টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকে আমি আলোচনা করব Hot corner ফিচার নিয়ে।
আমরা অনেকে হয়তো ম্যাক বুকের Hot Corner সম্পর্কে পরিচিত৷ পরিচিত না হলেও সমস্যা নেই, Hot Corner এমন একটি ফিচার যার মাধ্যমে ম্যাক বুকের স্ক্রিনের যেকোনো কোনায় মাউস রাখলেই আলাদা আলাদা সফটওয়্যার বা উইন্ডোজ ওপেন হবে। যেমন ধরুন কেউ যদি উপরের বাম কোণায় ফায়ারফক্স সেট করে রাখে, তখন ওখানে মাউস রাখলেই ফায়ার-ফক্স ওপেন হবে।
HotCornersApp একটি ফ্রি সফটওয়্যার যার মাধ্যমে আপনি উইন্ডোজ পিসিতে নিয়ে আসতে পারবেন Hot Corner ফিচার। উইন্ডোজ পিসিতে এই ফিচার ব্যবহার করতে Java Run time ইন্সটল থাকা লাগতো। কিন্তু এই সফটওয়্যার ব্যবহার করলে আলাদা করে Java Run Time ব্যবহার করা লাগবে না।
অফিসিয়াল ডাউনলোড @ HotCornersApp
চলুন দেখা নেয়া যাক কিভাবে ব্যবহার করবেন,
প্রথমে লিংকে গিয়ে আপনার পিসিতে ডাউনলোড করে নিন HotCornersApp। এবার ইন্সটল দিন।
ওপেন করে নিচের মত ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনার পছন্দ মত কর্নারে এড করে নিতে পারবেন টাস্ক।
যেকোনো কোণায় ক্লিক করে আপনার পছন্দ মত ফিচার সিলেক্ট করে নিন।
আমি উপরে ডান পাশে Recent Task সিলেক্ট করেছিলাম। দেখতেই পাচ্ছেন আমার Task ম্যানেজার দেখাচ্ছে।
চলুন দেখে নেয়া যাক কেন ব্যবহার করবেন এই HotCornersApp। এবং এর সুবিধা গুলো।
আপনার কাজ আরও দ্রুত করতে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। যারা Multitasking করেন তাদের জন্য এই HotCornersApp প্রোগ্রামটি দারুণ হবে আশা করছি।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।