সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার নার্ভাস ৯৯ তম টিউনে স্বাগত জানাচ্ছি। কেন জানি ১০০ তম টিউনের আগের টিউনটি করতে গিয়ে মনে নার্ভাসনেস কাজ করছে। কোন ক্রিকেট খেলোয়াড়ের মতো ৯৯ রানে আউট হওয়ার সম্ভবনা না থাকলেও মনে আসঙ্কা জাগছে ঠিকই। যাহোক, আজাইরা কথা বাদ দিয়ে এবার আসল কথায় আসি। আমরা গান গায়তে যেমন ভালোবাসি তেমনি গান শুনতেও ভালোবাসি। গান কথাটির সাথে যেন হৃদয়ের এক গভীরতর টান লুকিয়ে আছে। তাই গান কিংবা কবিতাকে বলা হয় হৃদয়ের খোরাক। সেই গানকে বিভিন্ন ভাবে মোডিফাই করে আমাদের নিজেদের কাছে শ্রুতিমধুর করার প্রচেষ্টা তাই সব সময় থাকে। বর্তমানে সফটওয়্যারের দুনিয়ায় এরকম মিউজিক বা অডিও ফাইলকে এডিট করার জন্য অনেক সফটওয়্যার আছে। কিন্তু প্রয়োজনের সাথে সফটওয়্যারের কাজ, সাইজ, দাম কিংবা তার মেডিসিন ফাইলের সামঞ্জস্য খুব কম হয়। তাই কথিত দামী এবং অনেক বড় সাইজের সফটওয়্যারগুলো ব্যবহার করেও আমাদের মনে শান্তি আসেনা। আজ আমি আপনাদের সাথে এমন একটা সফটওয়্যারের পরিচয় করিয়ে দিবো যেটা দামে ফ্রি, সাইজে কম এবং কাজে শতভাগ পারদর্শী। আশা করছি আজ সফটওয়্যারটি ব্যবহারের পর আপনার অতৃপ্ত মন তৃপ্তির ঢেকুর তুলবে। মনে মনে এটা ধরে নিতে পারেন যে, প্রফেশনার অডিও এডিটর হতে আপনার আর কয়েক মূহুর্ত দেরি। টিউন শেষে নিজেকে আপনি একজন অডিও এডিটর হিসাবে পরিচয় দিতে পারবেন। কারও কাছে পরিচয় না দিলেও অন্তত নিজের কাছে নিজেই পরিচিত হতে পারবেন। যাহোক চলুন তাহলে সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
শিরোনাম দেখেই হয়তো বুঝতে পারছেন আমি এই সফটওয়্যারটিকে সেরা অডিও এডিটিং সফটওয়্যার হিসাবে উল্লেখ করেছি। আমার সাথে হয়তো অনেকেই একমত হয়েছেন আবার অনেকেই হতে পারেননি। তবে আমার বিশ্বাস সফটওয়্যারটির ফিচারগুলো জানার পর এবং দেখার পর আপনাদের মাঝে এরকম মতভেদ আর থাকবে না। ডাউনলোড শুরু করার পূর্বে চলুন তাহলে একনজরে ফিচারগুলো দেখে নেই।
সফটওয়্যারটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনের সাথে যদি এর ফিচারের সামঞ্জস্য থাকে তাহলে নিচের অফিশিয়াল ডাউনলোড লিংক থেকে আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম এবং তার ভার্সন অনুযায়ী সফটওয়্যারটি ঝটপট ডাউনলোড করে নিন। সফটওয়্যারটি ফ্রিওয়্যার হওয়াতে এর জন্য আপনাকে কোন মূল্য পরিশোধ করতে হবে না। তবে ডাউনলোড শেষে টিউনার অন্তত একটা ধন্যবাদের দাবিদার। তাছাড়া সফটওয়্যারটির সাইজ মাত্র ১৬ মেগাবাইটের মতো হওয়ায় আপাততো ডাউনলোড সমস্যা নিয়েও ভাবতে হবেনা।
আপনি যদি সফটওয়্যারটি সফলভাবে ডাউনলোড করে থাকেন তাহলে ডাউনলোড শেষে স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন। ইনস্টলেশনের পর সফটওয়্যারটি ওপেন করলেই সেটা আপনার ব্যবহারের জন্য রেডি। তবে যারা নতুন তাদের জন্য রয়েছে টিউনের বাকি অংশ।
যদিও সফটওয়্যারটির ব্যবহার পদ্ধতি খুবই সহজ। তবুও যারা নতুন কিংবা প্রফেশনাল মানের কাজ করতে চান তারা সফটওয়্যারটির সম্পূর্ণ ফিচার সম্বলিত নিচের ৮মিনিটের এই ভিডিও টিউটরিয়ালটি দেখে নিন। আশা করি আপনাদের বুঝতে আর কোন সমস্যা হবেনা।
মনে হয় টিউটরিয়ালটি ভালোভাবে দেখেছেন এবং কাজ শুরু করে দিয়েছেন। সফটওয়্যারটির ব্যবহার পদ্ধতি যতোটুকু ভিডিওতে দেওয়া আছে ততোটুকু জানলেই আশা করি যথেষ্ট। বাকীটুকু আপনার উপর্যুপরি ব্যবহারের উপর নির্ভর করবে। প্রত্যেকটি কাজে আপনার সফলতা কামনা করছি। সেই সাথে আগামী ৩০.০৪.২০১৫ তারিখ রোজ বৃহঃস্পতি বার আমার ১০০ তম টিউন দেখার আমন্ত্রন জানাচ্ছি।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ
➡ ইমেইলে পেয়ে যান আমার সকল টিউনের আপডেট! ক্লিক করুন এবং ইমেইল দিয়ে ভেরিফাই করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
ভাইয়া আমাদের এত ভালো ভালো সফটওয়্যার উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।