সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি টিউজিটরদের কম্পিউটারের সিস্টেম এক্সপার্ট বানানোর উদ্দেশ্যে আমার আজকের টিউন।
যারা প্রযুক্তিকে ভালোবাসেন তাদের কাছে প্রযুক্তির পণ্যগুলোর কদর সব সময় যেন একটু বেশিই। তবে সেটা যদি হয় নিজের কম্পিউটার তাহলে তো কোন কথায় নেই। অনেক সময় দেখা যায় আপনজন অসুস্থ থাকলেও আমরা নির্বিকার থাকতে পারি কিন্তু কম্পিউটারে সামান্য সমস্যা হলে আমাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। কম্পিউটারকে আমরা খুব আপন পরিবেশে নিজের মনের মতো ব্যবহার করি বলেই হয়তো এর প্রতি আমাদের এতো টান। এ কারনেই কম্পিউটারকে সুস্থ সবল এবং নিরাপদে রাখাটা আমাদের জন্য সব চেয়ে জরুরী কাজ বলে মনে হয়। কম্পিউটারকে নিরাপদে রাখতে হলে প্রথমেই যেটা প্রয়োজন সেটা হলো এর নিয়মিত খোঁজখবর রাখা। কিন্তু আমরা যারা স্টার্টমেনু থেকে একটি সফটওয়্যার খুঁজে বের করতে হিমশিম খেয়ে যাই তাদের পক্ষে কম্পিউটারের খোঁজখবর রাখাটা একটু কঠিনই মনে হয়। তবে যাই হোক, আজকের টিউনে আমি একটি সফটওয়্যার ব্যবহার করে দেখাবো কীভাবে আপনি কম্পিউটারকে সার্বক্ষণিক নজরদারীতে রাখতে পারবেন এবং সিস্টেমের সকল কাজ নিয়ন্ত্রন করতে পারবেন।
উপরের শিরোনাম দেখেই হয়তো বুঝতে পারছেন সফটওয়্যারটির নাম System Ninja। তবে সফটওয়্যারটি শুধু নামের জন্য নয়, কাজের ক্ষেত্রেও একজন Ninja মাস্টারের মতো দক্ষভাবে কাজ করতে পারে। ছোট এই সফটওয়্যারটি একই সাথে একাধিক সফটওয়্যারের কাজ করে আপনাকে বিমোহিত করে ফেলবে। বড় সফটওয়্যার যে কাজগুলো করতে হিমশিম খায় সেই কাজ গুলো সুনিপুন ভাবে সম্পন্ন করবে System Ninja। ডাউনলোড করার আগে চলুন এর গুরুত্বপূর্ণ ফিচারগুলো সম্পর্কে জেনে নিই।
সফটওয়্যারটি যদি আপনাদের ভালো লেগে থাকে অর্থাৎ সফটওয়্যারের ফিচারগুলোর সাথে যদি আপনার চাহিদার সামঞ্জস্য থাকে তাহলে দেরি না করে নিচে দেওয়া সফটওয়্যারটির অফিশিয়াল ডাউনলোড লিংক থেকে পোর্টেবল অথবা ইনস্টলারটি ডাউনলোড করে নিন। ডাউনলোড সাইজ মাত্র ২ মেগাবাইট হওয়াতে আপনাকে ডাটা খরচ নিয়ে চিন্তা করতে হবে না। তাছাড়া সফটওয়্যারটি ফ্রিওয়্যার হওয়াতে এর লাইসেন্স নিয়েও ভাবতে হবে না।
আপনি যদি সফটওয়্যারটি সফলভাবে ডাউনলোড করে থাকেন তাহলে স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন। তারপর মনের সুখে ব্যবহার করুন। ডাউনলোড কিংবা ব্যবহার সংক্রান্ত কোন সমস্যা হলে নিজে একাধিকবার চেষ্টা করুন। সফল না হলে আমি তো আছিই। প্রযুক্তি সম্পর্কিত যেকোন সমস্যায় খোলামেলা আলোচনা করতে পারবেন টেকটিউনস ফেসবুক গ্রুপে। গ্রুপে জয়েন করতে এখানে ক্লিক করুন।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ
➡ ইমেইলে পেয়ে যান আমার সকল টিউনের আপডেট! ক্লিক করুন এবং ইমেইল দিয়ে ভেরিফাই করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
সফটওয়্যারের সাইজ হিসাবে কাজগুলো অসাধারন মনে হচ্ছে। অন্যান্য যেকোন সফটওয়ারের তুলনায় বেশি কাজ করবে বলেই মনে হয়। কথায় আছেনা ছোট মরিচের ঝাল বেশি, আপনার এই সফটওয়্যারটি দেখে আপাততো তাই মনে হচ্ছে।