আসসালামু আলাইকুম। সবাই ভাল আছেন নিশ্চই। যারা মুভি, ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকের টিউন। উইন্ডোজ ইন্সষ্টল করার পর ডিফল্টভাবে একটা Video Player ইন্সষ্টল করা থাকে। তাতেই আমরা অনেক সময় ভিডিও দেখতে অভ্যস্থ।কিন্তু ডিফল্ট এই ভিডিও প্লেয়ারে HD Format এর ভিডিও দেখতে খুব ভাল দেখায় না। আজ আমি আপনাদের ৫ টি খুবই জনপ্রিয় ও পাওয়াপুল ভিডিও প্লেয়ার নিয়ে আলোচনা করব এবং সেই ভিডিও প্লেয়ারগুলো সম্পূর্ন ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।
ভিডিও প্লেয়ারগুলো ডাউনলোড করতে ভিডিও Description এর গিয়ে তা ডাউনলোড করে নিতে পারেন
আমার একটা IT Related নামের ইউটিউব চ্যানেল আছে। আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভাল কিছু ভিডিও আপলোড করার জন্য। হয়ত সব ভিডিও আপনাদের কাছে ভাল লাগবে না। আবার কিছু ভিডিও আছে যা আপনার কাছে পরিচিত এবং বেসিক লেভেলের। আপনারা অনুপ্রাণিত করতে আমি সব ধরনের ভিডিও আপলোড করব। তাই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিওগুলো পেতে। এবং টিউমেন্ট করে জানাবে।
আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আগে KM Player,VLC Player ইউজ করতাম।
KM Player এ অ্যাড খুব বেশি জ্বালাতন করে।
VLC ‘র একটা বড় প্রবলেম হলো, কীবোর্ড এর এরো কী দিয়ে টেনে টেনে ভিডিও দেখা যায় না। (সিস্টেম থাকলেও আমি হয়তো জানি না)
তাই এখন Pot Player ই ভালো লাগে, ইউজ করি।