আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আলোচনা করব দারুণ একটি ইসলামিক সফটওয়্যার নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।
প্রতিটি মুসলিম নর-নারীর উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। সকল ইবাদতের মধ্যে আল্লাহ পাকের কাছে নামাজ সব চেয়ে পছন্দনীয় ইবাদত। বড় ইবাদত হওয়াতে নামাজ পড়তে হবে গুরুত্বের সাথে এবং সময়মত তবেই আল্লাহ যদি চান তবে আমাদের নামাজ কবুল করবেন। আজকের এই টিউনের আলোচনা করব একটি সফটওয়্যার নিয়ে যা দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের আজান শুনতে পারবেন। এটি আপনার অবস্থান অনুযায়ী নির্দিষ্ট টাইম আযান দেবে।
একটি ফ্রি সফটওয়্যার যা দিয়ে পাঁচ ওয়াক্ত সালাতে আযান শুনতে পারবেন। এই সফটওয়্যারটি দিয়ে আপনি মক্কা, মদিনাসহ আরও কিছু জায়গার আযান শুনতে পারবেন। একই সাথে আপনার লোকেশন সিলেক্ট পাবেন সঠিক নামাযের সময়।
এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে এবং নামাযের সময় হলে আপনাকে মনে করিয়ে দেবে। পাশাপাশি এই সফটওয়্যারে দেখতে পাবেন সূর্যোদয় এবং সূর্যাস্ত এর সময়।
চলুন দেখে নেয়া যাক কিভাবে Athan সফটওয়্যারটি ব্যবহার করবেন।
প্রথমে Athan এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান। এখানে তাদের দুইটি ভার্সন দেখতে পাবেন তবে দরকারি সব গুলো ফিচার ফ্রি ভার্সনেই ব্যবহার করা যায়।
Download Athan Basic এ ক্লিক করুন। আপনার ইমেইল দিন এবং Direct Download এ ক্লিক করে ডাউনলোড করে নিন এবং আপনার পিসিতে ইন্সটল দিন।
সফটওয়্যারটি ওপেন করার পর আপনাকে যেকোনো ভাষা সিলেক্ট করতে হবে। ভাষা সিলেক্ট হয়ে গেলে আপনার লোকেশন সিলেক্ট করুন, এখানে আপনার শহরও খোঁজে পাবেন কারণ এই সফটওয়্যারে প্রায় ৬ মিলিয়ন শহরের লিস্ট আছে।
ফাইনালি এটা আমাদের মূল ইন্টারফেস। দেখুন নিচে দেখাচ্ছে আর কতক্ষণ পরে ফজরের নামাযের সময় হবে।
আপনি Tools > Special Islamic Days এ ক্লিক করে বিশেষ দিন গুলোর তারিখ এবং নাম জানতে পারবেন।
আপনি চাইলে একসাথে একমাসের নামাযের টাইম এক সাথে দেখতে পারবেন। এজন্য Tools > Monthly Prayar Time এ ক্লিক করে যেকোনো মাস সিলেক্ট করুন।
আপনি চাইলে Select Athan সেকশন থেকে আলাদা সূরের আযান সিলেক্ট করতে পারেন অথবা ভলিউম Adjust করে নিতে পারেন। এবং নির্ধারণ করে দিতে পারেন আযান এর পর দোয়া হবে কিনা।
চলুন এর গুরুত্বপূর্ণ ফিচার গুলো দেখে নেয়া যাক
আমার সকল মুসলিম ভাইয়েরা সঠিক সময়ে আজান শুনতে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। আশা করছি উপকারে আসবে, ইনশাল্লাহ।
কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের জানান আপনার কাছে কেমন লেগেছে এই সফটওয়্যারটি।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।