বাংলায় ফ্রি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা সফটওয়্যার Point of Sales

প্রতিটি ব্যবসা অথবা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য হিসাব নিকাশ খুবই গুরত্বপূর্ণ। ব্যবসায়ের  বর্তমান অবস্থা জানার  জন্য ও সঠিক হিসাব রাখার জন্য এবং  হিসাব নিকাশ সহজ করার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয়। যাতে করে কম সময়ে অথবা প্রয়োজনের সময় ব্যবসায়ের অনেক গুরত্বপূর্ণ সীদ্ধান্ত গ্রহন করা যায়। হিসাব ব্যবস্থাপনার সফটওয়ার গুলো সাধারণত ইংরেজি ভাষায় হয়ে থাকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলায় ভাষায় এই ধরনের একটি সফটওয়্যার; ফ্রি ভার্সনে মোটামুটি প্রয়োজনীয় সব ফিচার গুলো ব্যবহার করা যায় এবং কোন প্রকার মেয়াদ নেই। আসুন দেখেনি সফটওয়্যারটিতে কি কি সুবিধা রয়েছে।

  • পন্য সংযোজন
  • পন্যের তালিকা
  • পন্য ক্রয়
  • পন্য ক্রয়ের প্রতিবেদন
  • মেমো মাধ্যমে পন্য বিক্রয়
  • স্টক নির্ণয় তারিখ এর ভিত্তিতে
  • নিয়মিত ক্রেতা এবং বাকীতে লেন দেন
  • বকেয়া তালিকা
  • বিক্রয় হিসাব
  • তারিখ অনুয়ায়ী প্রতিবেদন
  • পন্য অনুযায়ী বিক্রয় প্রতিবেদন
  • লাভ-ক্ষতি নির্ণয়
  • ব্যাংক হিসাব
  • পরিবহন ও লেবার হিসাব
  • সাধারণ আয়-ব্যায় হিসাব
  • নগন জমা হিসাব
  • ক্রেতাদের ব্যক্তিগত প্রতিবেদন
  • ক্যাশ রশিদ
  • বারকোড সংযোজন
  • দৈনিক সামারী
  • কাঁচা মালের হিসাব ও প্রতিবেদন এবং স্টক
  • ব্যবসায়ের বর্তমান ব্যালেন্স
  • পুরতন রেকর্ড সহজে সার্চ করার ব্যবস্থা
  •  ইউজার ব্যবস্থাপনা

*** সফটওয়্যারটি ডাউনলোড করার পর ভিতরে দুইটি ফন্ট দেওয়া আছে; সে গুলো ইন্সটল করে নিবেন।

সঠিক ভাবে ব্যবহার করতে  এই ভিডিওটি দেখে নিতে পারেন

টিউন সম্পূর্কে আপনাদের মূল্যবান মতামত আশা করছি। আজ এই পযর্ন্ত সবাই ভাল থাকবেন।

Level 2

আমি মো: আব্দুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস