একটি আদর্শ কম্পিউটারে যে সফটওয়্যারগুলো অবশ্যই থাকা উচিৎ [পর্ব-০৬] :: কম্পিউটার, মিডিয়া ফাইল এবং ডেস্কটপ ম্যানেজমেন্ট।

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডেস্কটপ, মিডিয়া ফাইল এবং কম্পিউটার ম্যানেজমেন্ট বিষয়ক সফটওয়্যার সমাহার নিয়ে আদর্শ কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়্যার শীর্ষক চেইন টিউনের ৬ষ্ঠ এবং শেষ পর্ব।

কম্পিউটারের গতি বৃদ্ধি এবং পারফরমেন্স বৃদ্ধির জন্য আপনাদের একটা ভুল ধারনার অবসান ঘটিয়ে আজকের টিউনটি শুরু করবো। আমরা অনেকেই বিশ্বাস করি ব্যাকডেটেড সফটওয়্যারগুলো কম্পিউটারের উপর কম চাপ সৃষ্টি করে ফলে কম্পিউটার ফাস্ট থাকে এবং পারফরমেন্স বৃদ্ধি করে। এ কারনে অনেকেই অফিস ২০০৩ কিংবা ফটোশপ ৭ এর মতো মান্ধাতা আমলের সফটওয়্যার ব্যবহার করেন। কিন্তু তাদের অনেকেই এই জিনিসটা বুঝে না যে, সফটওয়্যার কেন আপগ্রেড করা হয়? কোন সফটওয়্যার শতভাগ ক্রুটিমুক্ত ভাবে তৈরী করা যায় না। তাছাড়া একটি সফটওয়্যার তৈরীর পর দেখা যায় সেখানে আরও অনেক সুবিধা যুক্ত করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে সফটওয়্যারটির পূর্বের ক্রুটিগুলো দূর করে নতুন সুবিধাগুলো যুক্ত করে সফটওয়্যার আপগ্রেড করা হয়। তাই সফটওয়্যারের নতুন ভার্সনগুলো ব্যবহার করা কম্পিউটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি একটি আদর্শ কম্পিউটারের প্রয়োজনীয় ফ্রিওয়্যার বিষয়ে এর আগে আরও ৫টি টিউন করেছি। আজকের টিউনটির মাধ্যমে এই পর্বের সমাপ্তি টানতে চাই। তবে আপনাদের যদি আরও কোন বিষয়ে সফটওয়্যারের প্রয়োজন হয় তাহলে সেটা পরে বিবেচনা করা হবে। যাহোক, টিউনের বাকি অংশে যাবার আগে এই সিরিজের আগের পর্বগুলো এক নজরে দেখে নিন। কারন এই টিউন হারিয়ে গেলে আগের গুলো খুঁজে পেতে আপনাদের সমস্যা হতে পারে।

SUMo - সফটওয়্যার আপডেট মনিটর

কম্পিউটারের সফটওয়্যারগুলো আপডেট এর প্রয়োজনীয়তা বিষয়ে একটু আগেই আলোচনা করেছি। সুতরাং কম্পিউটারের হাই পারফরমেন্সের জন্য অবশ্যই সফটওয়্যারগুলোকে নিয়মিত আপ টু ডেট রাখতে হবে। এই কাজের জন্য সফটওয়্যার সমুদ্রে অসংখ্য সফটওয়্যার থাকলেও তাদের মধ্যে থেকে SUMo সফটওয়্যারটি সবার উপরে। SUMo (Software Update Monitor) সফটওয়্যারটি কম্পিউটার ইন্টারনেট সংযুক্ত হওয়া মাত্রই কম্পিউটারের সফটওয়্যারগুলো আপডেট চেক করে নিবে। ফলে এর মাধ্যমে খুব সহজেই ড্রাইভার এবং সফটওয়্যারগুলো কম্প্যাটিবিলিটি অনুযায়ী আপডেট করা যাবে।

সফটওয়্যারটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং ফ্রি ডাউনলোড করতে অফিশিয়াল ওয়েব সাইট দেখুন।

অসাধারন এই সফটওয়্যারটি বেসিক ভার্সন সম্পূর্ণ ফ্রি। একবার ডাউনলোড করার পর সারা জীবন ব্যবহার করতে পারবেন। তবে সফটওয়্যারটির সবগুলো ফিচার পাওয়ার জন্য এর প্রিমিয়াম ভার্সনটি ব্যবহার করতে পারেন। যাহোক, এই সফটওয়্যারটি আপনার পিসির জন্য ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Crashplan – কম্পিউটার ব্যাকআপ ম্যানেজার

Crashplan হলো একটি ক্রস প্লাটফর্ম ব্যাকআপ ম্যানেজার। কম্পিউটারের প্রয়োজনীয় ডাটা এমনকি সম্পূর্ণ অপারেটিং সিস্টেম  Crashplan ব্যবহার করে ব্যাকআপ নিয়ে রাখা যায়। সফটওয়্যারটি আপনার কম্পিউটার ইনস্টল করা থাকলে সেটি স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেকদিন আপনার ডাটা সমূহের ব্যাকআপ রাখবে। সুতরাং যেকোন পরিস্থিতিতে আপনার আর ডাটা হারানোর ভয় করতে হবে না।

সফটওয়্যারটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং ফ্রি ডাউনলোড করতে অফিশিয়াল ওয়েব সাইট দেখুন।

অসাধারন এই সফটওয়্যারটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে সফটওয়্যারটির অফিশিয়াল ওয়েব সাইট একবার ঘুরে আসুন। আর ডাউনলোড লিঙ্ক নিয়ে ভাবছেন? সেটা তো অফিশিয়াল সাইটেই পাবেন। তাহলে চিন্তা কেন? এখনি Crashplan ডাউনলোড করে নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন।

PicPick – স্ক্রিন ক্যাপচার টুলস

টেকটিউনসের টিউনার হিসাবে স্ক্রিনশট ব্যবহার করাটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ কাজের জন্য আমি অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করেছি। কিন্তু অনেক অনেক সফটওয়্যারের মাঝে আমাকে যে সফটওয়্যারটি অবাক করেছে সেটা হলো PicPick। এতো ছোট একটি সফটওয়্যার এতো গুরুত্বপূর্ণ কাজের হবে ভাবা যায় না। সফওয়্যারটিতে স্ক্রিন ক্যাপচারের সুবিধার পাশাপাশি রয়েছে রয়েছে ইমেজে এডিটিং, কালার পিকার ও প্যালেট, হোয়াইট বোর্ড এবং আরও অনেক কিছু। তাছাড়া ক্যাপচার করা ইমেজ সামাজিক মিডিয়াগুলোতে শেয়ার করার সুযোগ তো থাকছেই।

সফটওয়্যারটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং ফ্রি ডাউনলোড করতে অফিশিয়াল ওয়েব সাইট দেখুন।

অসাধারন এই সফটওয়্যারটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে সফটওয়্যারটির অফিশিয়াল ওয়েব সাইট একবার ঘুরে আসুন। ডাউনলোড করাপর পাশাপাশি সফটওয়্যারটি সম্পর্কে হয়তো অবাক করার মতো আরও অনেক তথ্য জানতে পারবেন।

Any Video Converter – ফ্রি ভিডিও এবং অডিও কনভার্টার

যদিও ভিডিও এবং অডিও কনভার্ট করার জন্য টেকটিউনসে অনেকগুলো টিউন রয়েছে। তারপরেও অসাধারন এই সফটওয়্যারটি সম্পর্কে আপনাদের দ্বিতীয়বার পরিচয় করিয়ে দেওয়ার লোভ সামলাতে পারছি না। কারন এই ফ্রি সফটওয়্যার দিয়ে আপনি পরিচিত প্রায় সব ধরনের মিডিয়া ফরমেটকে (MP4, AVI, RM, FLV, 3GP, DivX, WMV ইত্যাদি) অন্য ফরমেটে রূপান্তরিত করতে পারবেন।

সফটওয়্যারটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং ফ্রি ডাউনলোড করতে অফিশিয়াল ওয়েব সাইট দেখুন।

অনেকগুলো সফটওয়্যারের মধ্যে কেন এই সফটওয়্যারটি সেরা এই প্রশ্ন করলে বলবো, এর মতো দ্রুতগতির এবং পিসির উপর কম চাপ সৃষ্টিকারী সফটওয়্যার আমি আর দেখিনি। সুতরাং এখনি সফটওয়্যারটির অফিশিয়াল ওয়েব সাইট হতে এ সম্পর্কে বিস্তারিত জেনে ঝটপট ডাউনলোড করে নিন।

PeaZip – আর্কাইভ ম্যানেজার

কোন ফাইলকে কম্প্রেস করার জন্য আমরা সাধারনত WinRAR সফটওয়্যারটি ব্যবহার করে থাকি। কিন্তু ৪০ দিনের মেয়াদ শেষে সফটওয়্যারটি ব্যবহার করা ঝামেলা হয়ে দাড়ায়। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এ যাবত কালে সবচেয়ে বেশি ফাইল ফরমেট সাপোর্টেড আর্কাইভ ম্যানেজার PeaZip এর সাথে। আপনি এর সাহায্যে খুব কম সময়ে যেকোন ফাইলকে জিপ করতে এবং কম্প্রেস করতে পারবেন। আরও বিস্তারিত জানতে দেখুন অফিশিয়াল ওয়েব সাইট। ডাউনলোড লিঙ্ক সেখানেই পাবেন।

সফটওয়্যারটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং ফ্রি ডাউনলোড করতে অফিশিয়াল ওয়েব সাইট দেখুন।

এই টিউনটির মাধ্যমেই শেষ হলো একটি আদর্শ কম্পিউটারে প্রয়োজনীয় সফটওয়্যার শীর্ষক ৬ পর্বের চেইন টিউনের সর্বশেষ পর্ব। জানিনা, এই সিরিজের টিউনগুলো আপনাদের কেমন লেগেছে। তবে যদি কারও সামান্যতম ভালোলেগে থাকে এবং টিউনগুলো যদি আপনাদের একটুও উপকারে এসে থাকে তাহলেই টিউনারের প্রকৃত স্বার্থকতা। আপনারা সব সময় টেকটিউনসের পাশে থাকবেন, টিউনারদের টিউমেন্টের মাধ্যমে সাপোর্ট জানাবেন এটাই সব সময়ের প্রত্যাশা।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সব সময়ের মতোই অসাধারন টিউন। আপনার এই চেইন টিউনগুলোর প্রত্যেকটি সফটওয়্যার অনেক গুরুত্বপূর্ণ এবং আমি সবগুলোই সংগ্রহ করেছি। তবে দুঃখজনক হলো মাত্র ৬ পর্বে টিউনটি সমাপ্ত করে দেওয়া। আরও কয়েকটি পর্ব পর্যন্ত চালালে মনে হয় সবাই আরও বেশি উপকৃত হতো। বর্তমানে টেকটিউনসের এই করুণ দশায় এরকম কিছু টিউনের খুবই দরকার।

আপনার এই টিউন শেষ হলেও অন্য টিউনগুলোর অপেক্ষায়। আশা করি অপেক্ষার প্রহর দীর্ঘায়িত করবেন না।

    সফটওয়্যার বিষয়ক টিউনগুলোতে এক একঘেয়েমি ভাব চলে আসে। তাই সফটওয়্যার বিষয়ক টিউনগুলো আপাততো মাইনর হিসাবে ধরছি। সামনে সময় পেলে নতুন কোন সিরিজ চালু করবো। ধন্যবাদ।

বরাবরের মতোই জটিল একখান টিউন! তবে আরও কিছু পর্ব চললে ভালো হতো। যাহোক, প্রিয়তে রেখে ধন্য হলাম।

    সফটওয়্যার বিষয়ক টিউনগুলো আপাততো মাইনর হিসাবে ধরছি। সামনে সময় পেলে নতুন কোন সিরিজ চালু করবো।

vaia fb id link ta diben nd bro aigula r full version dile vlo hto

কম্পিউটারের ডাটা বেকাপ রাখার সুবিধাটা কি একটু বলবেন প্লিজ??

    ডাটা ব্যাকআপ রাখার সুবিধা হলো যদি কোন কারনে পিসি ক্র্যাশ করে তখন রিকোভার করতে পারবেন।

Thanks for such a good TUTORIAL  !

vai prezip diye ki winrar j kajgulu hoi sei sob kaj kra jabe vai?

    এটা ব্যবহার করলে আপনি WinRAR দিয়ে যা করতে পারতেন তার চেয়েও বেশি কিছু করতে পারবেন।

গুরু এতদিন এ জিনিস কই ছিল? কেনইবা অামিও ঘাপটি মেরে এতদিন ছিলাম?……সেই কবে অনেক অনেক কাল অাগে চাহিদাপত্র দিয়েছিলাম(মনে নেই বোধহয়)- অার অাজ কিনা সেটার যোগানপ্রাপ্তি হল 😯 বয়ান করছিলাম PicPick-র কথা…….কত করে চাচ্ছিলাম Scrolling Window স্ক্রিনশটে নিতে- অার এটা দেখছি অটো স্ক্রল করেই নিচ্ছে!! কী অানন্দ স্ক্রলে অার শটে!!!!

যদিওবা সমসাময়িক pdf-র চেয়ে প্রায় দ্বিগুণ জায়গা নিচ্ছে, তারপরও এধরনের লম্বা ছবির অাবেদনও অালাদা অামার কাছে :mrgreen:

বাক্সে বাক্সে টিউন থাকল বন্দী…….অনেক অনেক ধইন্যা 🙂

    আরে ব্রাদার, হ্যালির ধুমকেতুর মতো এতোদিন পরে কোথা হতে উদয় হইলেন? বহুদিন আপনার কোন খোঁজ নাই 🙁

    Snagit নিয়ে যেদিন টিউন করেছিলাম সেদিন বলেছিলেন। আজ সেটা মনে করে টিউন না করলেও বিষয়টা ভুলিনাই। অনেক দিন পরে আপনাকে ফিরে পেয়ে ভালো লাগলো।

      অক্ষণ ধূমকেতু অাইসা অাবার ঘুরাফিরা শুরু করছে……তাই নিয়মিতই বান্দা হাজিরা দিতে থাকবে……টিটি ছাড়া সুস্থ মানুষ বেশিদিন সুস্থ থাকতেে পারে বলেন? :mrgreen:

        আর আপনারে না দেইখ্যা আমি নিজেই অসুস্থ হয়ে পড়ছিলাম। যাহোক, ফিরে এসেছেন বলে ধইন্যা 🙂

deepfrez nia ekta tune koren plzzzzzzzz

    এই বিষয়ে ইতিমধ্যেই একটি টিউন আছে। আপনি নিচের লিঙ্ক থেকে টিউনটি দেখে নিতে পারেন……

    http://www.techtunes.io/freeware/tune-id/377541

      ইন্সটলেশন,এবং বিভিন্ন ফিচার+ বিভিন্ন অপশনের কাজ নিয়ে একটা টিউন করলে ভালো হতো। উল্টা পাল্টা মেনু চালু করলে যদি ডাটা হারাই।আপনাকে রিকোয়েষ্ট করি কারণ আপনি অনেকক ভালো মতো উপস্থাপন করতে পারেন বলে।

        সময় এবং সুযোগ হলে এ বিষয়ে বিস্তারিত টিউন করবো। তবে টেকটিউনসে সম্ভবত এরকম টিউন আছে। অনেকদিন আগে এ বিষয়ে দেখছিলাম।

PicPick বাদে বাকিগুলো সবই ইউস করা । থাঙ্কস ফর আ ফরম্যাটেড টিউন ।
‘সেরা দশ’ সিরিজ টি শুরু করলে ভাল লাগত ।

    সেরা দশের টিউনগুলোতে মেডিসিন ফাইল, আপলোড, ফাইল মিসিং এই সমস্যাগুলোর কারনে উৎসাহ পাচ্ছি না। দেখা যায় একই ফাইল কয়েক জায়গায় আপলোড করতে হয়।

ধন্যবাদ ভাই 🙂

Level 0

ভাই আমি আমার বাসার ডেস্কটপ এ Windows-10 PRo Install করার পর , এর বিভিন্ন ফন্ট গুলো ক্লিয়ার দেখায় না কি করা যায়?

    গ্রাফিক্স ড্রাইভার মিসিং থাকলে অনেক সমস্যা হয়। গ্রাফিক্স ড্রাইভারের বিষয়টা নিশ্চিত করুন।