টিউনের শুরুতে সবাইকে জানাই সালাম ও আন্তরিক শুভেচ্ছা। কয়েক দিন হল টিউন করব কিন্তু সময়ের জন্য করা হয়নি। যদি এই বিষয়ে আগে কেউ তথ্য যেনে থাকেন তাহলে আরেকবার যেনে নিন বিস্তারিত। টিউনে কোন ভুল হলে ক্ষমা করবেন।
শিরোনাম নাম দেখে অনেকে আমার টিউন পড়ার জন্য হুমড়ি খেয়ে চলে আসলেন কিন্তু দেখলেন, ওহ! এই ইমুলেটর আপনি আগেই ডাউনলোড করেছেন তাহলে কি হল? চিন্তা নেই আপনার জন্য আছে অন্য অফার। আপনি ভাবছেন এই ইমুলেটর মূল্য এত কিভাবে হয়? তাহলে আপনি নিচের ছবিটা দেখলে হয়ত আর বলবেন না।
উপরের ছবিতে যে সব ইমুলেটর দেখতে পাচ্ছেন সেগুল ভিএমওয়্যার(VMware) ওয়েব থেকে নেয়া। ফুসিওন ১০ উইন্ডোজ জন্য নয় ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য। আর ওয়ার্কষ্টেশন ১৪ প্রো ও ওয়ার্কষ্টেশন ১৪ প্লেয়ার উইন্ডোজের জন্য ব্যবহার করা হয়। এখন কথা হল এই সব দিয়ে কি করব আমরা বা কি করা যায় এইসব ইমুলেটর দিয়ে। আপনি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার বা আইটি নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি এইসবের সাথে পরিচিত। তবে আমরা যারা নতুন কম্পিউটার ইঞ্জিনিয়ার বা আইটি নিয়ে পড়তে শুরু করেছি বা করছি তাদের জন্য অনেক উপকারী ইমুলেটর। চলুন আমার যেনে নেই আসল তথ্য তবে আপনি যদি ভার্চুয়াল সম্পর্কে না জানেন তাহলে আমার পূর্বের টিউনটি দেখে নিতে পারেন। তাহলে আপনার কিছু ধারণা তৈরি হবে।
ভিএমওয়্যার(VMware) কি বা কিভাবে ভিএমওয়্যার ইন্সটল করবেন?
ভিএমওয়্যার এমন একটি ইমুলেটর যা দিয়ে আপনি একটি ফিজিক্যাল কম্পিউটারের মধ্যে অনেক গুলো কম্পিউটার বানাতে পারেন। অর্থাৎ ভার্চুয়াল কম্পিউটার বানাতে হলে আপনাকে এইসব ইমুলেটর ব্যবহার করতে হয়। আমাদের অনেক রকম প্রজেক্ট থাকে যা আমাদের উইন্ডোজ মধ্যে করা সম্ভব হয় না বিশেষ করে প্রোগ্রামিং রিলেটেড। কেননা প্রোগ্রামিং রান করার জন্য লিনাক্স জাতীয় মেশিন লাগতে পারে তখন এইসব ইমুলেটর ব্যবহার করে কাজ সমাধান করা যায়। এতে সময় সেভ ও আমাদের অপারেটিং সিস্টেম পরিবর্তন করতে হচ্ছে না। আপনি এই ইমুলেটর কোথায় পাবেন ও কিভাবে ইন্সটল করবেন তাহলে দেখে নিতে পারেন নিচের ভিডিওটি।
ভিডিওটা দেখে অলরেডি আপনি বুঝে গেছেন। কিন্তু কথা হল এই রকম অনেক ইমুলেটর আছে যা আমাদের কাজে আসতে পারে যেমনঃ ভার্চুয়ালবক্স ৫.২, হাইপার-ভি (উইন্ডোজ সার্ভারের), কেভিএম (লিনাক্সের)। আপনি যদি সবগুলো ইমুলেটর একসাথে পেয়ে জান তাহলে খুশি হওয়ার কথা। নিয়ে নিন তাহলে ; কারন সামনে আমরা রেডহ্যাট লিনাক্স টিউন করব তখন আমরা ভার্চুয়ালে প্রাকটিস করব। আজ আর নয় সামনে আসছে রেডহ্যাট লিনাক্স সিরিজ টিউন। সেই পর্যন্ত ভালো থাকুন ও আমার সাথে থাকুন। আল্লাহ্ হাফেজ।
ডাউনলোড লিঙ্কঃ Mediafire Link আপনি এইখানে ভার্চুয়ালবক্স ৫.২ ও ভিএমওয়্যার(VMware) ওয়ার্কষ্টেশন ১৪ প্রো পেয়ে যাবেন।
শুধু এত কষ্ট করে টিউন করলাম একটি লাইক হবে না বন্ধু? ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
আমি মোনারুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আপনার টিউন/টিউন গুলো নেগেটিভ র্যাংকিং পাচ্ছে
টেকটিউনসে টিউন করার উদ্দেশ্য হচ্ছে টেকটিউনসে আপনার নিজেস্ব অডিএন্স ও ফলোয়ার তৈরি করা। টেকটিউনস এর অডিএন্স, টিউজার, টিউডার ও টিউজিটরদের জন্য মান সম্পন্ন কন্টেন্ট তৈরির মাধ্যমে আপনার টিউন র্যাংক করা, টিউনের জোসস পাওয়া এবং নিজের ফলোয়ার বাড়ানো। টেকটিউনসে আপনার টিউনের জোসস পেতে হবে ও ফলোয়ার বাড়াতে হবে। আপনার টিউনের যত বেশি জোসস ও আপনার যত বেশি ফলোয়ার হবে আপনার টিউন তত বেশি র্যাংক করবে তত বেশি ফলোয়ারদের কাছে পৌঁছাবে। টেকটিউনসে প্রকাশিত আপনার টিউন গুলো আপনার ফলোয়ারদের কাছে শো করে। আপনার ফলোয়াররা আপনার টিউনে জোস করলে তা ফলোয়াররা বেশি দেখতে পান এবং বেশি জোস পাওয়া টিউন গুলো টিউজাররা নিজেদের টিউন স্ক্রিনে দেখতে পায়। আপনার ফলোয়ার বাড়ান এবং কোয়ালিটি টিউন করে জোস বাড়ান।
আপনার টিউন নেগেটিভ র্যাকিং পায়। এধরনের টিউন টিউজিটররা পছন্দ করে না এবং তা নেগেটিভ র্যাংকিং পায়। নেগেটিভ র্যাংকিং এর ফলে আপনার টিউন গুলো টেকটিউনস স্ক্রিন থেকে দূরে সরে যেতে থাকে।
টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার বাড়াবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন। টেকটিউনস ট্রাস্টেড টিউনার ১, টেকটিউনস ট্রাস্টেড টিউনার ২, টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৩
টেকটিউনস সৌশল নেটওয়ার্ক কীভাবে কাজ করে তা জানতে এই টিউনটি পড়ুন এবং টেকটিউনসে টিউন করতে কি কি বিষয় মেনে টিউন করতে হয়, কোন কোন বিষয় মেনে টিউন করলে আপনার টিউন র্যাংক করবে বেশি ফলোয়ার পাওয়া যাবে তা জানতে এই টিউনটি পড়ুন।
টেকটিউনসে টিউন করতে সঠিক ভাবে টেকটিউনস সম্বন্ধে জানুন ও টেকটিউনসে কী ধরনের টিউন করলে টিউজিটররা আপনাকে ফলো করবে আপনার টিউন পছন্দ করবে আপনার টিউনে বেশি জোসস করবে তা আয়ত্ব করুন। টেকটিউনস একটি টেকনোলজি সৌশ্ল নেটওয়ার্ক। আপনাকে নিজের কোয়ালিটি কন্টেন্ট এর মাধ্যমে নিজের ফলোয়ার তৈরি করত হবে কমিউনিটিতে ইনফ্লুয়েস তৈরি করতে হবে।