আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আলোচনা করব দারুণ কিছু টুল নিয়ে নিয়ে।
শিরোনাম দেখেই হয়তো বুঝে গিয়েছেন কি নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি দেখানোর ট্রাই করব কিভাবে ইউটিউব থেকে পুরো প্লে-লিস্ট ডাউনলোড করে নেবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
প্রথমত অনেকেই বলতে পারেন পুরো প্লে-লিস্ট ডাউনলোড করে কি করব। ফোনে অথবা পিসিতে যেকোনো সময় দেখে নেব৷ যাদের ওয়াই-ফাই আছে তাদের হয়তো দরকার নেই কিন্তু যারা ডাটা ব্যবহার করেন তাদের আশা করছি এই টিউনটি কাজে আসবে।
একটা উদাহরণ দেই, ধরুন আপনি ইউটিউব থেকে কোন কিছুর কোর্স করবেন হতে পারে, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইনিং এখন একটা কোর্সের অনেক গুলো ভিডিও থাকে। সব গুলো ভিডিও একটা একটা করে ডাউনলোড করলে আপনার মনোযোগ নষ্ট হতে পারে৷ আবার যদি ডাটা ব্যবহার করেন তাহলে বারবার ইউটিউবে ঢুকতেও এম্বি লাগবে। আবার কোন পার্ট রিপিট করতে চাইলেও অতিরিক্ত ডাটা খরচ হবে। তাই এই ধরনের সমস্যার সমাধান হতে পারে পুরো প্লে-লিস্ট ডাউনলোড করে রেখে দেয়া।
ডাউনলোড করে রেখে দিলে যেকোনো সময় সহজেই অফলাইনেই দেখে নিতে পারবেন প্রয়োজনীয় ভিডিও। এবার আমি পাঁচটি সফটওয়্যার নিয়ে আলোচনা করব যেগুলো ব্যবহার করে কাজটি সহজেই করে নিতে পারবেন।
প্রথমেই যে ফ্রি সফটওয়্যার টির সাথে পরিচয় করিয়ে দেব সেটি হচ্ছে 4K video Downloader। অধিকাংশ ভিডিও ডাউনলোডিং সফটওয়্যার এড-ওয়্যার, স্পাই-ওয়্যার, ভাইরাসে, বিরক্তিকর টুলবারের ঝামেলা থাকলেও এটি ব্যতিক্রম একটি সফটওয়ার। এখানেও কিছু এড আসে কিন্তু এতটা বিরক্তিকর নয়।
4K Video Downloader
অফিশিয়াল ওয়েবসাইট @ 4K Video Downloader
অপারেটিং সিস্টেমঃ Windows, Mac, Linux
প্লে-লিস্ট ডাউনলোড করা থেকে শুরু করে 4K Video Downloader দিয়ে আরও কিছু কাজ করা যায় যেমন, এক ক্লিকে চ্যানেলের সব ভিডিও ডাউনলোড করে নেয়া, নতুন কোন ভিডিও রিলিজ হলে সেটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাওয়া, এমনকি এর মাধ্যমে 3D এবং ৩৬০° ভিডিও ডাউনলোড করা যায়।
4K Video Downloader এর দারুণ একটি সুবিধা হল এর মাধ্যমে সব-টাইটেলও ডাউনলোড করা যায় অথবা পরবর্তীতে SRT ফাইল ও এড করা যায়। এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি MP4, MKV, M4A, MP3, FLV, 3G ফরমেটে ভিডিও গুলো সেভ করতে পারবেন।
আপনি যদি প্লে-লিস্ট ডাউনলোড করতে চান তাহলে এটি M3U প্লে-লিস্ট ফাইল তৈরি করবে এবং সিরিয়াল অনুযায়ী ভিডিও গুলো দেখাবে। ডাউনলোড করাও খুবই সহজ প্লে-লিস্ট এর লিংকটি কপি করে সফটওয়্যার টিতে পেস্ট করে দিন তাহলেই হবে।
তাছাড়া এই 4K Video Downloader সফটওয়্যার ব্যবহার করে Vimeo, Facebook, এবং DailyMotion. এর মত ওয়েবসাইট গুলো থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। প্রিমিয়াম ভার্সনে পাবেন চ্যানেল সাবস্ক্রিপশন, এড ফ্রি এবং আন-লিমিটেড ডাউনলোড সুবিধা।
4K Video Downloader মতই Gihosoft TubeGet দিয়েও আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন ইউটিউবের সম্পূর্ণ প্লে-লিস্ট।
Gihosoft TubeGet
অফিশিয়াল ওয়েবসাইট @ Gihosoft TubeGet
অপারেটিং সিস্টেমঃ Windows, Mac
Gihosoft TubeGet সফটওয়্যার এর মাধ্যমে আপনি Facebook, Dailymotion, Vimeo, Metacafe, Break, Veoh, এবং Blip.tv সহ আরও প্রায় ১০, ০০০ সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। তবে এজন্য এর Pro ভার্সন ব্যবহার করতে হবে।
Gihosoft TubeGet এর মাধ্যমে আলাদা করে অথবা পুরো প্লে-লিস্ট ডাউনলোড করতে পারবেন। এজন্য লিংকটি কপি করে অ্যাপ এর উপরের বাম পাশে পেস্ট করে দিলেই হবে।
পেস্ট করার পর আপনি MP4, WebM, 3GP, FLV, AVI, MKV ফরমেটে এবং 4K, 1440P, 1080P, 720P, 480P, 360P, or 240P কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করতে পারবেন। তবে মনে রাখবেন এর ফ্রি ভার্সনে আপনি শুধু মাত্র ৫ টি ভিডিও এবং সর্বোচ্চ ৪ এম্বি স্পীডে ডাউনলোড করতে পারবেন।
আপনি যদি স্লো স্পীডে কাজ করেন তাহলে এই সফটওয়্যারের ডাউনলোড স্পীড লিমিট করে দিতে পারবেন এতে করে একই সাথে অন্য কাজ করতে সমস্যা হবে না।
Gihosoft TubeGet এর মাধ্যমে MP3 ফরমেটেও আপনার প্রয়োজনীয় ভিডিও ডাউনলোড করতে পারবেন তবে মনে রাখতে হবে এজন্য আপনার Pro ভার্সনটি লাগবে।
এবার খুবই পরিচিত জিনিসের অপরিচিত ব্যবহার জানাব। হ্যাঁ, আপনার অতি পরিচিত VLC Media Player দিয়েও কিন্তু ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।
VLC Media Player
অফিশিয়াল ওয়েবসাইট @ VLC Media Player
অপারেটিং সিস্টেমঃ Windows, Mac, Linux
এই পদ্ধতিটি কিছুটা জটিল তবে আপনি যদি চান বাড়তি কোন সফটওয়্যার ইন্সটল দেবেন না তাহলে বলব এটাই আপনার জন্য ভাল।
প্রথমে চলে যান Media> Stream> Network এবার লিংকটি পেস্ট করুন এবং Stream এ ক্লিক করুন।
ভিডিও চলা শুরু করলে Tool থেকে Codec information ক্লিক করুন
Location এর লিংকটি কপি করে ব্রাউজারে দিন।
এবং ডাউনলোড করে নিন।
অন্য সফটওয়্যার গুলোর মত না হলেও YouTube By Click সফটওয়্যারটিও ইউটিউবের ভিডিও ডাউনলোডে দারুণ কার্যকরী।
YouTube By Click
অফিশিয়াল ওয়েবসাইট @ YouTube By Click
অপারেটিং সিস্টেমঃ Windows, Mac
YouTube By Click এর বড় একটি সুবিধা হল, এটি অটোমেটিক প্লে-লিস্ট ডিটেক্ট করতে পারে। যেমন ধরুন আপনি কোন প্লে-লিস্ট অন করলে এটি সেটি ডাউনলোড করার জন্য অফার করবে এই সফটওয়্যারটি।
অ্যাপ উইন্ডো থেকে ভিডিও কোন ফোল্ডারে সেভ হবে তা নির্ধারণ করতে পারবেন এবং MP4, MP3 অথবা অন্য ভিডিও ফরমেটে ডাউনলোড করতে পারবেন।
YouTube By Click এর প্রিমিয়াম প্যাকেজও রয়েছে। আপনি ১০ ডলার দিয়ে এর প্রিমিয়াম প্যাকেজ ব্যবহার করতে পারবেন যাতে পাচ্ছেন, হাই ডেফিনিশন ডাউনলোড, সাব-টাইটেল ডাউনলোড, অতিরিক্ত কিছু ভিডিও ফরমেট ডাউনলোড, রিংটোন মেকার।
Tubegeter একটি পেইড ইউটিউব প্লে-লিস্ট ডাউনলোডার যার মাধ্যমে আপনি যেকোনো চ্যানেল থেকে MP4, MKV, M4A, MP3, এবং 3GP ফরমেটে ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।
Tubegeter
অফিশিয়াল ওয়েবসাইট @ Tubegeter
অপারেটিং সিস্টেমঃ Windows Phone
পেইড হওয়া অবশ্যই Tubegeter এ কিছু অতিরিক্ত সুবিধা পাবেন যেমন, ইউটিউব সাব-টাইটেল জেনারেট, 4K ভিডিও ডাউনলোড, ৩৬০° ভিডিও ডাউনলোড, ভিডিও কনভার্টার, এবং অটোমেটিক নতুন ভিডিও ডাউনলোড।
যারা ডাটা নিয়ে নেট চালাচ্ছেন এবং ইউটিউবের ভিডিও দেখে কোন কিছু শিখছেন তাদের জন্য আশা করছি এই পাঁচটি টুল দারুণ উপকারী হবে। আপনি চাইলে যেকোনো একটি টুল ব্যবহার করে আপনার প্রয়োজনীয় কাজটি কর ফেলতে পারবেন।
কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের জানান আপনার কাছে কেমন লেগেছে টুল গুলো।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাঁচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।