সফটওয়্যার ইনস্টলেশনের সময় অনাকাঙ্খিত প্রোগ্রাম ইনস্টল হওয়া থেকে সুরক্ষিত থাকুন Unchecky এর মাধ্যমে! স্বাচ্ছন্দে কম্পিউটার অপারেটিং এর জন্য টিউনটি আপনাকে দেখতেই হবে!!

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুছেচ্ছা জানিয়ে শুরু করছি অনাকাঙ্খিত সফটওয়্যার ইনস্টলেশনের ঝামেলামুক্ত এবং স্বাচ্ছন্দে কম্পিউটার অপারেটিং শীর্ষক আমার আজকের টিউন।

কম্পিউটারে সফটওয়্যার ইনস্টলেশনের সময় আমরা খুব কম সময়েই সচেতন থাকি। যারফলে একটা সফটওয়্যার ইনস্টল করতে গিয়ে অনাকাঙ্খিত আরও কয়েকটা সফটওয়্যার কিংবা টুলবার ডাউনলোড কিংবা ইনস্টল করে ফেলি। সাধারনত আমরা ফ্রিওয়্যারগুলোর প্রতি বেশি ঝুকি। কিন্তু অধিকাংশ এডওয়্যার গুলো ফ্রি সফটওয়্যারের মাধ্যমে বেশি ছড়িয়ে পড়ে। যার ফলে দেখা যায় ওয়েব সাইট ব্রাউজিং কিংবা কম্পিউটারের স্বাভাবিক কাজ করার সময় সেগুলো যন্ত্রনা দিতে শুরু করে। আপনার হয়তো প্রায় সবাই Ask টুলবার সম্পর্কে জানেন। আমি যখন কম্পিউটারে প্রথম দিকে ইন্টারনেট ব্যবহার করতাম তখন এই টুলবার খুব যন্ত্রনা দিতো। আনইনস্টল করলেও অনেক সময় যন্ত্রনা থেকে রেহায় পাওয়া যেতো না। ব্রাউজারের হোম পেইজ, সার্চ ইঞ্জিন সব Ask টুলবারময় হয়ে থাকতো। এই ধরনের যাবতীয় সমস্যা থেকে মুক্তি দিতেই মুলত আমার আজকের টিউনের অবতারনা। আজ আমরা দেখবো, কীভাবে অনাকাঙ্খিত সফটওয়্যার ইনস্টল হয় এবং কীভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়।

অনাকাঙ্খিত অ্যাপ্লিকেশন যেভাবে ইনস্টল হয়

অনলাইনে কিংবা অফলাইনে যেভাবেই আপনি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে যান না কেন সব জায়গাতে কিছু না কিছু তাড়াহুড়া থাকে। এটা হতে পারে সময় স্বল্পতার কারনে কিংবা নিজেকে খুব বেশি পারদর্শী প্রমাণ করার জন্য। তবে যাই হোক, কথায় আছে তাড়াহুড়া বিলম্বের সৃষ্টি করে। কিন্তু এক্ষেত্রে তাড়াহুড়ার কারনে সব সময় টার্মস এবং কন্ডিশনগুলো দেখার সময় হয়না। অধিকাংশ সময় শুধু নেক্সট নেক্সট এবং নেক্সট চেপে কাজ শেষ করে ফেলি। অথবা খুঁজার চেষ্টা করি কোথায় ইনস্টল বাটনটি আছে। উদাহরণ হিসাবে নিচের চিত্রটি দেখুন।

  • অনলাইনে ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল করতে গেলে প্রায় সবাই সরাসরি নিচের দিকে থাকা Install Now বাটনে ক্লিক করে। যার ফলে অপশনাল অফারে থাকা McAfee Security Scan Plus সফটওয়্যারটি অটোমেটিক ডাউনলোড এবং ইনস্টল হয়ে যায়।

  • এরকম বিভিন্ন সময়ে অসাবধানতা কিংবা বেখেয়ালে নিজের অজান্তে আমরা অনাকাঙ্খিত অ্যাপ্লিকেশন ইনস্টল করে চলি। তারপর এক সময় আমাদের অবস্থা হয় নিচের চিত্রের মতো। ব্রাউজারে টুলবার দিয়ে এমন অবস্থা হয়েছে যে ওয়েব পেইজ দেখা যাচ্ছেনা। আমি শুধুমাত্র ব্রাউজারের কথা বললাম এ কারনে যে অধিকাংশ অনাকাঙ্খিত অ্যাপ্লিকেশনগুলো এক্সটেনশন কিংবা টুলবার হিসাবে থাকে।

যাহোক, আমরা কেবল এতোক্ষণ সমস্যা নিয়ে আলোচনা করলাম। কিন্তু সমস্যা যতো বড়ই থাক তার সমাধান নিশ্চয় থাকে। অনেকেই সমাধান হিসাবে পরবর্তি সময়ে অনাকাঙ্খিত অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করে ফেলে। তবে পরবর্তিতে আনইনস্টল করা কোন স্মার্ট সমাধান না। সমস্যাকে অঙ্কুরে বিনষ্ট করাই হলো আমাদের জন্য একমাত্র সল্যুশন। তো চলুন তাহলে দেখে আসি কীভাবে এই সমস্যাকে স্মার্টলি মোকাবেলা করা যায়।

Unchecky – আপনার আল্টিমেট সল্যুশন | ফ্রিওয়্যার

একটা কথা মনে রাখবেন, অনাকাঙ্খিত অ্যাপ্লিকেশন কিন্তু নিজে নিজে ইনস্টল হয় না। আপনার বেখেয়ালে আগে থেকে চেক করে থাকা অপশনের কারনে এই সব অ্যাপ্লিকেশন পিসিতে ইনস্টল হয়। যারা সচেতন তারা সাবধানতার সহিত অ্যাপ্লিকেশন ইনস্টল করলেও অসাবধানদের জন্য প্রয়োজন Unchecky সফটওয়্যারটি। ডাউনলোড করার আগে দেখে নিন যে সফটওয়্যারটি কীভাবে কাজ করে।

  • Unchecky মূলত ব্যাকগ্রাউন্ডে কাজ করে। যখন কোন সফটওয়্যার ইনস্টল করা হয় তখন উক্ত সফটওয়্যার সম্পর্কিত ফাইল ছাড়া অন্যগুলো স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে সেগুলোর অপশন আনচেক করে দেয়।
  • সফটওয়্যারটি পিসিতে ইনস্টল থাকলেই নিজে নিজে কাজ করে। আলাদা ভাবে এটা চালনা করার প্রয়োজন হয় না।
  • এটা প্রায় সব ধরনের অনাকাঙ্খিত ইনস্টলেশন ঠেকাতে পারে। যার ফলে বিশ্বের ভালো কিছু প্রতিষ্ঠান থেকে স্বীকৃতি পেয়েছে Unchecky।
  • নিচের চিত্রটি লক্ষ্য করুন। ইনস্টলেশনের সময়ে Unchecky স্বয়ংক্রিয়ভাবে চেকবক্সগুলোকে আনচেক করে দিয়েছে। না হলে আপনার পিসিতে Ask টুলবার ইনস্টল হয়ে যেতো এবং সেই সাথে আপনার ডিফল্ট সার্চ ইঞ্জিনও।

  • কোনভাবে যদি আপনি তারপরেও Proceed করতে চান তাহলে সফটওয়্যারটি ওয়ার্নিং দিবে যে, আপনি সত্যিই সেই অনাকাঙ্খিত প্রোগ্রাম ইনস্টল করতে চান কিনা।

এতোক্ষনে হয়তো বুঝে ফেলেছেন যে সফটওয়্যারটি আপনার জন্য কতোটা গুরুত্বপূর্ণ। তবে এই সফটওয়্যারটি ব্যবহার করলে সচেতনরাও যে এক সময়ে অচেতন হয়ে যাবে সেটা বলার অপেক্ষা রাখেনা। কারন Unchecky যদি সব করে তাহলে আপনার তো সচেতন হয়ে কোন লাভ নেই।

ডাউনলোড Unchecky | ফ্রিওয়্যার

এতোক্ষন যেটা নিয়ে এতো বকবক করলাম সেটার ডাউনলোড লিংক তো আপনাদের সাথে এখনো শেয়ার করা হয়নি। আপনারা আমাকে একটু মনে করিয়ে দিতে পারতেন। যাহোক, সফটওয়্যারটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ফিচারগুলো যদি আপনার মনের মতো হয় তাহলে নিচের অফিশিয়াল ডাউনলোড লিংক থেকে মাত্র ১ মেগাবাইটের সফটওয়্যারটি ঝটপট ডাউনলোড করে নিন। ফ্রিওয়্যার হওয়াতে আপনাকে লাইসেন্স কিংবা মেডিসিন নিয়ে কোন চিন্তা করতে হবে না।

  • ডাউনলোড শেষ হলে স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন। ইনস্টলেশন শেষে টাস্কবার থেকে একটু দেখে নিবেন যে সফটওয়্যারটি ব্যাকগ্রাউন্ডে চলছে কিনা। তাছাড়া ট্রে আইকন থেকেও আপনি নিশ্চিত হতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে না চললে অ্যাপ্লিকেশনটি কাজ করবে না!

এবার নিশ্চিন্তে সফটওয়্যার ইনস্টল করতে থাকুন। ঝামেলা হলে টিউনারকে দৌড়ানি দিতে কার্পন্য করবেন না যেন!!

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর Tune.

Level 0

thank you Bhai. share this soft

ধন্যবাদ

Thanks For Share 🙂

ভালো লাগলো

দারুন কাজের জিনিস, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা।

দারুন soft

অনেক প্রয়োজনীয় একটি সফটওয়্যার। নতুন কম্পিউটার সেটাপ দেওয়ার পরে প্রয়োজনটা বেশি বুঝা যাবে। কারন অধিকাংশ সফটওয়্যার এখন ইনস্টল করা আছে। নতুন ইনস্টলের সময় কাজে লাগবে বলে আশা করি।

    @Nouman Alam: যখনি ব্যবহার করেন ভালো লাগবেই। কারন অসাধারন দক্ষতা সম্পন্ন এই সফটওয়্যারটিকে ভালো না লাগার কোন কারন খুঁজে পাবেন না।

Nice. উপকারে আসবে…

সব সময় নুতুন এবং ইউনিক কিছু পাই আপনার কাছ থেকে।
ধন্যবাদ সব সবসময় !!!

বেশ কাজের একটা সফট

ভাল,

Level 0

thanks,aetae to kujselam atoden but kaj korle hoe

Level 0

ভালো টিউন।

অসঙ্খ্য ধন্যবাদ। বরাবরের মত আবারও একটি চমকপ্রদ টিউন। আপনি পারেন-ও এরকম কাজের সফটওয়্যার খুঁজে বের করতে। আবারও ধন্যবাদ।

Level 0

কাজের জিনিস। অনেক ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ