দুটি হটস্পট তৈরির সফটওয়ারঃ OStoto এবং mHotspot

এখন নিজের ল্যাপটপকে বানান ওয়াইফাই হটস্পট।

অনেকের ব্রডব্যান্ড কানেকশান থাকলেও ওয়াইফাই রাউটার থাকে না।

তখন আপনি আপনার ল্যাপটপের বিল্ট ইন ওয়াইফাই আডাপ্টরকে কনভার্ট করতে পারেন একটা লং রেঞ্জ ওয়াইফাই রাউটারে।

এই সফটওয়্যারে আপনি ইচ্ছে মতো ডিভাইস কন্ট্রোল করতে পারবেন।

এমনকি ব্যান্ডউইথও কন্ট্রোল করতে পারবেন।

সফটওয়্যারের নাম এম হটস্পট

ডাউনলোড করে নিন,

http://www.mhotspot.com/download/

 

আসসালামু আলাইকুম,

কেমন আছেন প্রত্যেকে? মন বলছে ভালো আছেন।

তো আশা করি এই টিউনের ৭০ ভাগ পাঠক ল্যাপটপ ব্যবহারকারি।

কেননা এখানে আমি হটস্পট সফটওয়্যার নিয়ে আলোচনা করছি।

তবে এখানে ডেস্কটপ ব্যবহারকারি থাকতেই পারেন, হয়তো নিজের এডপ্টারের প্রয়োজনে বা কৌতুহলে।

যাই হোক, আপনারা নিশ্চয়ই My WIFI Router, mHotspot ইত্যাদি সফটওয়্যার ব্যবহার করেছেন।

এবং এটাও জানেন এই সফটওয়্যার গুলো নামজাদা হলেও কাজে ভালো নয়। মানে হটাৎ কাজ করে তো করে না।

এখন আপনাদের একটা চমৎকার হটস্পট মেকার সফটওয়্যার দেব, এক ক্লিকেই পাবেন হটস্পট তৈরির নিশ্চয়তা।

আর এই প্রোগ্রামে WLAN গেইম তো খেলার ব্যাবস্থা করা যাবেই। আর নিজের ব্রডব্যান্ডের গতি মাপার ফিচার আছে এতে।

পারবেন সব ডিভাইজ গুলোকে নিয়ন্ত্রণ করতে, তাদের ব্ল্যাক লিস্ট করতে।

এছাড়া উপরে সার্বক্ষণিক ভেসে থাকবে একটা অন স্ক্রিন ফ্লোটিং নোটিফিকেশন আইকন। কখন কোন ডিভাইজ কানেক্ট করছে এটা সেটাই দেখাবে। আর ইচ্ছে করলে আপনি এই অন স্ক্রিন ফ্লোটিং নোটিফিকেশন আইকন সেটিংস থেকে বন্ধ করে দিতে পারবেন।

এছাড়া আছে অন বুট আপ হটস্পট। মানে আপনার কম্পিউটার বা ল্যাপটপ বুট আপ করার পর পর হটস্পট চালু হয়ে যাবে।

এছাড়া অনেকে মোবাইলে ল্যাপটপের ওয়াইফাই ব্যবহার করবেন। এতো লম্বা সময় তো আর কম্পিউটার স্থির হয়ে থাকবে না, হাইবারনেট করবেই। সেটাকে ঠেকানোর জন্য আছে হাইবারনেট শিল্ড।

এছাড়া আপনি যদি ঘুমিয়ে পরেন, তবে পিসি বন্ধ করবে কে?

তাই এতে টাইমার আছে, নির্দিষ্ট সময় পর কম্পিউটার বন্ধ করে দেবে সেই!

আছে স্পিড মিটারও!

এই অসাম অসাম সুবিধার একটা হটস্পট মেকার না ডাউনলোড করলেই নয়, বিশেষ করে যাদের ল্যাপটপে ওয়াইফাই আছে।

তবে আর দেরি কেন? এখনই ডাউনলোড করে নিন!

download.cnet.com/OSToto-Hotspot/3000-18508_4-76454613.html

তবে আজ বিদায়, আসসালামু আলাইকুম...

 

আমাদের ওয়েবসাইট

পারলে অবশ্যই দেখবেন

Level 0

আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ তাওসিফ ভাইয়া খুব উপকৃত হলাম।

Level 0

dhonnobad