জেনে নিন ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করবেন যেভাবে

বিসমিল্লাহির রহমানির রাহিম, আশাকরি মহান সৃষ্টি কর্তার রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমি আবারও নতুন আরেকটি টিউন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই।

যেভাবে আপনিও একজন ফ্রিল্যান্সার হবেন

Freelancer কিন্তু দুই ভাবে তৈরি হয়, অনেকেই আছে Youtube ভিডিও দেখে অথবা অনলাইন বিভিন্ন সোর্সের হেল্প নিয়ে তারা Freelancer হয়ে যাচ্ছে, তবে এর সসংখ্যা কিন্তু খুবই কম সেটা হতে পারে ১℅ থেকে ২℅। বেশিরভাগ মানুষকে ফ্রিল্যান্সার হতে হলে হেল্প নিতে হয় এটা ফিজিক্যাল ভাবে হেল্প নিতে হয় যেমন অনেকেই আছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কোর্স করে ফ্রিল্যান্সার হতে হয়। ফ্রিল্যান্সিং এ অনেক গুলো ধাপ রয়েছে তার মধ্যে আপনাকে অবশ্যই কোন একটা বিষয়ে দক্ষ হতে হবে যেমন- হতে পারে ডিজিটাল মার্কেটিং, হতে পারে SEO, হতে পারে গ্রাফিক্স ডিজাইনার অথবা ওয়েব ডিজাইনার। কোন একটা বিষয়ে অবশ্যই আপনাকে Expert হতে হবে।

মার্কেটপ্লেস সম্পর্কে কিছু ধারণা

আপনাকে মার্কেটপ্লেস থেকে কাজ নিতে হবে। মনে করুন আপনি গ্রাফিক্স ডিজাইন ভালো জানেন আপনি ইউটিউবে ভিডিও দেখে দেখে অনেক ভালো গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেছেন কিন্তু আপনাকে তো মার্কেটপ্লেস থেকে কাজ নিতে হবে, মার্কেটপ্লেস বলতে Unwork, Fiverr, Freelancer.com, Guru এরকম সাইট থেকেই আপনাকে কাজ নিতে হবে। এখানে কিন্তু ভায়ার কাজ দিবে তাদের সাথে কথা বলে এবং কাজের Example দেখিয়ে আপনাকে কাজ নিয়ে আসতে হবে। এখানে তাদের সাথে মিটিং অথবা চ্যাট করেন না কেন আপনাকে ইংলিশে করতে হবে।

এখানে আরো কিছু বিষয় রয়েছে যে আপনি কাজ করে যে টাকা নিয়ে আসবেন সেটা কীভাবে নিয়ে আসবেন কোন মাধ্যমে নিয়ে আসবেন, যাদের খুব ভালো মেধা আছে তারা আসলে অনলাইনে ঘাঁটাঘাঁটি করেই টাকা হাতে নিয়ে আসতে পারে, আর যারা এত কিছু বুঝে না তাদের কে আসলে বিভিন্ন প্রতিষ্ঠানের সাহায্য নিতে হয়, যেখানে ফিজিক্যালি একদম হাতে কলমে শিখায়, তবে ফিজিক্যালি শিখলে আপনার একটা সুবিধা আছে আর সেটা হলো আপনি যেকোনো সমস্যার সম্মুখীন হলে তাদেরকে প্রশ্ন করে উত্তর নিতে পারবেন। এই বিষয়ে অনেক ছোট ছোট বিষয়ে অনেক প্রশ্ন থাকতেই পারে তাদের কে যেকোনো প্রশ্ন করেই আপনি আপনার উত্তর জানতে পারবেন।

ইউটিউব দেখে যেভাবে একজন ফ্রিল্যান্সার হবেন

ফ্রিল্যান্সার হওয়ার জন্য প্রথমে আপনাকে যেকোনো একটি বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে হবে। মনে করুন আপনার ভালো লাগে Graphics design, Web design, SEO এরকম কিছু হতে হলে আপনি কোন একটি ভালো প্রতিষ্ঠান থেকে শিখে নিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে আপনার মেধা একটু Advanced লেভেলে রয়েছে তাহলে আপনি ইউটিউব থেকেও ভালো ভালো ভিডিও দেখে ফ্রিল্যান্সিং শিখতে পারেন, তার আগে আপনাকে ভালোভাবে ভেবে নিতে হবে যে আপনি কোন স্কিল নিয়ে কাজ করতে চান।

আপনি যদি ইউটিউবে গিয়েছে একবার সার্চ করেন Graphics Design আবার সার্চ করলেন Web Design আবার সার্চ করলেন SEO তাহলে সব আপনার মাথার উপর দিয়ে যাবে কোন স্কিলের উপর আপনি দক্ষ হতে পারবেন না তাই আগে কোন একটি বিষয় সিলেক্ট করুন তারপর আপনি ইউটিউবে সার্চ করে ভিডিও দেখে দেখে ফ্রিল্যান্সার হতে পারবেন।

বর্তমান এই সময়ে বেশিরভাগ শিক্ষিত মানুষ বেকার, কোন চাকরি অথবা কাজ না পেয়ে বেকারত্বের বুঝা তার কাঁধে। ভবিষ্যতে কি হবে? তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা। সেই দুশ্চিন্তা কাটাতে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে আপনি বেছে নিতে পারেন ফ্রিল্যান্সিং। যেখানে আপনি পড়া-লেখা করেছেন এত বছর থেকে, সেখানে আপনি বেকার কিন্তু ফ্রিল্যান্সিং এর পেছনে একটু সময় ব্যয় করে কোন একটি স্কিলের উপর দক্ষতা অর্জন করে আপনার ভবিষ্যৎ কে আলোকিত করে নিতে পারেন। আজকের এই টিউন থেকে ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা পেয়ে যাবেন, আশাকরি যারা ফ্রিল্যান্সিং করতে চান আজকের এই টিউন তাদের অনেক বেশি উপকারী।

আজকের মতো এখানেই শেষ করলাম, আবারও নতুন কোন টিউনে নতুন কোন টপিক নিয়ে আলোচনা করব, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় বিদায় নিলাম খোদা হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস