বিসমিল্লহির রহমানির রহিম
আমাদের নতুন সফটওয়্যার "সময় কথক" এর বেটা টেস্টিং প্রোগ্রাম (BTP) আজ থেকে শুরু হলো! হাতে কয়েক মিনিট সময় থাকলে ব্যবহার করে দেখুন। অবশ্যই ভালো লাগবে!
শুরুতে জেনে নেওয়া যাক কি এই "সময় কথক" প্রোগ্রাম!
সময় কথক একটি ছোট প্রোগ্রাম, যা নির্দিষ্ট সময় পর পর আপনাকে সময় কথার মাধ্যমে জানিয়ে দিবে। এর আরেকটি সুবিধা হচ্ছে কম্পিউটার চালুর পর ঐ দিনের বাংলা এবং ইংরেজী তারিখ আপনাকে শুনাবে।
Windows Xp থেকে শুরু করে পরের সব অপারেটিং সিস্টেম (যেমনঃ Vista, Windows 7, Windows 8 ইত্যাদি) সাপোর্ট করবে। ৩২বিট এবং ৬৪বিট সাপোর্ট।
ডাউনলোড (EXE file) [3.88 MB]
ডাউনলোড (Zip file) [3.8 MB]
দ্রষ্টব্যঃ এটা যেহেতু বেটা ভার্সন সেহেতু লিঙ্ক পরিবর্তনশীল। তাই উপরের লিঙ্ক গুলো কাজ না করলে নিচের অফিশিয়াল লিঙ্কে গিয়ে ডাউনলোড করুন।
Bangla Voice Clock by Q A M Khaled Ferdaus.
শুধু ডাউনলোড করে সাধারণ সফটওয়্যার ইনস্টলেশনের মতই ইনস্টল করতে হবে। কোন রানটাইম সাপোর্টের দরকার নেই।
তো ডাউনলোড করুণ আর দেখুন কোন সমস্যা/বাগ পান কিনা। আপনাদের যে কোন মতামত/ সমস্যা/ বাগ রিপোর্ট আমাদের নিচের যে কোন একটিতে জানিয়ে দিতে পারেনঃ
এ বেটা ভার্সনে যে শব্দ গুলো রেকর্ড করা হয়েছে তা তেমন পরিষ্কার না। এগুলো শুধু মাত্র পরীক্ষা করার জন্য দেয়া হয়েছে।
নোটঃ এ প্রোগ্রামটি সিস্টেমের কোন ফাইল এবং সেটিংস এর পরিবর্তন করে না। তাই এটি নির্দিধায় ব্যবহার করতে পারবেন। অবশ্যই ভাইরাস মুক্ত।
-------
বিস্তারিত জানতে উপরের ছবিতে ক্লিক করুন।
ভাল কণ্ঠ পেলে স্ট্যাবল রিলিজে অবশ্যই একের অধিক সাউন্ড স্টাইল যুক্ত করা হবে। আর ভাল কণ্ঠ না পাওয়া পর্যন্ত স্ট্যাবল রিলিজ ও দেয়া সম্ভব নয়।
আশা করি আমাদের নতুন সফটওয়্যারটি ব্যবহার করে উপকৃত হবেন। যে কোন মতামত গ্রহনযোগ্য।
ধন্যবাদ।
আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...
valo… try kore dekhi..