একটা সময় ছিল যখন ফ্রিল্যান্সিং শব্দটা শুনলেই মনে আসত দূরের কোথাও বসে কম্পিউটারে মাউসে ক্লিক-ক্লিক করা এক উদ্ভট জীবনযাপন। কিন্তু আজ? ফ্রিল্যান্সিং আর কোনো উদ্ভট জীবনযাপন নয়, এটা একটা স্বাধীনতা, নমনীয়তা আর সীমাহীন আয়ের এক সুবর্ণচৌকাঠ।
বর্তমানে যুগ বদলেছে, চাকরির বাজার বদলেছে, আর বদলেছে আমাদের চাওয়া-পাওয়াও। আজকালকার তরুণরা চায় স্বাধীনভাবে কাজ করার সুযোগ, নিজের মতো করে সময় বের করে কাজ করার ক্ষমতা, আর সারা পৃথিবীকে কাজের মাঠ হিসেবে দেখার স্বপ্ন। আর এই স্বপ্ন পূরণের সবচেয়ে কার্যকরী অস্ত্র হিসেবে আবির্ভূত হয়েছে ফ্রিল্যান্সিং।
কিন্তু ফ্রিল্যান্সিং এর জগতটা কি সত্যিই স্বপ্নের মতো সহজ? কোন কাজ শিখব? কীভাবে শুরু করব? কোন কাজের চাহিদা বেশি? এই প্রশ্নগুলোই হয়তো প্রতিটি আগ্রহী মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আজ টেকটিউনসের এই টিউনে আমি আপনাকে ফ্রিল্যান্সিং এর রহস্যময় জগতে হাত ধরে নিয়ে যাব। আমি দেখাব কোন কাজগুলো আপনার জন্য উপযুক্ত, কীভাবে সেগুলো শিখবেন, আর কীভাবে নিজের ক্যারিয়ার গড়ে তুলবেন। তাই তৈরি থাকুন, স্বাধীনতার স্বপ্ন বাস্তব করার এক উত্তেজনাপূর্ণ যাত্রায়!
ফ্রিল্যান্সিং অবশ্যয় বর্তমানে একটি দ্রুত বর্ধনশীল শিল্প। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করছে। ফ্রিল্যান্সিং করার জন্য এর বিশাল ক্যানভাসে বিচিত্র রকমের কাজের রং রয়েছে। কোন রঙ লাগাবেন, কোন তুলি ধরবেন, তা নিয়ে আপনার মধ্যে কিছুটা বিভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক।
আপনি ওয়েবসাইট তৈরি থেকে গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং থেকে ডিজিটাল মার্কেটিং সব ধরনের কাজই এখানে করতে পারবেন। এক কথাই, আপনার যোগ্যতা আপনাকে যেই রাস্তাই নিয়ে গিয়েছে, সেই কাজটাই আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে করতে পারবেন। ফ্রিল্যান্সিং এর জগতে অনেকগুলি ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। তবে এর মধ্যে কিছু জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ হলঃ
এই কাজগুলর মধ্যে আপনার জন্য কোন ফ্রিল্যান্সিং কাজটি উপযুক্ত তা নির্ধারণ করা কঠিন হতে পারে। তবে আপনার আগ্রহ, দক্ষতা, এবং সময়ের উপর বিবেচনা করে আপনাকেই আপনার জন্য সবচেয়ে ভাল কাজটি আলাদা হবে।
আপনি যদি প্রযুক্তিতে আগ্রহী হন, তাহলে আপনি প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন, বা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি সৃজনশীল হন, তাহলে আপনি গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন, বা কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি ব্যবসায়িক দক্ষতায় আগ্রহী হন, তাহলে আপনি মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ করতে পারেন।
ফ্রিল্যান্সিং-এ কোন কাজটি শিখব - এ প্রশ্নের উত্তর কিন্তু গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্রেও নেই। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একমাত্র আপনার নিজের ভেতরেই। আপনি কি গ্রাফিক ডিজাইনের জাদুকর হতে চান, নাকি ক্যামেরার ফোকাসে জীবনের কাহিনী ধরতে চান? কোডিং-এর জটিলতা কি আপনাকে উত্তেজিত করে, নাকি রবীন্দ্রনাথ বা কাজী নজরুল-এর মত শব্দের ঝংকারে সুর তৈরি করতে চান? ফ্রিল্যান্সিং এর কাজসমূহ-এর অন্তহীন সম্ভাবনা আপনার অপেক্ষায় রয়েছে।
কিন্তু কেবল ইচ্ছা থাকলেই হবে না। ফ্রিল্যান্সিং-এ কোন কাজটি কীভাবে শিখব - এ প্রশ্নের উত্তর খুঁজতে হবে। অনলাইন কোর্স থেকে ইউটিউব টিউটোরিয়াল - শেখার পথ অগণিত। গুরুত্বপূর্ণ হল, কৌতূহলকেই আপনার শিক্ষক বানানো। প্রতিটি কাজেরই প্রথম পথ চেষ্টা, ভুল, এবং আবার চেষ্টা। তাই, কোন কাজটি আপনার জন্য উপযুক্ত তা বের করতে চোখটা বন্ধ করুন, ভাবুন কোন কাজে আপনার ভালবাসা নিবিড়। তবে বর্তমান প্রাহ্মাপটের অপর বিবেচনা করে উপরের লিস্টে রাখা ৮টি জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজের কথা মাথাই রাখতে পারেন।
ফ্রিল্যান্সিং-এ কোন কাজের চাহিদা বেশি - এটাও কিন্তু বিবেচনার বিষয়। তবে এই বিষয়ে আমি বর্তমান প্রাহ্মাপটের অপর বিবেচনা করে এতিমধ্যে একটি লিস্ট উপরে দিয়েছি। কিন্ত মনে রাখবেন, জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন কাজগুল সবসময় আপনার কাজের মনের মাপকাঠি হবে না। আপনি যদি ভিডিও এডিটিং-এর দহ্ম হন, তবে সেই ক্ষেত্রেও সফলতার দুয়ার খোলা আছে। তাই নিজেকে আকজন ফ্রিল্যান্সার হিসাবে গড়ে তুলতে, সবার আগে নিজেকে চিনুন, নিজেকে সময় দিন। আপনি কি এবং আপনি কি চান তা ভেবে বের করুন।
আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তাহলে প্রথমেই আপনার কাজের দহ্মতার অপর একটি ভালো পোর্টফোলিও তৈরি করুন। তারপর আপনার কাজের নমুনাগুলো আপনার পোর্টফোলিওতে যুক্ত করুন। এতে করে দেশি এবং বিদেশি বিভিন্ন ক্লায়েন্টরা আপনার কাজের মান সম্পর্কে জানতে পারবেন।
এরপরই, বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলুন এবং কাজের জন্য বিড করুন। আপনার কাজের মান এবং যোগাযোগ দক্ষতা ভালো হলে আপনি ভালো ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।
নিচে কিছু জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের নাম দেওয়া হল:
আপনি আপনার আগ্রহ এবং দক্ষতার উপর নির্ভর করে যেকোনো একটি মার্কেটপ্লেসেই কাজ করতে পারেন।
আপনি যদি ফ্রিল্যান্সিং এর জন্য কোন কাজ শিখতে চান, তাহলে উপরে উল্লেখিত কাজগুলোর মধ্যে যেকোনো একটি কাজ আপনার আগ্রহ এবং দক্ষতার উপর নির্ভর করে বেছে নিতে পারেন। এই কাজগুলোর চাহিদা সবসময়ই বেশি থাকে। তবে ফ্রিল্যান্সিং এর জন্য যেকোনো কাজ শেখার আগে নিজের প্রতিভা খুঁজে বের করুন। উপরে উল্লেখিত কাজগুলোই যে আপনাকে করতে হবে তার কোন কথা নয়।
আপনি আপনার আগ্রহ এবং দক্ষতার বঝার চেষ্টা করুন। যেই কাজে আপনার আগ্রহ বেশি সেই কাজে মননিবেশ করুন। হোকনা সেটা, গ্রাফিক্স ডিজাইন নয়তোবা ভিডিও এডিটিং আর না হয় ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট। যেই কাজেই আপনার আগ্রহ বেশি সেই কাজ দিয়েই আপনার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করুন। আপনার কাজের মান এবং যোগাযোগ দক্ষতা ভালো হলেই আপনি ভালো ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিতো করতে পারবেন।
আজকে তাহলে বিদায় নিচ্ছি! আশাকরি এই টিউনটি আপনার জন্য সহায়ক হবে। ধন্যবাদ!
আমি এম আর শাকিল। ৩য় সেমিস্টার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির নতুন নতুন বিষয়াদি জানতে ও শিখতে আমার ভালো লাগে। যেটুকু শিখতে পারি তা অন্যদের সাথে শেয়ার করতেও ভালো লাগে। তাই আমি নিয়মিত প্রযুক্তি বিষয়ক ব্লগ টেকটিউনসে লেখালেখি করি। আমার লেখালেখির উদ্দেশ্য হলো প্রযুক্তির প্রতি মানুষের আগ্রহ ও জ্ঞান বৃদ্ধি করা। আশা করি আমার লেখাগুলো আপনাদের প্রযুক্তি সম্পর্কে নতুন কিছু...