সহজেই Windows bat file থেকে exe ফাইলে কনভার্ট করুন | Bat to EXE Converter

আসসালামু আলাইকুম,

 কেমন আছেন সকলে? আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়লার রহমতে একরকম ভালই আছি।

আমরা অনেকে নানা কাজে ব্যাট কম্যান্ড বা উইন্ডোজ ব্যাচ কম্যান্ড ব্যবহার করি। এই ব্যাট ফাইল কিন্তু আমরা খুব সহজেই এক্সিকিউটেবল অ্যাপলিকেশন হিসেবে কম্পাইল করা যেতে পারে।

এরকমই একটি অ্যাপলিকেশন bat to exe converter

 

 
 

এর গুই (গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস) দিয়ে আপনি খুব সহজেই ব্যাট ফাইল লোড করে ইএক্সই কনভার্ট করতে পারবেন। এছাড়া ভেতরে এডিটর দিয়ে ব্যাট কম্যান্ড লিখেও নিতে পারবেন। পারবেন আইকন আড করতে।

ব্যাট কম্যান্ড যেহেতু কালো স্ক্রিন বা টার্মিনাল দিয়ে ওপেন হয়, সেটাকেও ইনভিজিবল করে দিতে পারবেন। এছাড়া অ্যাপ এনক্রিপ্ট করে রাখতে পারবেন। ভেতরে কোন অতিরিক্ত ফাইল অ্যাড করতে পারবেন, মানে আনুসঙ্গিক ডাটা ফাইল। যেটা তাকে রান করতে সাহায্য করতে পারে। এছাড়া ইএক্সই ফাইলের ভারসন ইনফরমেশন বা মেটা ইনফরমেশন আপনি ইনক্লুড করতে পারবেন। যেমন, ডেসক্রিপশন, ভার্সন, নাম, কপিরাইট ডাটা ইত্যাদি। অ্যাপলিকেশনটি সম্পূর্ণই ফ্রি, Download করে নিন।

আজকের টিউন এইটুকুই। যেহেতু আমাকে দুই শত শব্দ ক্রস করতে হবে, তাই কিছু আজাইরা শব্দ লেখা।

তো অনেকে হয়ত তাদের কিছু সমস্যার সমাধান পেলেন, আবার নতুন কিছু জানলেনও।
তাই আজ আল্লাহ হাফেজ। সুযোগ পেলে আমার ব্লগে ঘুরে আসবেন, আপনার বয়স ১৮ এর কম হলে চাইলে ব্লগের নিউজ পোর্টালে রিপোর্টার হিসেবে যোগ দিতে পারেন।আমার ব্লগ ও নিউজ পোর্টাল জিআর+ বাংলাদেশ, ফেসবুকে আমি

সৌজন্যেঃ জিআর+ বাংলাদেশ

Level 0

আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনারদের জন্য দারুন সুযোগ, মিস করা একদম ঠিক হবে না
বিস্তারিত: https://www.techtunes.io/tech-talk/tune-id/439233