একটি আদর্শ কম্পিউটারে যে সফটওয়্যারগুলো অবশ্যই থাকা উচিৎ [পর্ব-০৫] :: গ্রাফিক্স এবং ইমেজ এডিটিং টুলস

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

একটি আদর্শ কম্পিউটারে যে সফটওয়্যারগুলো অবশ্যই থাকা উচিৎ

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রাফিক্স এবং ফটো ইডিটিং টুলসের সেরা সফটওয়্যারগুলোর সমন্বয়ে একটি আদর্শ কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়্যার শীর্ষক আমার চেইন টিউনের ৫ম পর্ব।

কম্পিউটারে গ্রাফিক্স এবং ফটো এডিটিং টুলস না থাকলে সেটাকে কম্পিউটার বলতেও অনেকে দ্বিধাবোধ করেন। কারন যেসব কম্পিউটারে একটা ভিডিও ভালোভাবে চলেনা সেখানেও  ফটোশপের কোন মান্ধাতা আমলের ভার্সন ইনস্টল করা থাকে। ছবির প্রতি উৎসাহ মানুষের চিরাচরিত একটি অভ্যাস। সেই ছবিগুলো একটু সুন্দর হোক সেটা আমাদের সব সময়ের প্রত্যাশা। তাছাড়া ডিজাইন নিয়ে কাজ করলে ছবিগুলোর সাইজ এবং ফরমেটগুলো অনেক গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাড়ায়। আমরা হয়তো যেকোন কাজে ফটোশপ সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু ছোটখাটো কাজের জন্য ফটোশপ ব্যবহার করার মানে হলো মশা মারতে কামান ব্যবহার করা। আজকের টিউনে আমরা খুব ছোট কিছু ফ্রিওয়্যার সফটওয়্যার নিয়ে আলোচনা করবো সেগুলো ব্যবহার করলে আপনি কাজের দ্রততার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন এবং ফটো এডিটিং সহজ এবং সাবলীলভাবে করতে পারবেন। তবে টিউনের পরবর্তি অংশে যাওয়ার আগে এই সিরিজের অন্যন্য টিউনগুলো এক নজরে দেখে নিন। কারন আপনার কম্পিউটারের যে সফটওয়্যারগুলো অবশ্যই লাগবে তার কোনটা হয়তো ইতিমধ্যে মিস করেছেন।

IrfanView – সাধ্যের মধ্যে সবটুকু পাওয়া

IrfanView হলো ইমেজ এডিটিং এবং কনভারসনের জন্য সবচেয়ে দ্রুতগতির এবং স্মার্টটুলস। এটি আকারে ছোট কিন্তু কাজের দিক থেকে ব্যাপক পারদর্শী। টেকটিউনস থেকে প্রত্যেক সুপ্রিম টিউনারকে তাদের কাজের দ্রুততার জন্য IrfanView সফটওয়্যারটি রিকমেন্ড করা হয়। সফটওয়্যারটির যেসব বহুমুখি ব্যবহার রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো- পেইন্টিং, স্লাইডশো, ফাস্ট ডিরেক্টরি ব্রাউজিং, ওয়াটারমার্ক ইমেজ তৈরী, কোয়ালিটি না হারিয়ে JPG ফাইল কনভার্সন, এবং কমান্ড লাইন অপশন। মাত্র কয়েক মেগাবাইটের একটি সফটওয়্যার দিয়ে যেই কাজগুলো করতে পারবেন হয়তো অন্যন্য শতাধিক মেগাবাইটের সফটওয়্যার দিয়ে সেই কাজগুলো করতে পারবেন না।

সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং ফ্রিতে ডাউনলোড করতে দেখনু - অফিশিয়াল ওয়েব সাইট

ছোটখাটো কাজের জন্য ফটোশপ ব্যবহার করা আসলে যেন একটু নির্বুদ্ধিতায় প্রকাশ করে। আপনি IrfanView ব্যবহার করে ফটোশপ এর বেসিক অনেক কাজ করতে পারবেন। সুতরাং অসংখ্য প্লাগিন এবং স্কিনপ্যাক সুবিধাযুক্ত এই সফটওয়্যারটি এখনি একবার ব্যবহার করে দেখুন। সম্পূর্ন এই সফটওয়্যারটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং ডাউনলোড করতে তাদের অফিশিয়াল ওয়েব সাইটে আপনাকে স্বাগতম।

RIOT – ইমেজ অপটিমাইজেশন টুলস

RIOT শব্দটি এসেছে Radical Image Optimization Tool এর সংক্ষিপ্ত রূপ হিসাবে। এটা মুলত ব্যবহার করা হয় একাধিক ইমেজকে এক সাথে এডিট করার জন্য। আপনি যদি একাধিক ইমেজ নিয়ে কাজ করেন তাহলে হয়তো তাদের সাইজ, ব্রাইটনেস এবং একই ধরনের বেসিক এডিটিং এর প্রয়োজন পড়ে। এক্ষেত্রে RIOT সফটওয়্যারটির মাধ্যমে আপনারা খুব সহজেই কাঙ্খিত কাজ করতে পারবেন। যদিও সফটওয়্যারটি সম্পূর্ন ফ্রি এবং আকারে খুবই ছোট কিন্তু এর দ্রুত কাজ করার ক্ষমতা, এডভান্স অপশন আপনাকে মুহুর্তের মধ্যে মুগ্ধ করে দিবে। অসাধারন এই সফটওয়্যারটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং সম্পূর্ণ ফ্রি ডাউনলোড করতে তাদের অফিশিয়াল ওয়েব সাইট হতে একবার ঘুরে আসুন।

সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং ফ্রিতে ডাউনলোড করতে দেখনু - অফিশিয়াল ওয়েব সাইট

PhotoScape – একের ভেতর সব কিছু

PhotoScape সফটওয়্যারটি সম্পর্কে খুব সংক্ষেপে কিছু বলা মুশকিল। কারন এর ফিচারগুলো এতোটাই ব্যাপক এবং কার্যকারীতা এতোটাই ইফেক্টিভ যে খুব কম সময়ে এ বিষয়ে বলতে গেলে বোতল থেকে পানি ঢালার মতো অবস্থা হয়ে যাবে। ভরা বোতল একবারে উল্টিয়ে দিলে যেভাবে পানি বের হয় না ঠিক তেমনি এই সফটওয়্যারটি বিষয়ে সংক্ষেপে বলতে গিয়ে আমার কোন লেখা মাথায় আসছে না। যাহোক, সফটওয়্যারটি একাধারে ইমেজ এডিটর, কনভার্টার এবং ব্যাচ এডিটর হিসাবে কাজ করে। অর্থাৎ আপনি এক সাথে একাধিক ইমেজে এডভান্স এডিটিং করতে পারবেন।

সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং ফ্রিতে ডাউনলোড করতে দেখনু - অফিশিয়াল ওয়েব সাইট

ব্লগারদের কাজের ধরন এর ভিত্তি করে এখানে উপযুক্ত এডভান্স অপশন যুক্ত করা হয়েছে। সম্পূর্ণ ফ্রি এই সফটওয়্যারটির সাথে পাবেন ইমেজ ভিউয়ার, এডিটর, রিনেইমার, স্ক্রিন ক্যাপচার, রো কনভার্টার, স্প্লিটার, রেড আই কারেকশন থেকে শুরু করে আরও অনেক কিছু। সদ্য বর্ণিত ফিচারগুলোর অধিকাংশই আপনি কোন না কোন সফটওয়্যার ব্যবহার করে এতোদিন ধরে করে আসছিলেন। কিন্তু আজ থেকে শুধুমাত্র PhotoScape ব্যবহার করেই আপনি এই কাজগুলো করতে পারবেন। সম্পূর্ণ ফ্রি এই সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং ডাউনলোড করতে তাদের অফিশিয়াল ওয়েব সাইট ভিজিট করুন।

Zoner Photo Studio – আধুনিক গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার

Zoner Photo Studio একটি শক্তিশালী ফটো এডিটর এবং ফটো লাইব্রেরী ম্যানেজমেন্ট সফটওয়্যার। এটার প্রিমিয়াম ভার্সনকে বলা হয় ফটোশপের বিকল্প সফটওয়্যার। এর সাহায্যে যেকোন সাধারন মানের ছবিকে হাই কোয়ালিটি ছবিতে রূপান্তরিত যায়। তাছাড়া ফটোশপে যে কমন ফিচারগুলো আছে এই সফটওয়্যারটিতেও সেই ফিচারগুলো পাবেন। যদিও সফটওয়্যারটির ফ্রি ভার্সন আপনার প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট হবে। তবুও ফ্রিতেই যদি ৮৯ ডলার মূল্যের প্রিমিয়াম সফটওয়্যার পাওয়া যায় তাহলে কে আর ফ্রি ব্যবহার করতে চাইবে? সফটওয়্যারটির ফুল ফিচারস সম্পর্কে জানতে এবং ফ্রি ভার্সন ডাউনলোড করতে এর অফিশিয়াল ওয়েব সাইট হতে একবার ঘুরে আসুন। আর ৮৯ ডলার মূল্যের প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন

সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং ফ্রিতে ডাউনলোড করতে দেখনু - অফিশিয়াল ওয়েব সাইট

গ্রাফিক্স এবং ইমেজ এডিটিং বিষয়ে প্রত্যেক কম্পিউটার এবং স্মার্টফোন ব্যবহারকারীর অন্য রকম আগ্রহ থাকে। আপনাদের আগ্রহের পালে হাওয়া দিতেই আজকের টিউনের অবতারনা। আমি সংক্ষিপ্ত ভাবে কিছু গ্রাফিক্স এবং ইমেজ এডিটিং সফটওয়্যার বিষয়ে সামান্য রিভিউ তুলে ধরলাম। জানিনা আপনাদের প্রযুক্তি পিপাসু মনকে আমার এই টিউন তৃপ্ত করতে পেরেছে কিনা। তবে যদি একজনও এই টিউনটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে সেটাই আমার স্বার্থকতা। এই সফটওয়্যারগুলোর মধ্যে কোন কোন সফটওয়্যারগুলো আগে ব্যবহার করেছেন বা কোনগুলো নতুন দেখলেন সেটা জানিয়ে টিউমেন্ট করতে ভুলবেন না যেন।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার চমৎকার এবং গুছানো টিউনের জন্য ধন্যবাদ। আপনার টিউনগুলো পড়তেও যেমন ভালো লাগে দেখতেও তেমন ভালো লাগে। এই সিরিজের প্রত্যেকটি সফটওয়্যার অনেক কাজের। আমি সবগুলো ডাউনলোড করে রাখছি। আশা করি আপনার মাধ্যমে চমৎকার কিছু সফটওয়্যার পাবো। আর অবশ্যই টিউনটির স্থান হবে সরাসরি প্রিয়তে।

Level 0

adobe photoshop কই?

টিউনটি তে উপকারিতা পেয়েছি।

আমার অনেক ইচ্ছা আপনার পোষ্ট এ প্রথম টিউমেন্ট করা কিন্তু হয়ে ওঠে না । ধণ্যবাদ না না না ধন্যর বস্তা ৩ টাই ডাউন করলাম । আর প্রিয়তেও নিলাম ।

    ধন্যবাদ ভাই, টিউনের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে ইমেইলে প্রত্যেকটি টিউনের নোটিফিকেশন পাবেন।

vai aponer prem a pore galam,aponer post gulo dekii

kub kub kub sundor and onek onek onek gusanoo

সবগুলোই আছে । তবে এদের মধ্যে Riot ই বেশি ইউস করি আর বাকি কাজ Photoshop এ । Zoner Photo Studio এর ফুল Version মনে হয় আপনার টিউন থেকেই ডাউনলোড করেছিলাম ।

    হ্যাঁ, আপনি সেদিন মেডিসিন ফাইল সম্পর্কিত প্রশ্ন করেছিলেন। যাহোক, টিউমেন্টের জন্য ধন্যবাদ।

Thanks for such a good TUTORIAL  !

দরকারি টিউন জাতির কাজে আসবে ,ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য ।

ধন্যবাদ ভাই,চালিয়ে যান।

Thanks a lot.