প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আয়ালাইকুম। আশা করি সকলে ভাল আছেন। আজ আপনাদের কাছে একটি বিষয় শেয়ার করার অনুমতি চাই।
আমি জানি এই পৃথিবীতে সকল মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, বিশ্বাস, মতবাদ এক হয় না। কেউ মতবাদ সৃষ্টি করে আবার কেউ সেই মতবাদ অনুসরণ করে। আবার কেউ সে মতবাদ প্রত্যাখ্যান করে। কেউ সে মতবাদ বিশ্বাস করে জয়ী হয়, আবার কেউ অবিশ্বাস করে ও ব্যর্থ হয় না।
এ কথা সত্য, পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষের অর্থ প্রয়োজন। কিন্তু সব আয়ের সুযোগ সবার পছন্দ নয়, আবার পছন্দের কাজটি করার যোগ্যটা সবার থাকেনা। আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করতে চাই তা হল সাইট টক। আমি নেটে অনেক ঘাঁটাঘাঁটি করেও এ ব্যাপারে তেমন কিছু পেলাম না। তাই আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সাথে প্রয়োজনীয় প্রমান আপনাদের সামনে উপস্থাপন করব। এ সাইট সম্পর্কে যাদের নেতিবাচাক ধারণা রয়েছে, যাদের অল্প ধারণা রয়েছে অথবা যারা একদম জানেন না তাদের জন্য।
আমার বিশ্বাস যারা অনলাইনে ইনকাম করতে চান, তাদের জন্য এত বড় সুযোগ বর্তমানে আর আছে কি না আমার জানা নেই। যদি থাকে দয়া করে আমাকে জানাবেন।
কথা আর বাড়াব না। আপনাদের মন্তব্য আমাকে জানান। আলোচনা- সমালোচনা করবেন অবশ্যই জেনে এবং বুঝে। আমি বিশ্বাস করি, আপনার সমালোচনার মাঝে আমার মঙ্গল নিহিত। আপনাদের অনুমতি পেলে আমার টিউনটি প্রকাশ করব। আর ইচ্ছা হলে আমার নতুন ব্লগ থেকে ঘুরে আসতে পারেন http://projuktirtips.blogspot.com . বিঃ দ্রঃ এই ব্লগের আধিকাংশ পোস্ট সংগৃহীত।
সকলে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আমি গাজী মোঃ ইয়াছিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 267 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দেশকে ভালবাসুন, দেশের মানুষকে ভালবাসুন.................. visit http://projuktirtips.blogspot.com
চালিয়ে যান। যদি উপকার হয়, ক্ষতি কি?