সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাল্টিমিডিয়া প্লেয়ার এবং মিডিয়া এডিটর সফটওয়্যার এর সমাহার নিয়ে একটি আদর্শ কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়্যার শীর্ষক আমার চেইন টিউনের চতুর্থ পর্ব।
আমার মনে হয় এ পর্যন্ত এই সিরিজের যতো টিউন প্রকাশ করেছি তাদের মাঝে আজকের টিউনটি অনেক গুরুত্বপূর্ণ। কারন মাল্টিমিডিয়া প্লেয়ারের গুরুত্ব প্রত্যেক কম্পিউটার ব্যবহারকারীর কাছে সবার উপরে থাকে। কম্পিউটারে মাল্টিমিডিয়া সফটওয়্যার ব্যবহার করেন না এরকম কম্পিউটার ব্যবহারকারী খুঁজে পাওয়া যাবে না। আমরা হয়তো একই কাজের জন্য একাধিক সফটওয়্যারও ব্যবহার করি। কারন কোন প্লেয়ারই সব ধরনের মিডিয়া ফরমেট সাপোর্ট করেনা। কিন্তু আমি আজ আপনাদের সাথে এমন কিছু মিডিয়া প্লেয়ার এবং মিডিয়া এডিটর নিয়ে আলোচনা করবো যেগুলো সব ধরনের মিডিয়া ফাইল ফরমেট সাপোর্ট করবে। অর্থাৎ অডিও ভিডিও এর সব ফরমেট। যদিও ফ্রিওয়ার সফটওয়্যার নিয়ে এই সিরিজের সব আয়োজন তবুও সিরিজে ব্যতিক্রম হিসাবে বিশ্বের সেরা মিডিয়া প্লেয়ারের গোল্ড ভার্সন অর্থাৎ প্রিমিয়াম ভার্সন এই টিউনে শেয়ার করা হবে। তবে টিউনের পরবর্তি অংশে যাবার আগে এই সিরিজের আগের টিউনগুলো দেখে নিন। কে জানে আপনি হয়তো প্রয়োজনীয় কোন সফটওয়্যার ইতিমধ্যেই মিস করে ফেলেছেন!
Tomahawk হলো একটি ক্রস প্লাটফর্ম Social মিডিয়া প্লেয়ার। আপনি কম্পিউটারের যেকোন অপারেটিং সিস্টেমে সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। কম্পিউটারের ইন্টারনাল মিউজিক প্লে করার পাশাপাশি এটা দিয়ে অনলাইনে বেস্ট মিউজিক সার্চ করে প্লে করতে পারবেন। এই সফটওয়্যারটিকে মুলত তৈরী করা হয়েছে অনলাইন মিউজিক প্লেয়ার হিসাবেই। এর সাহায্যে নাম অনুসারে কিংবা অ্যালবাম অনুসারে মিউজিক সার্চ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, অনলাইন প্লে লিস্ট তৈরী করতে পারবেন, রেডিও হিসাবে ব্যবহার করতে পারবেন এবং সর্বপরি একটি মিউজিক লাইব্রেরী তৈরী করতে পারবেন।
এছাড়াও সফটওয়্যারটির আরও কিছু বহুমুখি ব্যবহার রয়েছে যেগুলো সম্পর্কে বিস্তরিত জানতে পারবেন সফটওয়্যারটির অফিশিয়াল ওয়েব সাইট হতে। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি, তাই সারাজীবন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। সুতরাং অসাধারন এই সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করুন এখনই।
PotPlayer হলো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মিডিয়া প্লেয়ার। যদিও অনেকেই আছেন যারা এখনো সফটওয়্যারটির নাম পর্যন্ত শুনেননি। কিন্তু যারা একবার সফটওয়্যারটি ব্যবহার করেছেন তারা অন্য মিডিয়া প্লেয়ারের নামগুলো ভুলে গেছেন। আমিও যখন থেকে এই প্লেয়ারটি ব্যবহার শুরু করেছি তখন থেকে অন্য কোন মিডিয়া প্লেয়ার পিসিতে ইনস্টল করেনি। এই বিষয়ে আমার দেখা সেরা মিডিয়া প্লেয়ার শীর্ষক আমার একটা টিউনও আছে। যাহোক, আমার দেখা এটাই একমাত্র প্লেয়ার যেটাতে সব ধরনের মিডিয়া ফরমেট সাপোর্ট করে। অর্থাৎ পিসিতে এই প্লেয়ার ইনস্টল করা থাকলে সব ধরনের মিডিয়া ফাইল চালাতে পারবেন যার ফলে আর কোন সফটওয়্যারের প্রয়োজন হবে না।
সম্পূর্ণ ফ্রি এবং ৩২ বিট ও ৬৪ বিট কম্পিউটার সিস্টেম এর জন্য আলাদা আলাদা ভার্সনগুলো ডাউনলোড করতে এবং প্লেয়ারটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে সফটওয়্যারটির অফিশিয়াল সাইট ভিজিট করুন। সফটওয়্যারটি শুধু মাত্র স্মুথ ভিডিও কিংবা অডিও প্লে করার জন্যই বিখ্যাত না। এতে রয়েছে অসাধারন সব স্কিন যার ফলে আপনার মিডিয়া প্লেয়ারকে রাঙিয়ে নিতে পারবেন পছন্দ মতো। সবগুলো স্কিনপ্যাক দেখতে এখানে ক্লিক করুন। রঙের দুনিয়ায় আপনাকে স্বাগতম।
কোন মিডিয়া প্লেয়ারের ফিচারস দেখে যদি আপনি অজ্ঞান হতে চান তাহলে আমি সাজেস্ট করবো MediaMonkey ব্যবহার করার জন্য। একটা মিডিয়া প্লেয়ারে যে এতো কিছু থাকতে পারে সেটা MediaMonkey না দেখলে আপনি ধারনাও করতে পারবেন না। মুলত আপনার কম্পিউটারের সব মিডিয়া ফাইল নিয়ে একটা বিশাল মিডিয়া লাইব্রেরী তৈরী করে সেগুলো অর্গানাইজিং, ট্যাগ এডিটিং থেকে শুরু করে সেগুলোর অসাধারন প্লে ব্যাক সিস্টেম আপনাকে অবাক করে দিবে। আমি নিজে এখনো এটার তলা খুঁজে পাইনি। শুধু এই মিডিয়া প্লেয়ার নিয়ে লিখতে গেলে একটা মেগাটিউন হয়ে যাবে। আপনারা কেউ আগ্রহী থাকলে লিখে ফেলতে পারেন এ বিষয়ে চমৎকার একটি মেগাটিউন। আমি এখনো সবকিছু এক্সপ্লোর করতে পারিনি বলে আমার দ্বারা সম্ভব হচ্ছে না।
সব ধরনের এডভান্স মিডিয়া ফিচারসযুক্ত সফটওয়্যারটি মূলত ফ্রি। তবে আরও বেশি সুবিধা পেতে সফটওয়্যারটি ১৮ ডলার মূল্যের গোল্ড সংস্করণ ব্যবহার করতে পারবেন। এ জন্য নতুন করে কিছু করতে হবে না। শুধু মাত্র ফ্রি ভার্সনে লাইসেন্স ইনপুট করলেই সেটা গোল্ড ভার্সন হয়ে যাবে। যাহোক, সফটওয়্যারটি সম্পর্কে সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। লাইসেন্স ফাইল পেতে চাইলে এখানে ক্লিক করুন। তবে ব্যবহার করার পূর্বে একবার সফটওয়্যারটির অন্দর মহল দেখিয়ে দিচ্ছি। এটা শুধুই বায়রের ইন্টারফেইস। ভেতরে কী আছে সেটা বের করার দায়িত্ব শুধুই আপনার।
যারা মিউজিক নিয়ে কাজ করেন তারা নিশ্চয় Virtual DJ সফটওয়্যারটির সাথে পরিচিত। এটা মুলত মিউজিক মিক্সিং এর সফটওয়্যার। এর সাহায্যে আপনি নিজে নিজেই একাধিক মিউজিক ফাইলকে মিক্স করতে পারবেন। তাদের স্পিড কমাতে কিংবা বাড়াতে পারবেন। তাছাড়া বিভিন্ন ইফেক্ট দেওয়ার মাধ্যমে যেকোন মিউজিককে আরও প্রাণবন্ত করে তুলতে পারবেন। আমি নিজে কখনো সফটওয়্যারটি ব্যবহার করিনি কিন্তু যারা এ ব্যাপারে আগ্রহী তারা সফটওয়্যারটি ব্যবহার করে উপকৃত হবেন বলে মনে হয়। যাহোক সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং ফ্রি-ভার্সন ডাউনলোড করতে এর অফিশিয়াল সাইট ভিজিট করুন।
আশা করছি আজকের টিউন এ বর্ণিত সফটওয়্যারগুলো আপনারা ডাউনলোড করেছেন। এসব সফটওয়্যার একটা কম্পিউটারে অবশ্যই থাকতে হবে যদি আপনি কম্পিউটারের একজন স্ট্যান্ডার্ড ইউজার হয়ে থাকেন। যাহোক, আপনার কম্পিউটারকে পুরোদমে সাজাতে আমার এই চেইন টিউনের শেষ পর্ব পর্যন্ত পাশে থাকবেন এটাই সব সময়ের প্রত্যাশা। আজকের টিউনে আপনি নতুন কী কী পেলেন সেটা জানাতে ভুল করবেন না যেন। কারন টিউমেন্ট সেকশন তো সব সময় আপনাদের জন্যই।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ
➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
U r Right Pot player KMplayer ar chay onak valo ,subtitle onak bashe support kora.
Thanks for………………………