অনেকদিন থেকে একটা টিউন করবো কিন্তু কেমন যেন সময় হয়ে ওঠে না। আজ একটু সময় নিয়ে বসে গেলাম Laptoper সামনে, শুধু আমার প্রিয় ভাই, বোনদের ছোট্ট একটা উফর দেব বলে।
যারা এই টিউনটা দেখবেন প্রতেকের দৃষ্টি আকর্ষণ সরুপ বলছি, এটা নিয়ে আগে টিউন হয়েছে কিনা আমি অবগত নই, তবে হয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারো ভাল লাগুক আর নাই লাগুক। অনুরোধ, বাজে মন্তব্য কেহ করবেন না।
আমরা যারা এখানে আছি আমাদের প্র্তাহিক একটা হিসাব নিকাশ আছে, কিন্তু আমরা চাই আমদের হিসাবটা একটু digital ভাবে রাখতে, আমাদেরই PC অথবা Laptope এ । তাই আপনাদের সাথে Cash And The City নামে একটা freeware software উপহার দিলাম।
আপনারা ব্যবহার করুন, আপনারই এটার মজা বুঝুন। সবার শুভ কামনায় শুধু আমি।
আমি zashid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা কীভাবে ব্যবহার করে বুঝতে পারলাম না …..একটা হিসেব করে বুঝিয়ে দিন…