duplicate Finder

আমরা প্রত্যেকদিন কিছুনা কিছু ফাইল, ফটো, গান এবং মুভি ডাউনলোড করে থাকি, আর সময়ের সাথে সাথে ঐ অপ্রয়োজনীয় ফাইল দিয়ে হার্ড ডিস্ক ফুল হয়ে যায়। আর এজন্য আপনি মাঝে মাঝে কোন ফাইল ডাউনলোড করার সময় দেখতে পান যে আপনার হার্ড ডিস্কে পর্যাপ্ত জায়গা নেই। আর তাই Wise Duplicate Finder ব্যবহার করে আপনি খুব সহজেই ডুপ্লিকেট ফাল খুঁজে বের করতে এবং তা ডিলিট করে আপনার কম্পিউটারের হার্ড ডিস্কের স্পেস খালি করতে পারবেন। Wise Duplicate Finder টুলসের মাধ্যমে আপনি যেকোনো ধরনের ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করতে পারবেন, উদাহরণস্বরূপ: ডুপ্লিকেট ফটো খুঁজে বের করা, ডুপ্লিকেট ভিডিও খুঁজে বের করা, ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করা ইত্যাদি।

৪. DupScout

DupScout হচ্ছে একটি ডুপ্লিকেট ফাইল ফাইন্ডার, যার মাধ্যমে আপনি লোকাল ডিস্ক, নেটওয়ার্ক শেয়ার, স্টোরেজ এবং এন্টারপ্রাইজ স্টোরেজ সিস্টেম থেকে ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করতে এবং তা ডিলিট করতে পারবেন। এছাড়াও এই টুলসের মাধ্যমে ডুপ্লিকেট ফাইল খোঁজা ছাড়াও অন্য কাজ করতে পারবেন যেমন: ডুপ্লিকেট ফাইলের রিপোর্ট সেভ করা, ডুপ্লিকেট ফাইল গুলো রিপ্লেস করতে, ডুপ্লিকেট ফাইল ডিলিট করতে এবং ডুপ্লিকেট ফাইলগুলো অন্য লোকেশনে মুভ করতে পারবেন।

৫. Advanced Duplicates Finder

Advanced Duplicates Finder হল একটি হ্যান্ডি টুলস যা মাধ্যমে আপনি ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করতে এবং তা ডিলিট করতে পারবেন, সার্চের ইনডেক্সিং এর গতি বাড়াতে এবং ব্যাকআপ এর সাইজ এবং সময় বাঁচাতে এই টুলসটি অনেক উপকারী। আর এখন মুভি, মিউজিক আর সেলফির যুগে হার্ড ডিস্ক ফুল করা কোন ব্যাপার ই না, এই সাথে ডুপ্লিকেট ফাইল দিয়েও আমরা আমাদের হার্ড ডিস্ক ভর্তি করে ফেলি। আর তাই ডুপ্লিকেট ফাইল ম্যানুয়ালি ডিলিট না করে এই টুলস ব্যবহার করে সহজেই ডিলিট করতে পারবেন। তাই এই শক্তিশালী টুলসটি সঠিক ডুপ্লিকেট খুঁজে বের করে এবং ডিলিট করে, আর তাই ভুলে অন্য কোন ফাইল ডিলিট হওয়ার সম্ভাবনা নাই।

৬. Duplicate File Finder

Duplicate File Finder হচ্ছে একটি ফ্রি টুলস যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে কোন সফটওয়্যার ইন্সটল না করেই (পোর্টেবল ভাবে) আপনার নিজের কম্পিউটার এবং কর্পোরেট নেটওয়ার্ক থেকে সকল ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করতে এবং তা ডিলিট করতে পারবেন। আর এই টুলসটি প্রত্যেকটি বাইট এর সাথে কম্পেয়ার করে ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করে ফলে আপনি এই টুলসের সাহায্যে নির্ভুল ভাবে ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করতে পারবেন।

৭. Auslogics Duplicate File Finder

আপনার কম্পিউটারে হয়তো হাজার হাজার ফটো, ভিডিও, মিউজিক বা ডকুমেন্ট ফাইল থাকতে পারে, আর অনেক ফাইলের ভিড়ে আপনি তা খুঁজে পাচ্ছেন না। এর ফলে আপনার হার্ড ডিস্কের স্পেস একটুকও খালি নেই, আর এখন একটি একটি করে ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করাও অনেক কষ্টসাধ্য হয়ে গেছে।

চিন্তার কোন কারণ নেই, Duplicate File Finder টুলসের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করে তা ডিলিট করে হার্ড ডিস্কের স্পেস খালি করতে পারবেন সহজেই। তাছাড়া আপনি কোন ডুপ্লিকেট ফাইলটি ডিলিট করবেন আর কোন ডুপ্লিকেট ফাইলটি রেখে দিবেন তাও এই টুলসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন।

৮. Fast Duplicate File Finder

Fast Duplicate File Finder ফ্রিওয়্যার একটি টুলস, আপনি এই টুলসের সাহায্যে আপনার সম্পূর্ণ হার্ড ডিস্ক এর যেকোনো ফোল্ডার থেকে ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করতে এবং ডিলিট করতে পারবেন। আর আমার কাছে যে ফিচারটি ভাল লেগেছে তা হল, আপনার কম্পিউটারে যদি ফাইলের নাম ভিন্ন থাকা একই ফাইল থেকে থাকে তাও এই টুলসের মাধ্যমে সহজেই খুঁজে বের করে ডিলিট করতে পারবেন।

৯. Total Comander

উইন্ডোজ কম্পিউটার ফাইল এক্সপ্লোরের থেকে Total Commander অনেক শক্তিশালী ফাইল ম্যানেজার, আর এই ফাইল ম্যানেজারে বিল্ট ইন ডুপ্লিকেট ফাইল সার্চ করার অপশন রয়েছে (যা আপনারা উপরের স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন) এছাড়াও উইন্ডোজ এক্সপ্লোরারে নেই এমন আরও এক ডজনের মত অন্যান্য ফিচার রয়েছে যা এই ফাইল ম্যানেজারে রয়েছে।

১০. XYplorer

XYplorer হচ্ছে একটি ডেডিকেটেড ডুপ্লিকেট ফাইল ফাইন্ডার, এছাড়াও আপনি এই টুলসটি উইন্ডোজ এক্সপ্লোরার এর বিকল্প হিসেবেও ব্যবহার করতে পারেন কেননা এটি খুবই শক্তিশালী একটি টুলস। আর এই টুলসটি ব্যবহার করে সহজেই ডুপ্লিকেট ফাইল খুঁজে পাবেন কেননা এর রয়েছে পাওয়ারফুল সার্চিং সিস্টেম যার মাধ্যমে আপনাকে একদম সঠিক ডুপ্লিকেট ফাইল খুঁজে পাওয়ার নিশ্চয়তা প্রদান করে।

macOS এর জন্য ডুপ্লিকেট ফাইল ফাইন্ডার

Duplicate File Finder Remover হচ্ছে ম্যাক অ্যাপ স্টোরের রিকোম্যান্ড করা ফ্রি ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করার টুলস, এর রয়েছে অসাধারণ ইউজার ইন্টারফেস আর অনেক অনেক ফিচারের সমারোহ। আর কিছু অ্যাডভান্সড ফিচার রয়েছে যা উপভোগ করতে হলে আপনাকে কিছু ফি প্রদান করতে হবে কিন্তু তা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে, আপনি চাইলে তা না নিয়েও এই টুলসটি ব্যবহার করতে পারবেন।

macOS ব্যবহারকারীদের জন্য আরও দুইটি টুলসের নাম দিলাম,  Dr. Cleaner এটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং ডিস্ক ক্লিনার ও বড় ফাইল ফাইন্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন। আর Disk Inventory X হচ্ছে ডেডিকেটেড টুলস যার মাধ্যমে আপনি ফাইলে সাইজ এবং ফোল্ডার গুলো একটি ট্রি-ম্যাপ গ্রাফের মধ্যে একনজরে সমস্ত ফাইলের ডিটেইলস দেখতে পারবেন।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 191 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস