অনলাইনে আমার আয় ( দ্বিতীয়বার) এবং কিছু অভিযোগ ( দুঃখের )

আমার মতো অনেকেই একবুক আশা নিয়ে অনলাইনে ইনকাম করতে চাই। তারা প্রবল উৎসাহ নিয়ে আসে এবং তার চাইতে বেশি হতাশ হয়ে প্রস্থান করে। তাদের ধারনা হইয়ে যাই অনলাইন ইনকাম জিনিশটা হই ভুয়া নয়ত অনেক বেশি যারা জানে তাদের জন্য। আমার মতো ছা পোষারা শুধু অন্যদের আনন্দে শামিল হইতে পারে । নিজের আনন্দ অন্যদের সাথে বাটতে পারে না । সেইসব ভাইদের উৎসাহ দেওয়ার জন্যই আজকে আমার টিউন ।

আমিও আপনাদের মতই একজন ( যারা নিম্ন শ্রেনির টিউনার তাদের কথা বলছি ) । আমি ২ বচ্ছর আগেও জানতাম না কম্পিউটার জিনশটা কি । আমার প্রতিটা বন্ধুর ঘরে কম্পিউটার থাক্লেও আমি কখন ধরে দেখি নাই । আমি সাইবার কাফে তে গিয়ে নেট ব্রাউজ করতাম । কেও জানত না আমি কম্পিউটার কিছুটা হইলেও বুযতে পারি । ( কার থেকে কিছু চাইতাম না মনে হত যদি হাসির পাত্র হইয়ে যাই ) । যাই হোক এইসব প্যাঁচাল বাদ দেই । আমি কি করসি না করসি এইগুলা পড়ার জন্য নিশ্চয়ই আপনারা এইখানে আসেন নাই ।

যারা অনলাইনে ইনকাম করতে চাচ্ছেন কিন্তু পারতেসেন না তাদের জন্য আজকে একটা সাইট আমি বলবো । ১০০% গ্যারান্টিলা সাইট । মাইক্র সাইট গুলুর মতো । এই সাইট এ অনেক কাজ আছে জা আপনি সারাদিন বসে করলেও শেষ হবে না । আমি নিচে দিলাম

সাইটের নামhttp://www.shorttask.com

কাজের ধরন ঃ মাইক্র সাইট গুলুর মতো ( facebook signup, google +1 vote , download , bookmarking , review writting, sign up , youtube sign up, like click , youtube subscription etc.)

কাজগুলু কেমন ঃ একজন স্টারটার এর জন্য একদম সহজ কাজ ।

কিভাবে হবে ঃ আপনি কাজ গ্রহন করার পর আপনার সময় সুরু হবে এবং নির্দিষ্ট সময় এর মধ্য কাজতি শেষ করতে হবে । নইত বাতিল বলে গণ্য হবে । ( টিপসসঃ আগে কাজটি শেষ করুন তারপর সাবমিট করুন )

আয় এর ধরন ঃ আপনি এইখানে .০১ সেন্ট থেকে শুরু করে ২ ডলার পর্যন্ত কাজ পাবেন । প্রতিদিন আপনি ১ ঘন্তা সময় বের করে কাজ করুন দেখবেন পনেরদিন এর মাথাই আপনি আপনার কাঙ্কখিত লক্ষ্য যেতে পারবেন ।( আমার গাফলতির জন্য আমার থেকে ২৫ দিন সময় লেগেছে )

পেমেন্ত মেথড ঃ পেপাল এর মাধ্যমে আপনি আপনার আয় বুঝে নিবেন । ১০ ডলার হতে হবে । ইনস্ট্যান্ট পেমেন্ট । পেপাল ভেরিফায় হইতে হবে না ।

সুবিধা ঃ মাইক্র সাইট গুলুর থেকে এর একটি আলাদা ব্যাপার আছে। তাহল এর কোন সাকসেস রেশিও নাই । তাই কাজে ভুল হলেও কুনো পানিশমেন্ট নাই ।

অসুবিধাঃ এখনো পাই নাই পাইলে আমাকে বলবেন ।

রেজিস্ট্রেশান পদ্ধতিঃ এই সাইট টিতে রেজঃ করার সময় আপনারা দেখবেন লেখা আছে SOLVER / SEEKER . যারা কাজ করতে চান তারা SOLVER এ ক্লিক করে রেজঃ করুন । SEEKER অপশন টি যারা কাজ জমা দিতে চাই তাদের জন্য ।

আসবে এমন ঃ

রেজিস্ট্রেশন এর পর লগ ইন করবেন ।এবং তখন চিত্র দেখবেন

দেখুন প্রথম পেজেই আপনার ব্যাল্যান্স দেখচ্ছে ।

কাজ করার জন্য ক্লিক করুন TASK >ALL TASKS. তারপর চিত্র টা হবে এমন

খেয়াল করুন উপরে কাজ এর পরিমান ৪০০ এর উপরে দেখাচ্ছে ।এতগুলু কাজ করতে কতদিন লাগবে একবার চিন্তা করুন !!!!!

আপনি আপনার কাজ করার পর কাজ গুলু বাতিল / ঝুলিয়ে রেখেছে কিনা / গ্রহন হইয়েছে কিনা দেখতে চাইলে ক্লিক করুন YOUR ACCOUNT > DASHBOARD

আমার পেমেন্ট প্রুফ । রিকুএসট পাঠানো হইয়েছিল ১৩ তারিখ । আমি ১৪ তারিখে পেয়েছি

*** আশা করি নতুন রা কিছু টা হলেও আয় করতে পারবেন । সবার আগে ধৈর্য শিল হতে হবে । আমরা অল্পতেই ভেঙ্গে পড়ি । তাই ধৈর্য নিয়ে কাজ করবেন । প্রথম দিকে কিছু কাজ বাতিল হলেও ধৈর্য হারাবেন না । এইটা নতুনদের প্রতি আমার অনুরধ। ধন্যবাদ ***

<p>এখন আমার অভিযোগঃ

গত কিছুদিন ধরে টেক টিউনস এ ঢুকতে নানা রকম কসরত করতে হচ্ছে । আমার অন্য বন্ধুরাও অনেক বিরক্ত । এই বেপারে কি কুনো রকম পদক্ষেপ আপানারা নিবেন ? ( এই টিউন টি করতে আমার একদিন সময় লাগছে )

টেক টিউন আমি অনেক বেশি পচ্ছন্দ করি বলেই আমি যখন নেট এ থাকি তখন একটি ট্যাব এ টেক টিউন সরবদা ওপেন থাকে । যাতে কিছুই মিস না করি । আমি শুধু টেক টিউন থেকে নিয়েছি । কিছু দেওয়ার তাগিদ থেকে এবং অন্যদের সাথে কিছু শেয়ার করতে ভালো লাগার এই বদভ্যাস এর কারনে টিউন করতে শুরু করি । আমি জানি না আমার টিউন গুলু এইখানের উপযুক্ত কিনা । তারপরও সাহস সঞ্চয় করি এবং করে ফেলি । যখন দেখি সেই টিউন টাই কোন কারন ছাড়া পেন্দিং করে দেওয়া হই তখন খুবই খারাপ লাগে । কিছুদিন আগে " এইটি একটি স্বস্তা এবং ফালতু টিউন " নামে টিউন করেছিলাম । সেইখানে ছিল কিভাবে জিমেইল এর ব্যাকগ্রাউনড পরিবরতন করবো তার ছোটো একটি টিপস । জানি এইটি খুবই সহজ টিউন । অন্যদের মতো এত ভারি কিছু না । কিন্তু আমি একদিনেই হাসান যোবায়ের ,প্রবাসি ভাই , নাবিল ভাই এর মতো হইতে পারবো না তাই না । টিউন টা বাদ হইয়ে যাওয়ার কারন টা জানাইলে নিজের অশান্ত মন কে শান্ত করতে পারব । নতুনদের টিউন করতে উৎসাহিত করার জন্য যখন অন্য ব্লগ গুলুতে নানারকম পদক্ষেপ নেওয়া হই তখন কেন আমার প্রিয় টেক টিউন নিরুতসাহিত করতে উঠেপড়ে লাগছে তা আমার মোটা মাথাই ঢুকে না । প্রিয় এডমিনরা জবাব পাব কি ??????????? ( অপেক্ষাই রইলাম )

Level 0

আমি মাহমুদ শরফুদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 203 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

''সহজতার মনোভাব আমরা প্রকৃতি থেকে শিখে নেই। তবে এমনই কপাল খারাপ যে আমরা সবসময় তা এড়িয়ে চলি...!!!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনসের উপর নাকি ডিডস এটাক হয়েছিল। এজন্য সম্ভাবত সমস্যা হয়েছিল।

আপনি যদি PageRank ওয়ালা সাইটে ব্লগ/লিংক পোস্টিংয়ের কাজগুলো করতে চান তবে যোগাযোগ করতে পারেন। আমার কাছে একাধিক PR2 সাইট আছে।

    @বাবর: বাবর ভাই আমার লাগবে । আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে ?

জিমেইল এর ব্যকরাউন্ড পরিবর্তনের টিউনের শিরোনাম নিশ্চই ” এইটি একটি স্বস্তা এবং ফালতু টিউন ” এরকম হতে পারে না। আপনার টিউনটি স্থগিত করা হয়েছে শুধুমাত্র আপনার শিরোনামের কারণে। আপনি আপনার টিউনটির শিরোনাম “জেনে নিন কিভাবে জিমেইল এর ব্যকরাউন্ড পরিবর্তন করবেন” বা এরকম কিছু দিতে পারতেন। টিউনের বিষয়বস্তুর উপর ভিত্তি করে শিরোনাম নির্বাচন করুন।
পরবর্তিতে টেকটিউন সংক্রান্ত যেকোন পরামর্শ কিংবা অভিযোগ জানাতে দয়া করে টেকটিউনস ডেস্ক কে বলুন।
ভাল থাকুন। ধন্যবাদ। – এঞ্জেল মডারেটর

অসংখ্য ধন্যবাদ আপনাকে সাইটটির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমার মত অনেক নতুনদের খুব কাজে লাগবে।

Level 0

নতুন সাইট নতুন কাজ এর সাথে পরিচিত হলাম ধন্যবাদ।

    @Joy: ধন্যবাদ ভাই । কাজ করুন , ধৈর্য ধরুন

Vai, asar shonchy hoilo. Ami akjon oboj. Shobkicui derite buji. Somoy pele ‘paypal account’ open shomporke bolben (don’t like to say please because tune ti valo legecey).
Besei bole fellam na to ?

    @parvez babu: ভাই অবুয এর মতো কাজ করতে থাকেন । সফল হবেন । আমি নিজে আপনার চাইতে অনেক বেশি অবুঝ। সাহস দিতে পেরে ভালো লাগছে

Level 0

সাইটটিতে কাজ করেছিলাম,, র‌্যাপিড ওয়ার্কার্সের মতই। ভাল সাইট, তবে একটাই প্রবলেম.. পেপাল.. আগে আনভেরিফায়েড একাউন্ট থেকে ডলার সেন্ড করা যেত, কিন্তু এখন পেপাল অনেক কঠিন হয়ে গেছে.. ডলার আসার সাথে সাথে একাউন্ট লক করে দেয়। আমার ভেরিফাই একাউন্ট তবুও ২০০ ডলার সহ একাউনট লক হয়ে গেছে 🙁

সাইফুল ভাই বুঝলাম । অই শিরনামটা দেওয়ার একমাত্র কারন ছিল টিউনটা ছিল খুবই সহজ । অনেকেই এইসব টিউন পচ্ছন্দ করে না । শুধু এই কথাটা ভেবেই শিরনামটা ছিল । যাই হোক আমি শিরোনাম পরিবরতন করে দিচ্ছি । আর এই ব্যাপারটা আমাকে জানালেই তো হত । যাই হোক ভালবাসি টেক টিউন কে । ভালবাসি সাইফুল ভাইকে । হা হা হা হা হা হা

M H BULBUL ভাই আমার কি হই কে জানে ? সাইট টি থেকে আরও ১৫ ডলার আজকে পাঠাইছি আবার । আশা করি কালকের মধ্যই পেয়ে যাব। কিন্তু আমার একাউনট আনভেরিফাইড । বাবস্থা নিতেসি খারান ।

বাবর ভাই আমার লাগবে । আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে ?

Level 0

accha shuvo bhai bangladesh a to pay pal account chole na…to ame kemne taka ta amar bangladesh er account a anbo…..aktu bolben ki…

Level 0

paypal to bd e approve kore na apnara tk pan kamne?

c Grade 1st Class Tune

    @রাজিব: ভাই কি করলেন প্রসংসা করলেন নাকি বাঁশ দিলেন । যাই দেন ধন্যবাদ । হা হা হা হা হা

Level 0

টিউন্টা সবচেয়ে ভাল লাগলো যে কারনে, সেটা হল কোন রেফারেল লিংক নেই । কেননা আজ পর্যন্ত এ রক যত টিউন দেখেছি তার বেশির ভাগই ছিল রেফারেলের উদ্দেশে । এটা কি alertpay সাপোর্ট করে ।

    @sbn5233: থেঙ্কু থেঙ্কু । মাইক্রো ওয়ার্কার্স এ বেশ কিছু দিন ধরে এমন ফালতু ফালতু কাজ আসতেসে যে করতেই পারতেসি না । অনেকের সাথেই কথা বলসি কেও এই কাজ গুলু সঠিক ভাবে করতেই পারে না । আর Pr site এর কাজ গুলু ধরতেই পারি না । আপনি পারেন । পারলে একটু আওয়াজ দেন। আপনার সাথে তাইলে মিটিং আছে ।

      @mahmud shuvro: না রে ভাই alertpay support করে না । পেপাল লাগবেই । তবে আনভেরিফায়ড হইলেও টাকা পাবেন । আমারটা আনভেরিফায়ড ।

Level 0

microworkers এ সব কাজ পাওয়ার জন্য কি করতে হবে

Level 0

asolei…….tk jodi per e kora na jay taile kam kore lav ase?

    @anik_aiub: ভাই বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না । তাই বলে কি আয় করা বন্ধ করে দিবে । ওরা টাকা ঠিকই দিবে । আপনাকে একটু সিস্টেম করতে হবে আর কি । আপনি পেপাল এর ডলার দিয়ে চাইলে মোবাইলে আনতে পারেন আবার চাইলে ডোমেইন কিনতে পারেন অথবা পাঠাইতে পারেন অন্য কোন ভেরিফাইড করা একাউনট এ । ধন্যবাদ টিউন টি পড়ার জন্য ।

Level 0

জটিল Mahamud Vy……

ভায় অনেক সাইত এ গিয়ে দেখেছি এটা যে ভাল সাইট তাঁর কি গেরান্টি আছে একটু বলবেন কী?
আমি ছোট একটা ওয়েব সাইট তৈরি করেছি আপনাদের নিমন্ত্রন রইল।
http://www.aponahmed.com

আমাদের লক্ষ্য বাংলাকে বিশ্ব দরবারে পৌছে দিতে,

আমাদের লক্ষ্য বাংলাকে বিশ্বের সামনে তুলে ধরতে,

আমরা আছি……

আপনিও পাশে থাকুন……

Level 0

@ mahmud shuvro vai paypal theke tk par kortew to card no chay ……eita pabo koi? r kivabe par korbo eta bolle ektu vlo hoy…….

ভাইয়া খুব ভাল লাগল।আজকে shorttask.com এ একটা কাজ করলাম।approve ও হয়েছে।তাই খুব ভাল লাগছে।কিন্তু ভাইয়া আমরা যারা নতুন তারা কিভাবে টাকা তুলব, তা আসলেই জানিনা।টাকা তোলার প্রক্রিয়াটি জানালে কিংবা এ নিয়ে আরেকটি টিউন লিখলে আমরা নতুনরা খুব উপকৃত হব।আরও একবার আপনাকে ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

Level 0

ভাই আপনার টিউনটি সুন্দর।কিন্তু এখানে কিছু কাজ আছে যা কিভাবে করতে হয় তা বুঝা যায় না। আপনি যদি এই কাজগুলোর একটু আলোকপাত করেন তবে ভাল হয়। যেমন বুকমার্ক। আপনি যদি এ কাজগুলো একটু বিস্তারিত বলেন তো ভাল হয়।

Level 0

Say good side.Good luck.

@ansarppp: মিয়া ফাইজলামি করার আর জায়গ পাননা নাকি! আপনি নিজে ব্যবহার করতেছেন Clicksor এর এড আবার মানুষকে বলতেছেন এডসেন্স একাউন্ট করে দিবেন! :@