যে ৫ টি ভুলের কারণে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার পড়ে যেতে পারে হুমকির মুখে

আসসালামু আলাইকুম, আশাকরি মহান সৃষ্টি কর্তার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমি আবারও নতুন আরেকটি টিউন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তাহলে চলুন আর দেরি না করে মূল টপিকে চলে যাই।

যে কোনো প্রজেক্ট কমপ্লিট করার জন্য একজন ম্যানেজার থাকে, মার্কেটর থাকে, ডেভেলপার থাকে এবং কাজটি কমপ্লিট করার জন্য Direct বা Indirect ভাবে আরো অনেক মানুষ জড়িত থাকে। কিন্তু একজন ফ্রিল্যান্সার নিজেই অর্ডার খুঁজে, নিজেই মার্কেটিং করে, নিজেই কমিউনিকেশন করে এবং সব শেষে কাজটিও সে নিজেকেই করতে হয়। একটা কাজ সম্পূর্ণ করার জন্য যেখানে একটি অফিসের ৬-৭ জন মানুষের প্রয়োজন হয় সেখানে একজন ফ্রিল্যান্সার এই ছয় থেকে সাত জনের কাজ একাই করতে হয়, তাই অন্যান্য যেকোনো পেশা থেকে ফ্রিল্যান্সিং পেশা টা অনেক বেশি চ্যালেঞ্জিং। ফ্রিল্যান্সিং শুধু চ্যালেঞ্জিং নয় অনেকের কিছু কিছু ভুলের কারণে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা একেবারেই নষ্ট হয়ে যেতে পারে। আপনাকেও ফ্রিল্যান্সিং শুরু করার আগে থেকে সতর্ক থাকতে হবে যেন এরকম ভুলগুলো আমরা না করে থাকি যার কারণে আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নষ্ট না হয় এরকম ৫ টি ভুল নিয়ে আলোচনা করব আজকের এই টিউনে।

১. ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে প্রথম ভুল: একটি স্কিল উপর কিছুটা দক্ষ হয়ে ইনকাম শুরু করা এবং পরবর্তীতে আর কোন স্কিলের উপর দক্ষতা অর্জন না করা

আমাদের মধ্যে অনেকেই আছে কোন কাজ সম্পূর্ণ ভাবে দক্ষ না হয়ে আর্নিং করতে চলে যায় এবং যদি শুরু হয়ে যায় তাহলে পরবর্তীতে মনে করি আর দক্ষতা অর্জন করে লাভ নেই আর্নিং যেহেতু হচ্ছে তাহলে আর্নিং করি। মনে করেন আপনি Off Page SEO শিখলেন, এখন আপনি শুধু Off Page SEO শিখেও কিন্তু আপনি মার্কেটে অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আপনি যদি Off Page Seo এর পাশাপাশি On Page Seo, Tachnical Seo শিখে নেয় তাহলে কিন্তু তার কাজ বেড়ে যাবে, কিন্তু অনেকেই এরকম একটি স্কিল শিখে আর্নিং শুরু করে এবং আর দক্ষ হওয়ার চিন্তা ভাবনা করে না, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার যত বেশি কাজের দক্ষতা থাকবে তত বেশি কাজ পাবেন, আর্নিং হবে। আপনাকে নতুন নতুন জিনিস শিখার চিন্তা ভাবনা করতে হবে। আপনাকে সময়ের সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে হবে।

২. ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে দ্বিতীয় ভুল: ঝামেলাহীনভাবে কাজ করুন, যাতে আপনার কাজে কোন সমস্যা সৃষ্টি না হয়

অনেকেই কাজ করার পাশাপাশি গান শুনে, গল্প করে, যেহেতু ফ্রিল্যান্সাররা প্রায় বেশিরভাগ বাড়িতে বসে কাজ করে তাই পরিবারের সাথে কথা বলে বলে ও কাজ করে অনেকেই এভাবে কাজ করলে আপনি সঠিক কাজ করতে পারবেন না। আপনাকে খুব মনোযোগী হয়ে নিখুঁত ভাবে কাজ করতে হবে, কিন্তু আপনি যদি গল্প করে করে কাজ করেন তাহলে আপনি আপনার মনোযোগ হারিয়ে ফেলবেন। আপনি যখন যেটি করবেন তখন সেটিকেই সম্পূর্ণ মূল্যায়ন করবেন যেমন- আপনি যদি গল্প করেন তাহলে শুধু গল্প করবেন কাজ নয়, আপনি যদি কাজ করেন তাহলে শুধু কাজ করবেন অন্য কোন দিকে যেন মনোযোগ না যায়। কাজ করার সময় মোবাইলে কল, চ্যাটিং, গ্রুপ কল ইত্যাদি করা যাবে না।

৩. ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে তৃতীয় ভুল: অর্ডার পাওয়ার পর সাথে সাথে কাজ কমপ্লিট করার চেষ্টা করা

ফ্রিল্যান্সার দের ক্ষেত্রে একটি ভুল হচ্ছে আমার বস আমি নিজেই। অনেকেই মনে করেন ফ্রিল্যান্সিং তো মুক্ত পেশা তাই আমার কাজ আমি কখন করব, আমি কখন কাজে বসব নাকি ঘুরতে যাব এটা সম্পূর্ণ আমার ইচ্ছে এ-কারণেই অনেক সময় অনেকেই সময়ের সঠিক ব্যবহার করতে পারে না। অনেকেই মনে করে একটা কাজ আমি এখন না করে পরে করব, কিন্তু আপনি কি নিশ্চিত যে কাজটি পরবর্তীতে আপনি করতে পারবেন, আপনি তো জানেন না যে পরে আপনি অসুস্থ হয়ে পড়বেন কি না, আপনি তো জানেন না যে পরে আপনার কোন অর্ডার আসবে কি না, আপনার টেকনিক্যাল কোন সমস্যা হবে কি না, আপনি এগুলো সম্পর্কে জানেন না তাই আপনার উচিত ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সবসময় সময়ের সঠিক ব্যবহার করা। আপনি যখন একটি অর্ডার নিবেন চেষ্টা করেন যত দ্রুত সম্ভব অর্ডার কমপ্লিট করার তাতে আপনি যদি পরবর্তীতে কোন অর্ডার পান তাহলে এটার জন্য আপনি অনেক বেশি সময় পাচ্ছেন এবং একজন ভায়ার কে যত বেশি দ্রুত সম্ভব তার অর্ডার কমপ্লিট করে দিলে ভায়ার খুশি হয়ে টিপস ও দেয় এসব বিবেচনা করে সময়কে মূল্য দিয়ে সঠিক সময় সঠিক কাজ কমপ্লিট করুন।

৪. ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে চতুর্থ ভুল: শুধু মার্কেটপ্লেসের উপর নির্ভরশীল থাকবেন না, মার্কেটপ্লেসের বাহিরে ও কিছু করুন

ফ্রিল্যান্সারদের একটা বড় সমস্যা হলো তারা যখন, Fiverr, Upwork এর মত মার্কেটপ্লেসে রেগুলার অনেক বড় বড় অর্ডার পায় তারা মনে করে এখানেই তো আমার ক্যারিয়ার সেট হয়ে গেল এভাবেই আমার লাইফ চলে যাবে, কিন্তু ফ্যাক্ট হলো তারা এভাবে আসলে সারা জীবন চালাতে পারবে না, তার গিগ, র‍্যাংক হারাবে আপওয়ার্কে তার একসময় এত বেশি ক্লায়েন্ট আসবে না তখন কিন্তু তার আর্নিং কমতে থাকবে তখন সে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করবে কারণ তার তো অর্ডার কমে যাচ্ছে আর্নিং কমে যাচ্ছে তার কোন রাস্তা নেই, তাই আপনারা শুরু থেকে মার্কেটপ্লেসে কাজ করছেন ভালো কথা, মার্কেটপ্লেস এর বাহিরে স্ট্রং একটি পোর্টফোলিও তৈরি করবেন যাতে আপনার মার্কেটপ্লেস থেকে অর্ডার আসুক বা নাই আসুক আপনি আপনার মার্কেটপ্লেস এর বাইরে থেকেও অর্ডার আনতে পারবেন এবং ভালো একটি আর্ন করতে পারবেন এরকম চিন্তাভাবনা আপনার মাথায় রাখতে হবে, আপনার যদি মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায় অথবা যেকোনো সমস্যা হয়ে যায় আপনার অ্যাকাউন্টে তাহলে কিন্তু আপনি মার্কেটপ্লেসের বাহিরে ও কাজ করতে পারছেন আপনাকে সমস্যা ফেস করতে হবে না।

৫. ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে পঞ্চম ভুল: শুধু ফ্রিল্যান্সিং এর উপর নির্ভরশীল থাকলে চলবে না পাশাপাশি ফ্রিল্যান্সিং কে ব্যবসায় পরিণত করতে হবে

ফ্রিল্যান্সিং যারা করে তাদের ক্ষেত্রে একটা সমস্যা তারা মনে করে যে আমি মনে হয় লাইফ টাইম ফ্রিল্যান্সিং করতে পারব এবং এভাবেই মনে লাইফ কাটিয়ে দিতে পারব এটা কিন্তু সম্ভব না কারণ আপনি একবার ভেনে দেখুন আপনি এখন যে সময় দিতে পারছেন আপনার কাজের জন্য ভবিষ্যতে কিন্তু আপনি এত সময় না দিতে ও পারেন, আপনার ধৈর্য থাকবে না, আপনার তেমন একটা মনোযোগ থাকবে, আপনার বডি আগের মতো কাজ করবে না এরকম নানান সমস্যা হতে পারে যার কারণে আপনি বর্তমানের তুলনায় ভবিষ্যতে কাজের সময় কমিয়ে নিতে হবে, এখন কথা হলো আপনি যদি সময় দেওয়া কমিয়ে নেন তাহলে আপনার কাজ কমে যাবে আর যদি আপনার কাজ কমে যায় তাহলে আপনার আর্নিং কমে যাবে। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে শুধু ফ্রিল্যান্সিং করলেই আমার হবে না পাশাপাশি অন্য কিছু করতে হবে যেমন- আপনি যে ফ্রিল্যান্সিং করছেন এটাকে ব্যবসায় পরিণত করেন, আপনি কাজ করার জন্য একটি ভালো টিম তৈরি করতে পারেন।

ফ্রিল্যান্সিং একটি সুন্দর পেশা, এই পেশায় নিজের স্বাধীন মতো কাজ করা যায় কিন্তু নিজের স্বাধীন মতো কাজ করতে গিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যেন ক্ষতি না হয়ে সে দিকে খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের টিউনে আমি যে ৫ টি সমস্যার কথা নিয়ে আলোচনা করেছি আশাকরি এই সমস্যা গুলো থেকে দূরে থাকবেন। ফ্রিল্যান্সিং করতে হলে সব কিছু মেইনটেইন দিয়ে ফ্রিল্যান্সিং করতে হবে, আপনার কোন একটি ভুলের কারণে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে।

আশাকরি আজকের এই টিউন আপনাদের ভালো লেগেছে, সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন আরেকটি টিউন নিয়ে নতুন কোন টপকে ভালো থাকুন সবাই খোদা হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস