একটি আদর্শ কম্পিউটারে যে সফটওয়্যারগুলো অবশ্যই থাকা উচিৎ [পর্ব-০১] :: কম্পিউটার সিকিউরিটি!

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

একটি আদর্শ কম্পিউটারে যে সফটওয়্যারগুলো অবশ্যই থাকা উচিৎ

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটি আদর্শ কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার শীর্ষক আমার আজকের টিউন।

কম্পিউটারে কোন ধরনের সফটওয়্যার থাকবে আর কোন ধরনের সফটওয়্যার থাকবে না সেটা ব্যবহারকারীর প্রয়োজনের উপর নির্ভরশীল। কারন একজন গ্রাফিক্স ডিজাইনারের যেমন কম্পিউটার প্রোগ্রামিং এর সফটওয়্যার প্রয়োজন নেই তেমনি একজন কম্পিউটার প্রোগ্রামার এর গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারগুলো নিস্প্রয়োজন। তবে প্রত্যেকটি কম্পিউটারে এমন কিছু সফটওয়্যার অবশ্যই থাকা প্রয়োজন সেগুলো দ্বারা সব শ্রেণীর ব্যবহারকারী উপকৃত হয়, তাদের যেকোন ধরনের কাজের প্রোডাক্টিভিটি বাড়ে এবং কম্পিউটার সিকিউর থাকে। আমি এরকম কিছু সফটওয়্যারের তালিকা তৈরী করেছি সেগুলো প্রত্যেকটি কম্পিউটার ব্যবহারকারীদের জন্য অত্যাধিক প্রয়োজন। তবে এখান থেকে পরিচিত সফটওয়্যারগুলোকে ইচ্ছেকৃত ভাবেই বাদ দিয়েছি। যেমন আমি যদি মজিলা ফায়ারফক্স এর কথা এখানে উল্লেখ করি তাহলে নিশ্চয় আমার টিউন দেখা আপনাদের কাছে মূল্যহীন মনে হবে। কারন এটা ইতিমধ্যেই আপনার কম্পিউটারে ইনস্টল করা আছে। যাহোক, আজ কিছু অপরিচিত কিন্তু ব্যাপক প্রয়োজনীয় সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো সেগুলো ফ্রিওয়্যার হলেও প্রিমিয়াম সফটওয়্যার এর মতোই কার্যকর। তো চলুন তাহলে শুরু করা যাক-

Toolwiz Time Freeze – কম্পিউটারের সর্বাধিক নিরাপত্তা

ডিপ ফ্রিজ সম্পর্কে নিশ্চয় আপনাদের অভিজ্ঞতা আছে তাইনা? তবে এ বিষয়ে অভিজ্ঞতা না থাকাটাও অস্বাভাবিক কিছু নয়। কারন সর্বশেষ ডিপ ফ্রিজ বিষয়ে যে টিউনটি দেখেছিলাম সেটা মনে হয় ২০১২ কিংবা তারও আগে। যাহোক, ডিপ ফ্রিজ অবস্থা হলো কম্পিউটারের এমন এক অবস্থা যেখানে কম্পিউটার রিস্টার্ট করা হলে পূর্বের সব পরিবর্তন মুছে যাবে। বিষয়টা আরেকটু বুঝিয়ে বলছি, ধরুন আপনার কম্পিউটারে ভাইরাস অ্যাটাক হলো এমন অবস্থায় আপনি যদি কম্পিউটার রিস্টার্ট করেন তাহলে কম্পিউটার ভাইরাস অ্যাটাক এর আগের অবস্থায় ফিরে যাবে অর্থাৎ আপনার কম্পিউটারে আর কোন ভাইরাস থাকবে না। এভাবে ডিপ ফ্রিজ ব্যবহারের ফলে আপনি কম্পিউটারকে খুব সহজে ম্যালওয়্যার, হ্যাকিং, এডওয়্যার, ক্ষতিকর প্লাগিন, ম্যালিসাস থ্রেটস, অনাকাঙ্খিত পরিবর্তন ইত্যাদি থেকে চিরতরে মুক্তি দিতে পারবেন।

তবে এই সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য আপনার কম্পিউটারে অবশ্যই Toolwiz Time Freeze সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে। এটি একটি ফ্রিওয়্যার তাই একটিভেশনের ঝামেলা ছাড়ায় শুধুমাত্র ডাউনলোড করেই ব্যবহার করতে পারবেন। তবে ডাউনলোড এর পূর্বে অবশ্যই তাদের অফিশিয়াল সাইট হতে সফটওয়্যারটি সম্পর্কে আরো একটু ধারনা নিয়ে নিবেন।

Comodo Firewall – আল্টিমেট ফায়ারওয়াল প্রোগ্রাম

কম্পিউটারের ফায়ারওয়াল কী, কীভাবে কাজ করে কেন প্রয়োজন এগুলো নিশ্চয় আমার আগের টিউন থেকে ইতিমধ্যে জেনেছেন। আসলে কম্পিউটারের ইন্টারনেট নিরাপত্তার জন্য ফায়ারওয়াল খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। কারন এর মাধ্যমে কানেকশন মনিটরিং, ইন্টারনেট ট্রাফিক ম্যানেজমেন্ট, ক্ষতিকর ওয়েব সাইট ব্লক করা থেকে শুরু করে অনেক কাজ করা যায়। যদিও প্রত্যেক কম্পিউটারে ডিফল্টভাবে ফায়ারওয়াল প্রোগ্রাম ইনস্টল করা আছে তারপরেও ফায়ারওয়াল প্রোগ্রামের সর্বোচ্চ সুবিধার জন্য এটা যথেষ্ঠ নয়।

এন্টিভাইরাসের ফায়ারওয়াল প্রোগ্রামগুলো মোটামুটি ভাবে ভালো সার্ভিস দিলেও আপনার সবগুলো প্রয়োজন মিটাবে Comodo Firewall সফটওয়্যারটি। সম্পূর্ণ ফ্রি এই সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ফায়ারওয়াল প্রোগ্রামের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করুন।

Malwarebytes – ম্যালওয়্যারকে বলুন বাই বাই

ম্যালওয়্যার বিষয়ে নিশ্চয় আপনাদের পরিপূর্ণ ধারনা আছে তাই না? না থাকলেও সমস্যা নেই কারন আপনাদের কথা ভেবে আমি আগেই এ বিষয়ে একটি মেগাটিউন করে রেখেছি। তো টিউনটি থেকে নিশ্চয় বুঝেছেন যে আপনার নিরাপত্তা ব্যবস্থায় ম্যালওয়্যার কতোটা ক্ষতি করতে পারে। ম্যালওয়্যারের ক্ষতি থেকে আপনাকে সর্বোচ্চ সুরক্ষা দিবে Malwarebytes প্রোগ্রামটি। এটা আপনার কম্পিউটার থেকে ওয়ার্মস, ট্রোজান হর্স, রুটকিট, স্পাইওয়্যার এবং অন্যন্য ম্যালওয়্যারকে শনাক্ত করে চিরতরে বিদায় জানিয়ে দিবে। কম্পিউটারের সুরক্ষায় আর কি চাই বলুন?

সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি এবং সাইজও খুবই কম। সুতরাং ডাউনলোড করতে বেশি সমস্যা হবে না। সুতরাং ডাউনলোড করে এখনি কম্পিউটারের সিকিউরিটি নিশ্চিত করুন।

Wise Folder Hider – ব্যক্তিগত ফাইলের সর্বোচ্চ নিরাপত্তা

কম্পিউটারের নিরাপত্তা যতোটা গুরুত্বপূর্ণ তারচেয়েও গুরুত্বপূর্ণ হলো আপনার ব্যক্তিগত ফাইলের নিরাপত্তা। আপনার ব্যক্তিগত ফাইলগুলো যাতে অন্যদের নজরে না আসে এজন্য নিশ্চয় কম্পিউটারের ডিফল্ট হাইড অপশন ব্যবহার করেন? কিন্তু যে কেউ চাইলেই সেটা আনহাইড করে দেখে ফেলতে পারবে। কম্পিউটারে ব্যক্তিগত ফাইলগুলোর নিরাপত্তার জন্য আজ থেকে ব্যবহার করুন Wise Folder Hider। এই প্রোগ্রামটি ব্যবহার করার ফলে আপনার ভিডিও ফাইল, ডকুমেন্ট, ইমেজ, যেকোন ফোল্ডার থাকবে শতভাগ নিরাপদ। আপনার নিজের তৈরী করা পাসওয়ার্ড ছাড়া আর কেউ ফাইল ফোল্ডারগুলো খুঁজে পাবে না। তাহলে আর দেরি কেন?

কম্পিউটারের নিরাপত্তার জন্য আজ কিছু সফটওয়্যার শেয়ার করলাম। আগামী টিউনে হয়তো আরও কিছু সফটওয়্যার নিয়ে হাজির হবো। এই টিউনের প্রত্যেকটি সফটওয়্যার আকারে ছোট এবং কাজে শতভাগ পারদর্শি। আপনার কম্পিউটার এক্সপেরিয়েন্সকে বদলে দিতে এই সফটওয়্যারগুলো যথেষ্ঠ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। আপনার কম্পিউটারের অপরিহার্য আরো সফটওয়্যার বিষয়ে জানতে অবশ্যই চোখ রাখুন আমার আগামী টিউনে।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই ।

Toolwiz Time Freeze use korar neomaboli nia ekta post den vai!
r age Jodi post kore thaken tahole plz link den

    এ বিষয়ে আগে কোন টিউন করিনি। সামনে সময় পেলে একটা বিস্তারিত টিউন করবো ইনশাল্লাহ্।
    টেকটিউনস এর পাশেই থাকুন।

অ – সা – ধা – র – ণ

Apnar tune gula amar khub valo lage………ei tune o er betikrom na tai sorasori priyo te rakhlam

নাইস, অসাধারন, সুন্দর, ভালো, গুড, ধন্যর বস্তা সাথে ফ্রিজ তো দিবোই।

সুন্দর ও গোছানো টিউন। ধন্যবাদ।

আপনার সব গুলো টিউন সবসময় অসাধারন ।

কাজে লাগবে

সুপ্রিয় সানিম মাহবীর ফাহাদ’

আপনার ব্যবহার করা ফ্রি প্রিমিয়াম আইডিএমটি আমাদের সকলের সাথে শেয়ার করুন 🙂

Dragon NaturallySpeaking Premium Version 13 হলো speech to text সফট্ওয়্যা্র।
এই সফট্ওয়্যারটি সরাসরি মূল সাইট http://www.nuance.com/ হতে ক্রয় করতে হয়, ট্রায়াল কোন ভার্সন নেই।

টেকটিউনসের কোন সহৃদয় ব্যবহারকারীর কাছে সফট্ওয়্যারটি থাকলে দয়া করে সেটি টেকটিউনসের মাধ্যমে সকলের সাথে শেয়ার করলে আমরা সকলে খুব উপকৃত হতাম।

    টেকটিউনস এ মনে হয় সবচেয়ে বেশি এই ফ্রি প্রিমিয়াম আইডিএম নিয়েই টিউন হয়ছে। যে আইডিএম গুলো আমরা ক্র্যাক প্যাচ দিয়ে ব্যবহার করি সেটাকেই আমি ফ্রি প্রিমিয়াম আইডিএম বলেছি। আশা করি বুঝতে পারছেন। যে সফটওয়্যারটি আপনি চাচ্ছেন সেটা নিয়ে কেউ একজন মনে হয় দু’একদিন এর মধ্যে টিউন করেছে। একটু খুঁজে দেখলেই পেয়ে যাবেন। টিউমেন্ট এর জন্য ধন্যবাদ 🙂

ফাহাদ অনেক সুন্দর টিউন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।

আচ্ছা, এন্টিভাইরাস (Eset) ইন্সটল করা থাকলে কি আলাদা করে ফায়ারওয়াল বা ম্যালওয়্যারবাইট-এর মতো সফটওয়্যারের প্রয়োজন আছে?

আর Toolwiz Time Freeze ইন্সটল করা থাকলে এন্টিভাইরাস বা অন্যকোন সফটওয়্যার আপডেট করার সবচেয়ে সহজ উপায় কি? অবশ্য এটা অফ রেখে কাজটি করা যায়। কিন্তু বারবার অন-অফ করাটাও বেশ ঝামেলার। আমার মনে হয় “Folder Exclusion” ফিচারটির মাধ্যমে কাজটি করা যাবে। তবে একটু কনফিউশান আছে!

    এন্টিভাইরাস এর ফায়ারওয়াল থাকলে আলাদা ফায়ারওয়াল না থাকলেও সমস্যা নেই। পরের প্রশ্নের অল্টারনেট সমাধান আমার জানা নেই।

fine

vhai malware bytes er pro key ta dete paren?