আমার মতো অনেকেই একবুক আশা নিয়ে অনলাইনে ইনকাম করতে চাই। তারা প্রবল উৎসাহ নিয়ে আসে এবং তার চাইতে বেশি হতাশ হয়ে প্রস্থান করে। তাদের ধারনা হইয়ে যাই অনলাইন ইনকাম জিনিশটা হই ভুয়া নয়ত অনেক বেশি যারা জানে তাদের জন্য। আমার মতো ছা পোষারা শুধু অন্যদের আনন্দে শামিল হইতে পারে । নিজের আনন্দ অন্যদের সাথে বাটতে পারে না । সেইসব ভাইদের উৎসাহ দেওয়ার জন্যই আজকে আমার টিউন ।
আমিও আপনাদের মতই একজন ( যারা নিম্ন শ্রেনির টিউনার তাদের কথা বলছি ) । আমি ২ বচ্ছর আগেও জানতাম না কম্পিউটার জিনশটা কি । আমার প্রতিটা বন্ধুর ঘরে কম্পিউটার থাক্লেও আমি কখন ধরে দেখি নাই । আমি সাইবার কাফে তে গিয়ে নেট ব্রাউজ করতাম । কেও জানত না আমি কম্পিউটার কিছুটা হইলেও বুযতে পারি । ( কার থেকে কিছু চাইতাম না মনে হত যদি হাসির পাত্র হইয়ে যাই ) । যাই হোক এইসব প্যাঁচাল বাদ দেই । আমি কি করসি না করসি এইগুলা পড়ার জন্য নিশ্চয়ই আপনারা এইখানে আসেন নাই ।
যারা অনলাইনে ইনকাম করতে চাচ্ছেন কিন্তু পারতেসেন না তাদের জন্য আজকে একটা সাইট আমি বলবো । ১০০% গ্যারান্টিলা সাইট । মাইক্র সাইট গুলুর মতো । এই সাইট এ অনেক কাজ আছে জা আপনি সারাদিন বসে করলেও শেষ হবে না । আমি নিচে দিলাম
সাইটের নাম ঃ http://www.shorttask.com
কাজের ধরন ঃ মাইক্র সাইট গুলুর মতো ( facebook signup, google +1 vote , download , bookmarking , review writting, sign up , youtube sign up, like click , youtube subscription etc.)
কাজগুলু কেমন ঃ একজন স্টারটার এর জন্য একদম সহজ কাজ ।
কিভাবে হবে ঃ আপনি কাজ গ্রহন করার পর আপনার সময় সুরু হবে এবং নির্দিষ্ট সময় এর মধ্য কাজতি শেষ করতে হবে । নইত বাতিল বলে গণ্য হবে । ( টিপসসঃ আগে কাজটি শেষ করুন তারপর সাবমিট করুন )
আয় এর ধরন ঃ আপনি এইখানে .০১ সেন্ট থেকে শুরু করে ২ ডলার পর্যন্ত কাজ পাবেন । প্রতিদিন আপনি ১ ঘন্তা সময় বের করে কাজ করুন দেখবেন পনেরদিন এর মাথাই আপনি আপনার কাঙ্কখিত লক্ষ্য যেতে পারবেন ।( আমার গাফলতির জন্য আমার থেকে ২৫ দিন সময় লেগেছে )
পেমেন্ত মেথড ঃ পেপাল এর মাধ্যমে আপনি আপনার আয় বুঝে নিবেন । ১০ ডলার হতে হবে । ইনস্ট্যান্ট পেমেন্ট । পেপাল ভেরিফায় হইতে হবে না ।
সুবিধা ঃ মাইক্র সাইট গুলুর থেকে এর একটি আলাদা ব্যাপার আছে। তাহল এর কোন সাকসেস রেশিও নাই । তাই কাজে ভুল হলেও কুনো পানিশমেন্ট নাই ।
অসুবিধাঃ এখনো পাই নাই পাইলে আমাকে বলবেন ।
রেজিস্ট্রেশান পদ্ধতিঃ এই সাইট টিতে রেজঃ করার সময় আপনারা দেখবেন লেখা আছে SOLVER / SEEKER . যারা কাজ করতে চান তারা SOLVER এ ক্লিক করে রেজঃ করুন । SEEKER অপশন টি যারা কাজ জমা দিতে চাই তাদের জন্য ।
আসবে এমন ঃ
রেজিস্ট্রেশন এর পর লগ ইন করবেন ।এবং তখন চিত্র দেখবেন
দেখুন প্রথম পেজেই আপনার ব্যাল্যান্স দেখচ্ছে ।
কাজ করার জন্য ক্লিক করুন TASK >ALL TASKS. তারপর চিত্র টা হবে এমন
খেয়াল করুন উপরে কাজ এর পরিমান ৪০০ এর উপরে দেখাচ্ছে ।এতগুলু কাজ করতে কতদিন লাগবে একবার চিন্তা করুন !!!!!
আপনি আপনার কাজ করার পর কাজ গুলু বাতিল / ঝুলিয়ে রেখেছে কিনা / গ্রহন হইয়েছে কিনা দেখতে চাইলে ক্লিক করুন YOUR ACCOUNT > DASHBOARD
আমার পেমেন্ট প্রুফ । রিকুএসট পাঠানো হইয়েছিল ১৩ তারিখ । আমি ১৪ তারিখে পেয়েছি ।
*** আশা করি নতুন রা কিছু টা হলেও আয় করতে পারবেন । সবার আগে ধৈর্য শিল হতে হবে । আমরা অল্পতেই ভেঙ্গে পড়ি । তাই ধৈর্য নিয়ে কাজ করবেন । প্রথম দিকে কিছু কাজ বাতিল হলেও ধৈর্য হারাবেন না । এইটা নতুনদের প্রতি আমার অনুরধ। ধন্যবাদ ***
<p>এখন আমার অভিযোগঃ
গত কিছুদিন ধরে টেক টিউনস এ ঢুকতে নানা রকম কসরত করতে হচ্ছে । আমার অন্য বন্ধুরাও অনেক বিরক্ত । এই বেপারে কি কুনো রকম পদক্ষেপ আপানারা নিবেন ? ( এই টিউন টি করতে আমার একদিন সময় লাগছে )
টেক টিউন আমি অনেক বেশি পচ্ছন্দ করি বলেই আমি যখন নেট এ থাকি তখন একটি ট্যাব এ টেক টিউন সরবদা ওপেন থাকে । যাতে কিছুই মিস না করি । আমি শুধু টেক টিউন থেকে নিয়েছি । কিছু দেওয়ার তাগিদ থেকে এবং অন্যদের সাথে কিছু শেয়ার করতে ভালো লাগার এই বদভ্যাস এর কারনে টিউন করতে শুরু করি । আমি জানি না আমার টিউন গুলু এইখানের উপযুক্ত কিনা । তারপরও সাহস সঞ্চয় করি এবং করে ফেলি । যখন দেখি সেই টিউন টাই কোন কারন ছাড়া পেন্দিং করে দেওয়া হই তখন খুবই খারাপ লাগে । কিছুদিন আগে " এইটি একটি স্বস্তা এবং ফালতু টিউন " নামে টিউন করেছিলাম । সেইখানে ছিল কিভাবে জিমেইল এর ব্যাকগ্রাউনড পরিবরতন করবো তার ছোটো একটি টিপস । জানি এইটি খুবই সহজ টিউন । অন্যদের মতো এত ভারি কিছু না । কিন্তু আমি একদিনেই হাসান যোবায়ের ,প্রবাসি ভাই , নাবিল ভাই এর মতো হইতে পারবো না তাই না । টিউন টা বাদ হইয়ে যাওয়ার কারন টা জানাইলে নিজের অশান্ত মন কে শান্ত করতে পারব । নতুনদের টিউন করতে উৎসাহিত করার জন্য যখন অন্য ব্লগ গুলুতে নানারকম পদক্ষেপ নেওয়া হই তখন কেন আমার প্রিয় টেক টিউন নিরুতসাহিত করতে উঠেপড়ে লাগছে তা আমার মোটা মাথাই ঢুকে না । প্রিয় এডমিনরা জবাব পাব কি ??????????? ( অপেক্ষাই রইলাম )
আমি মাহমুদ শরফুদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 203 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
''সহজতার মনোভাব আমরা প্রকৃতি থেকে শিখে নেই। তবে এমনই কপাল খারাপ যে আমরা সবসময় তা এড়িয়ে চলি...!!!!
টেকটিউনসের উপর নাকি ডিডস এটাক হয়েছিল। এজন্য সম্ভাবত সমস্যা হয়েছিল।