হ্যালো টেকটিউনস জনগণ, কেমন আছেন আপনারা সবাই? টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।
আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো থার্ড পার্টি একটি ফ্রী ডাউনলোডার টুলস নিয়ে, আর এটা ব্যবহারের মাধ্যমে আপনারা সকল কন্টেন্ট সহজেই ডাউনলোড করতে পারবেন। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক।
যদিও আমি আগে অনেক গুলো ফ্রী টুলস নিয়ে টিউন করেছি কিন্তু আমি এই পর্যন্ত থার্ড পার্টি ফ্রী ডাউনলোডার নিয়ে কোন টিউন করিনি।
আগে আমার একটা ধারণা ছিল যে ডাউনলোড করতে বিভিন্ন থার্ডপার্টি ডাউনলোডার টুলস এর কোন প্রয়োজন নেই। কেননা আপনি ফ্রিতেই যেকোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করে সরাসরি বিভিন্ন ফাইল ডাউনলোড করতে পারেন। অন্যদিকে, বিভিন্ন থার্ডপার্টি ডাউনলোডার গুলোর সিকিউরিটি ও প্রাইভেসি পলিসি নাই বললেই চলে। আর বিভিন্ন থার্ডপার্টি ডাউনলোডার সফটওয়্যার গুলির সিকিউরিটি পলিসির সমস্যা আছে বা এগুলো আদৌ সিকিউরিটি যুক্ত করাই হয়নি। আর আমার নিজের এইসব ডাউনলোডার এর কোন দরকার পরে না এবং কিভাবে ফ্রিতে এবং ফাস্ট স্পীডে ফাইল ডাউনলোড করা যায় তা নিয়ে আমি খুব কম সময়ই ব্যয় করি থাকি।
তবে সম্প্রতি আমাকে মেগা (MEGA) সহ বেশ কয়েকটি 'ডাইরেক্ট ডাউনলোড সাইট' যেমন: Uploadcloud, Rapidgator, 4shared থেকে প্রচুর পরিমাণে ফাইল ডাউনলোড করতে হয়েছিল। যারা বিভিন্ন 'ডাইরেক্ট ডাউনলোড সাইট' থেকে ফাইল ডাউনলোড করেন তারা জানেন যে 'ডাইরেক্ট ডাউনলোড সাইট' থেকে ফাইল ডাউনলোডের প্যারা।
কারণ সব 'ডাইরেক্ট ডাউনলোড সাইট' থেকে ফ্রি অপশনের মাধ্যমে ডাউনলোড করতে 'ডাইরেক্ট ডাউনলোড সাইট' গুলো একটি নির্দিষ্ট লিংক জেনারেট করে এবং সে লিংক ২৪ ঘন্টার জন্য একটিভ থাকে। তাই বিভিন্ন 'ডাইটেক্ট ডাউনলোড সাইট' থেকে প্রচুর পরিমাণে ফাইল ডাউনলোড করতে ব্রাউজারের বিল্টইন ডাউনলোড ম্যানেজার বা অন্য যেকোন জেনেরিক ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করতে গেলে লিংক বারবার Expire হয়ে যায়। আর সবচেয়ে সমস্যা হলো এসব 'ডাইরেক্ট ডাউনলোড সাইট' থেকে ফ্রি অপশনের মাধ্যমে ডাউনলোড করতে ' নির্দিষ্ট লিংক জেনারেট করতে আপনাকে ১-৫ মিনিট ওয়েট করতে হয়।
তো মনে করুন আপনাকে প্রায় ১০০ ফাইল, বিভিন্ন 'ডাইরেক্ট ডাউনলোড সাইট' থেকে ডাউনলোড করতে হবে। প্রতিটি ফাইলের লিংক জেনারেট করার জন্য যদি আপানকে ১-৫ মিনিট ওয়েট করতে হয় তবে সব ফাইলের লিংক জেনরেট করে শুধু ডাউনলোড ম্যানেজারে আনতেই আপনার লাগবে কেয়েক ঘন্টা সময়। ফাইল ডাউনলোড তো আরও পরে!
তাই বিভিন্ন 'ডাইরেক্ট ডাউনলোড সাইট' থেকে প্রচুর পরিমাণে যখন ফাইল ডাউনলোড করার প্রয়োজন হয় তখন ব্রাউজারের বিল্টইন ডাউনলোড ম্যানেজার বা অন্য যেকোন জেনেরিক ডাউনলোড ম্যানেজার পুরাই অকার্যকর। কারণ ব্রাউজারের বিল্টইন ডাউনলোড ম্যানেজার বা অন্য যেকোন জেনেরিক ডাউনলোড ম্যানেজার, আপনাকে বিভিন্ন 'ডাইরেক্ট ডাউনলোড সাইট' এর লিংক গুলো Expire গেলে সেগুলো Auto Renew করবে না। আপনাকে আবার ম্যানুয়ালী, আপনি যে সাইট থেকে 'ডাইরেক্ট ডাউনলোড সাইট' লিংক পেয়েছিলেন সে সাইট ভিজিট করতে হবে সে লিংকে ক্লিক করতে হবে, আবার নতুন ডাউনলোড লিংক জেনারেট করতে হবে। তাছাড়া প্রতিটি ফাইলের জন্য ডাউনলোড লিংক জেনারেট করার জন্য ওয়েটিং তো আছেই!
আর এই জন্যই আমার একটি ফ্রী এবং উপযুক্ত একটি ডাউনলোডার এর প্রয়োজন পরে। 'ডাইরেক্ট ডাউনলোড সাইট' থেকে নির্ভেজাল ও স্মুথ ভাবে ডাউনলোড করার জন্য খোঁজ পেলাম Mipony এর। Mipony ব্যবহার করার পর, ফাইল ডাউনলোড করতে ডাউনলোড ম্যানেজারের প্রয়োজন নেই, আমার আগের সে ধারণাই ভেঙ্গে যায়।
এই টিউনে বিখ্যাত "Mipony (White Horse Downloader)" ডাউনলোডার নিয়ে আলোচনা করবো। আর আমার ধারণা যে, যারা ফ্রী ফাইল ডাউনলোড করছেন তারা অবশ্যই এই ডাউনলোডার টুলস এর সম্পর্কে শুনছেন। প্রথম দিকে এই টুলসের নাম White Horse ছিল কেননা এর লোগোটিতে একটি সুন্দর সাদা ঘোড়া ছিল, তবে পরে তা চেঞ্জ করে ভ্যাকুয়াম ক্লিনার এর মত কিছু একটার লোগো ব্যবহার করা হয়েছে। সর্বোপরি, এটি খুব শক্তিশালী এবং প্রাক্টিক্যাল একটি ডাউনলোডার সফটওয়্যার যা প্রায় ১৬০ টিও বেশি ফ্রী 'ডাইরেক্ট ডাউনলোড' সার্ভিস সাপোর্ট করে, আপনি যখন ফাইল ডাউনলোড করার জন্য লিংক কপি করবেন তখন অটোমেটিক্যালি Mipony তা ডিটেক্ট করবে এবং ডাউনলোডার সফটওয়্যারটি ফাইলগুলো দ্রুত ডাউনলোড করতে থাকবে।
সেই সাথে 'ডাইরেক্ট ডাউনলোড সাইট' থেকে ফ্রি অপশনের মাধ্যমে ডাউনলোড করতে নির্দিষ্ট লিংক জেনারেট করতে আপনাকে ১-৫ মিনিট ওয়েট করতে হবে না। Mipony নিজেই 'ডাইরেক্ট ডাউনলোড' থেকে প্রয়োজনীয় লিংক জেনারেট করবে ও ডাউনলোড শুরু করবে। এবং আপনার ফাইলের 'ডাইরেক্ট ডাউনলোড' লিংক Expire হয়ে গেলে Mipony নিজেই তা রিনিউ করে আবার ডাউনলোড করবে।
পুরাই Easy ইজি-পিজি!
Mipony (White Horse Downloader) উইন্ডোজ এবং ম্যাক উভয় প্ল্যাটফর্মেই ফ্রিতে ডাউনলোড এবং ইন্সটল করতে পারবেন এবং মোবাইল ডিভাইসের জন্য ডাউনলোড ম্যানেজমেন্ট টুলস হিসাবে অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ রয়েছে, আর এটি জনপ্রিয় ১৬০ টিরও বেশি ফ্রী ডাইরেক্ট ডাউনলোড সাইটের সার্ভিস সমূহ সাপোর্ট করে থাকে, যেমনঃ PUTLOCKER, Zippyshare, Nitroflare, Uploaded, Bitshare, RAPIDGATOR, Mediafire, Turbobit, Yandex, Filevice, 4shared, Letitbit, Oboom, MEGA ইত্যাদি অন্তর্ভুক্ত।
অটোমেটিক ভাবে ডাউনলোড করতে এবং ইন্টারনেটের স্পীড অপ্টিমাইজ করতে আপনি Mipony ব্যবহার করতে পারেন। আর যদি আপনার ফ্রী সার্ভিসগুলোর প্রিমিয়াম সাবস্ক্রিপশন করে থাকেন তাহলে আপনি ডাউনলোড অপশন ব্যবহার করে ডাউনলোডের গতি আরও কয়েকগুণ বাড়াতে এবং ডাউনলোড নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও আপনি ডাউনলোডের ট্রাফিক কন্ট্রোল করতে পারবেন।
ডাউনলোড লিংক @ অফিসিয়াল ডাউনলোড
Mipony এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সফটওয়্যার ইন্সটলারটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করা হয়ে গেলে, ইন্সটলারটিতে ডাবল ক্লিক করুন, তাহলে ইন্সটলার স্ক্রিনটি ওপেন হবে। এখন, ইন্সটলেশন শুরু করতে "Next" বাটনে ক্লিক করুন। এখন আপনি সফটওয়্যার এর লাইসেন্স এগ্রিমেন্ট পেইজ দেখতে পাবেন সেখান থেকে "Accept" বাটনে ক্লিক করুন।
এই ধাপে আপনার কম্পিউটারে অপ্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল হতে পারে, তাই একটু সাবধানতার সাথে পারমিশন গুলো দিতে হবে।
বিঃদ্রঃ কয়েকটি নোটিফিকেশনের মাধ্যমে জিজ্ঞাসা করা হবে যে, আপনি "অ্যাড-অন সফটওয়্যার" ইন্সটল করতে চান কিনা। মনে রাখবেন আপনি যদি "অ্যাড-অন সফটওয়্যার" ইন্সটল করতে না চান তাহলে "Decline" বাটনে ক্লিক করবেন অন্যথায় আপনার কম্পিউটারে এমন সব সফটওয়্যার ইন্সটল হবে যা আপনি কখনও ব্যবহারই করবেন না। যদিও এর মাধ্যমে ফ্রী সফটওয়্যার ডেভেলপারদের উপার্জন করার একটি উপায়, তবে আপনার যদি উক্ত সফটওয়্যার সত্যিই প্রয়োজন না হয়, তাহলে তা "Decline" করুন অন্যথায় "অ্যাড-অন সফটওয়্যার" আনইন্সটল করতে সমস্যা হতে পারে।
ইন্সটলেশন প্রক্রিয়াটি অন্যান্য সাধারণ প্রোগ্রামগুলির ইন্সটল দেওয়ার মতোই, তবে যদি আপনার কম্পিউটারে.NET Framework ইন্সটল করা না থাকলে Mipony ইন্সটলেশন প্রক্রিয়াতে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি.NET Framework ডাউনলোড এবং ইন্সটল করতে চান কিনা, মনে রাখবেন এই ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কটি ইন্সটল না করলে আপনি Mipony সফটওয়্যার ব্যবহার করতে পারবেন না।
ইন্সটলেশন শেষ হওয়ার পরে ইন্সটলেশন প্রোগ্রামটি বন্ধ করতে "Finish" বাটনে ক্লিক করুন, এখন Mipony ওপেন করুন এবং ফাইল ডাউনলোড করা শুরু করুন।
অন্য সব ডাউনলোডারের মতোই, ইউজাররা যখন ফ্রী ডাউনলোড লিংকটি কপি করে থাকেন তখন ডাউলোডারটি অটোমেটিক ভাবে ডাউনলোড লিংকটি শিডিউল অপশনে আনবে।
আপনি যদি ম্যানুয়ালি ফ্রী ডাউনলোডের জন্য একটি URL যুক্ত করতে চান তাহলে উপরের বাম কর্নারে "Add Link" বাটনে ক্লিক করুন। যাইহোক, Mipony ডাউনলোডারের বিল্ট ইন ব্রাউজার ফাংশন রয়েছে। আপনি যদি ব্রাউজ করার সময় ডাউনলোড কতটুকু হয়েছে তাও দেখতে চান তাহলে এই ডাউনলোডার সফটওয়্যার কে ব্রাউজার হিসেবেও ব্যবহার করাতে পারেন।
আপনি যে লিংক থেকে ডাউনলোড করতে চান তা এখানে পেস্ট করুন। আপনি যে লিংক পেস্ট করেছেন সেই ডাউনলোড সাইট যদি Mipony সাপোর্ট করে তাহলে আপনি ডাউনলোড লিংক, ফাইলের নাম, ফাইলের সাইজ এবং স্ট্যাটাস ফাইলের নিচে দেখতে পাবেন। আমি টেস্ট করার জন্য Mediafire ডাউনলোড লিংক ব্যবহার করেছি, এটি সিঙ্গেল লিংক থেকে ফাইলের সমস্ত তথ্য সঠিকভাবে কালেক্ট করতে পারে আর এর অর্থ হচ্ছে এই ফাইলগুলি ডাউনলোডার দিয়ে ডাউনলোড করতে পারবেন, এছাড়াও ভাল ইন্টারনেট কানেক্টশন, শিডিউলিং এবং স্পীড লিমিট করে ফাইল ডাউনলোড করতে পারবেন।
আপনার প্রদত্ত লিংক থেকে সমস্ত ফাইলের ডেটা কালেক্টশনের পরে একদম নিচের দিকে "Select All" বাটনে ক্লিক করুন এবং সবশেষে Mipony থেকে ফ্রী ফাইল ডাউনলোড শুরু করতে "Download Selected" বাটনে ক্লিক করুন।
আপনি যখন ফ্রী ডাউনলোড লিংক প্রথমবার কিছু ডাউনলোড করবেন তখন সার্ভিসের শর্তাদি মেনে নেওয়ার জন্য আপনাকে একটি পপ আপ ম্যাসেজ দেখাবে। আর আপনি যদি ভেরিফিকেশন কোড ব্যবহার করেন, তাহলে আপনাকে ভেরিফিকেশন কোডটি অবশ্যই প্রবেশ করতে হবে, এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটার ব্যবহার করে অটোমেটিক্যালি ডাউনলোড করছেন না তা নিশ্চিত করা হবে।
Mipony ব্যবহার করে একটি একটি করে অনেক গুলো ফাইল ডাউনলোড করার পরিবর্তে একত্রে সবগুলো ফাইল ডাউনলোড করতে পারবেন, এতে আপনার প্রচুর সময় সাশ্রয় করতে পারবেন এবং একটি ডাউনলোড শেষ হলে অন্য শুরু করার জন্য হিসাব নিকাশও করতে হবেনা। আপনার ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেলে, ওয়েব ব্রাউজার তখন আবার শুরু থেকে ডাউনলোড করা শুরু করবে, কিন্তু Mipony দিয়ে ডাউনলোড করলে আপনি এই সমস্যার পরবেন না, এবং অপ্টিমাইজিং এবং আপনার ইন্টারনেটের স্পীড ভাল হলে অল্প সময়ের মধ্যেই ডাউনলোড করতে পারবেন।
আমার মত আপনার ইন্টারনেটের স্পীড যদি কম হয়ে থাকে, তাহলে ফাইল ডাউনলোড করার সময় অন্যান্য ইউজাররা ইন্টারনেট ব্যবহার করতে সমস্যায় পরে যায়। এর জন্য আপনি সেটিং থেকে "maximum download speed" অপশনটি ওপেন করুন। একে "speed limit" ফাংশনও বলতে পারেন, এর মাধ্যমে আপনি সেট করা স্পীডে ফাইল ডাউনলোড করতে পারবেন।
Mipony সত্যিই অনেক স্মার্ট, কারণ এর বিল্ট ইন "auto decompression" ফাংশন রয়েছে। কোন ফাইল ডাউনলোড হয়ে গেলে, ফাইলটি পাওয়ার জন্য এটি অটোমেটিক্যালি একটি প্রি-সেট ডি-কম্প্রেশন পাসওয়ার্ড সেট করতে পারে। আর একই সাথে আপনার হার্ড ডিস্কের জায়গা বাচাতে ডি-কম্প্রেশন করার পরে মেইন ফাইলটি ডিলিট করে দিবে।
আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে, আপনার যদি ঐসব ফ্রী ডাউনলোড সাইটে প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে Mipony তা সাপোর্ট করে। আপনার যদি পেইড অ্যাক্সেস থাকে এবং দ্রুত ডাউনলোড স্পীড অথবা সীমাবদ্ধতা সেট করতে চান তাহলে আপনি Mipony তে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন ইনপুট করে প্রিমিয়াম ডাউনলোড স্পীড উপভোগ করতে পারবেন।
যদি আপনার ইন্টারনেটের স্পীড ফাস্ট না হয় বা মোট ট্রাফিকের পরিমাণ লিমিট করা থাকে তাহলে আপনি ইন্টারনেটের সামগ্রিক স্পীড না কমিয়ে আপনার ডাউনলোডের স্পীড এবং ম্যাক্সিমাম ডাউনলোড সংখ্যা নির্ধারণ করতে পারবেন আর আমার কাছে মনে হয় এটিই Mipony এর সবচেয়ে উপকারী ফিচার।
উপরে আপনাদেরকে দেখালাম আমি কিভাবে উইন্ডোজ ভার্সনটি ব্যবহার করি তার বিস্তারিত। এর ম্যাক ও অ্যান্ডোয়েড ভার্সনও রয়েছে আপনি তা ব্যবহার করতে পারেন।
আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।
আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।
আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে
আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 208 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।