OneDrive এ ১০০ গিগাবাইট ডাটা ফ্রি নিয়ে নাও

OneDrive পুরাতন ড্রপবক্স ব্যাবহারকারীদের জন্য ১০০ গিগাবাইট ডাটা বোনাস অফার করছে।

তোমাকে যা করতে হবে তা হলো তোমার OneDrive এ লগিন করতে হবে অথবা নতুন একটি OneDrive একাউন্ট খুলে নিয়ে ড্রপবক্স এর সাথে লিংক করতে হবে। তারপরেই তুমি পেয়ে যাবে ১০০ গিগা ফ্রি স্টোরেজ এক বছর এর জন্য।

Dropbox Users Can Grab 100 GB of OneDrive Storage for Free

হ্যা এটা এক বছরের জন্য, আর এটা ফ্রি ফ্রি ইউজ করতে পারছেন তাই এবার শুরু করে দাও তোমার ১০০ গিগার অনলাইন স্টোরেজ।

Level 2

আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

A stupid learner


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এক বছর পরে?

আচ্ছা এক বছর পরে কি আমার আপলোডেড ফাইল গুলো কি ডিলেট করে দিবে???

    Level 2

    @অমৃত দাশ বিজয়: কি হবে জানিনা। এক বছর হলে তারপরে বুঝতে পারবো । তবে ক্লাউড ট্রান্সফার করে নিলেই হলো ।

Level 0

কি ভাবে করব।। কিছুই খুজে পাচ্ছি না।। পিসি থেকে করতে হবে নাকি? ফোন থেকে করব??

    Level 2

    @Ahsan: আমি তো পিসি থেকে করলাম । নিজে করে তারপরে পোষ্ট করলাম । আবারো ট্রাই করুন । কাজ হবে ইনশাল্লাহ !

এক বছর পর কি করবো???
ফাইল কি ডিলেট হয়ে যাবে?

    Level 2

    @আমি সোহান: জানিনা তো । দেখতে হবে । এক বছর এর আগেই আবারো কোন স্টোরেজ এ ট্রান্সফার করে নিলেই হলো ।

Level 0

ধন্যবাদ আমি পেয়েছি টোটাল 100+15 = 115 জিবি।

Level 0

120GB… bt ei storage diye kikorbo??

    Level 2

    @aunkan2012: অনলাইনে আপনার বড় বড় ফাইল ডাউনলোড করে রাখতে পারবেন । তাছাড়া কর্পোরেট ক্লায়েন্ট দের অনেক সময়ই এরকম অনলাইন স্টোরেজ দরকার পড়ে তখন তারা ইউজ করতে পারবে ।