আইডিএম নিয়ে নতুন কিছু বলার প্রয়োজন নেই। বেষ্ট ডাউনলোড ম্যানেজার হিসাবে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছে। কিন্তু তা ফ্রি নয় তাই, অবৈধ ভাবে বিভিন্ন উপায়ে সাধারনতো আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাইরাস, ম্যালওয়ার কিংবা ক্ষতিকর প্রগ্রাম যুক্ত হয়ে যায়।
ওপেন সোর্স/ফ্রি সফটওয়ার এর দুনিয়ায় একটি ভাল ডাউনলোড ম্যানজারের খুব অভাব ছিল এতদিন, এক্সডিএম তা পুরন করতে সক্ষম। এটি সকল প্লাটফরমে চলে সক্ষম অর্থাৎ উইন্ডোজ , লিনাক্স বা ম্যাক সব টাতেই খুব সহজে ব্যবহার করা যায়। তাই লিনাক্স ইউজারদের মন খারাপের কোন কারন নেই।
xdm ইন্সটল করার পর হটাৎ মনে হতে পারে যে idm এর নতুন কোন ভার্সন ইন্সটল করে ফেলেছি! কিন্তু না! এটিই এক্সডিএম। আইডিএম এর সকল ফিচার এবং লুক এর মধ্যে আছে। আমি প্রথম ব্যবহার করেই বেশ অবাক ই হয়েছি।
আসুন এক ঝলক দেখে নেই এর বর্ননা এবং বৈশিষ্ট
Xtreme Download Manager is a advanced and powerful tool to increase download speed up-to 500%, resume broken/dead downloads, capture videos from YouTube, Metacafe, DailyMotion, Google Video or any other website and schedule downloads.
Xtreme Download Manager uses sophisticated dynamic segmentation algorithm,data compression and connection reuse to speed up the download process.
Xtreme Download Manager supports HTTP, HTTPS and FTP protocols, firewalls, proxy servers, file redirects, cookies, authorization etc.
XDM seamlessly integrates with Firefox on any operating system.
XDM also integrates with any other browser to handle downloads automatically using Advanced browser integration.
XDM also provides a built in YouTube downloader to download videos without any browser integration.
Xtreme Download Manager is entirely written in Java, so it runs on any Operating System without even being installed.
Highly portable. Runs on any O.S with Java SE 6. No need for installation.
এটি জাভা সফটওয়ার তাই এটি ব্যবহার করতে অবশ্যই জাভা রানটাইম থাকতে হবে। দাড়ান দাড়ান, জাভার নাম শুনে নাক সিটকানোর কোন কারনই নেই। এটি চালু হতে চোখের একটি পলকই যথেষ্ট :P। এর স্পিড আইডিএম এর কোন অংশে কম নয়। এটি আডিএম এর তুলনায় দ্রুত লিংক ক্যাপচার করতে পারে যা আমার সবচেয়ে ভাল লেগেছে।
সমস্যা সূমহঃ
১। স্পিড লিমিট করা যায় না। তবে ডাউনলোডের সময় ব্রাউজিং স্পিড তেমন কমেনা। যা আমার খুব ভাল লেগেছে।
২।জাভা রানটাইম ইন্সটল করা না থাকলে এটি ইন্সটল করা যায় না। আবার জাভা রানটাইমের সাইজ একটু বেশিই। এটি থুব প্রয়োজনিয় সফটওয়ার যা অবশ্যই প্রতি পিসিতে ইন্সটল করতে হয়, তাই এই সিমাবদ্ধতা মেনে নেয়াই যায়।
যার আমার প্যাচালি পড়ে মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন সফটওয়ার টি টেস্ট করার তারা এখানে ক্লিক করুন।
বিঃদ্রঃ পুর্বে আমার ব্লগে প্রকাশিত
আমি Joy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 380 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Chemistry (M.Sc)
daki try kore..
http://www.hugescript.com