পোষ্টটি যখন পড়তেই আসলেন তখন ধরেই নেই আপনি SEO নিয়ে বিশেষ আগ্রহী...কি ভুল বললাম ?
হাঃ SEO নিয়ে কাজ করবেন আর keyword position জানবেন না তা তো হতেই পারেনা....আর ব্লগিং করার জন্যে এটা হচ্ছে মোক্ষম জিনিস সার্চ ইঞ্জিন থেকে ভিসিটর পাবার জন্যে যদি আপনি এডসেন্স নিয়ে কাজ করতে চান।
অনেকে এর জন্যে বিভিন্ন স্ক্রিপ্ট বা টুলস এবং ফ্রি সাইট গুলো ব্যবহার করে থাকে, মাঝেমাঝে বিভিন্ন টুলস আলাদা ফলাফল দেখায়..আর এতে আরো বিভ্রান্তির মাঝে পড়তে হয়
আর তাই আপনাদের সাথে একটি সাইটের লিঙ্ক দিচ্ছি যেখানে একসাথে পাচটি সাইট ব্যবহার করে সঠিক ফলাফলটি দেখতে পারবেন আশা করি ফলাফলের খুব একটা বিস্তর পার্থক্য হবে না...
কিভাবে চেক করবেন ?
১। প্রথমে এই সাইটে যান google rank checker
২। এরপর একেবারে মাঝখানে পাচটি সাইতের লিঙ্ক দেখতে পারবেন, যেকোন একটিতে ক্লিক করেন
৩। একটু উপরে-নিচে স্ক্রল করে URL: এবং Search Term: এর জন্যে বক্স খুজে নিন
৪। এবং একটার পর একটা সার্চ করে জেনে নিন.....কোথায় আপনার অবস্থান ?
সবাই ভাল থাকবেন.
আমি hasanam03। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।