বহু বহু দিন পরে আবারো টেক টিউন এ টিউন করছি । আমার চেইন টিউন গুলোর পর অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন বা করার চেষ্টা করেছেন । আলাদা আলাদা করে সবাই কে সাহায্য করে লাভ খুব কম ই হয় । তার চাইতে এই টিউন এ ফ্রীলান্সিং নিয়ে যার যা জানতে ইচ্ছা করে , প্রশ্ন করুন । চেষ্টা করব উত্তর দেয়ার । কোন ভুল হলে ক্ষমা করে দিবেন । সবাই কে ধন্যবাদ ।
{ভাল মন্তব্য করতে না পারলে, বাজে মন্তব্য করবেন না । সমালোচনা গঠনমুলক হলে আপনাকে স্বাগতম }
আমি আহত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 541 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"As long as I have a want, I have a reason for living. Satisfaction is death."
vai ami freelancing sombondhe jani but kono joggota nai. apni jodi kono freelancer hon tobe amake apnar group er majhe dukte sahajjo koren r kisu tips sikai den. ami jehetu rajshahite thaki tai apni amake facebook, gmail, yahoo te help korte paren. jotodin na motamuti jante pari..
[email protected]
ভাইয়া freelancing এর উপর আমি আগেই কয়েক টা টিউন করেছি । আপনি সেগুলো দেখতে পারেন । https://www.techtunes.io/chain-tunes/lets-do-freelancing-and-earn-usd/
কাজ না শিখে কাজ করবেন কিভাবে, আগে কাজ শেখেন , ওয়েব ডিজাইন বা গ্রাফিক ডিজাইন শিখতে পারেন । ওয়েব ডিজাইন শিখতে হলে সোজা চলে যান http://www.w3schools.com এ । এইচটিএমএল , সিএসএস , জাভা স্ক্রিপ্ট শিখে ফেলুন ।
আর গ্রাফিক ডিজাইন বা লোগো ডিজাইন করতে হলে lynda.com এর ভিডিও টিউটোরিয়াল গুলো দেখুন । টরেন্ট এ পাবেন।
আর অনেক প্রতিষ্ঠান আজকাল এগুলো শেখায় । তাদের সাথেও যোগাযোগ করতে পারেন ।
ভাইয়া , payoneer এর কার্ড ই আমার কাছে মনে হয় দেশে টাকা আনার সবচেয়ে সহজ উপায় । এবং এইটা নিরাপদ ও। এছাড়া আপনি moneybookers এ transfer করে bank to bank wire transfer করতে পারেন । এছাড়া অনেকেই moneybooker এর ডলার কেনে , তাদের সাথেও লেনদেন করতে পারেন । তবে ইদানিং moneybooker এর অ্যাকাউন্ট খুব সাসপেন্ড হচ্ছে , তাই সাবধান । যেইটাই করেন না কেন , সবসময় সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলবেন ।
ভাই..আপনার কাছে আমার প্রশ্ন http://www.dolancer.com এটা কি ভাল একটা ফ্রীলান্সিং ওয়েবসাইট না ভুয়া জানালে খুশি হব। তো এখানের নিয়ম হচ্ছে প্রথমে সর্বনিম্ন ৭০০০ /- টাকার বিনিময় একাউন্ট তৈরী করতে হয় তারপর হচ্ছে বিভিন্ন কাজ। আপনি সঠিকভাবে জেনে উত্তর দিবেন প্লিজ
যার আছে তার টা ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করুন । এক্ষেত্রে নিকট আত্মীয়র টা ব্যবহার করা সবচাইতে ভালো । পাসপোর্টও ব্যবহার করতে পারেন । ফ্রীলান্সিং যখন করেন তখন পাসপোর্ট একটা করে রাখা ভালো । একটু এদিক সেদিক হলেই freelancer.com আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে পাসপোর্ট এর স্ক্যান করা কপি চাইতে পারে। তাই আমার সাজেশন হল একটা পাসপোর্ট নিন , সেইটা অনুযায়ী সব অ্যাকাউন্ট তৈরি করুন । ২ নাম্বারি করলে পরে ধরা খাওয়ার সম্ভাবনা আছে । ধন্যবাদ ।
ভাইয়া , জুমলা আর ওয়ার্ডপ্রেস এখন অনেকেই পারে , তাই কাজ পাওয়া সবসময় একটু কঠিন হয় । তবে আপনার যদি যোগ্যতা থাকে এবং আপনার ক্লায়েন্ট কে যদি আপনি বোঝাতে পারেন যে আপনি কাজ টা পারবেন , তাহলে কাজ পেতে অসুবিধা হয় না।
সবচাইতে ভালো টিউটোরিয়াল lynda.com এর।
নিচের লিঙ্ক দিলাম ।
http://www.filestube.com/search.html?q=lynda+wordpress+3+essential+training&select=All
http://www.filestube.com/search.html?q=lynda+joomla+1.5+training&select=All
ভাই PSD to HTML অথবা PSD to wordpress এর কাজ করতে হলে সবার প্রথম আপনাকে html, css , javascript এবং photoshop খুব ভালো করে শিখতে হবে ।
html, css, js শিখতে হলে w3schools.com ফলো করুন । photoshop শিখতে হলে হলে lynda.com এর খুব ভালো ভিডিও টিউটোরিয়াল গুলো দেখুন । লিঙ্ক নিচে ।
http://www.filestube.com/search.html?q=lynda+photoshop&select=All
আমি নেটে কিছু কাজ করে [অবশ্যই PTC/ Microworkers টাইপ কাজ না] মাসে অন্তত ১০০০/= (এক হাজার) টাকা ইনকাম করতে চাই।
আমার নেটে ব্রাউজিং নলেজ ভাল, ইংরেজি অনুমান করি ভাল। হাল্কাপাতলা C programming ও HTML জানি। এই স্বল্প নলেজ দিয়ে কি করে শুরু করব? আমি নতুন কিছু শিখতে রাজি আছি। কি করে কোথা থেকে শিখব?
আশা করি আমার প্রশ্নটা বুঝতে পারছেন, "একজন আনকোরা নতুন ফ্রিল্যান্সারের শুরু কি করে হতে পারে? আপনার কিকরে হয়েছিল? কি করে সফলতার দিকে গেলেন?"
[n.b. আমি ইতিমধ্যেই microworkers এ কাজ করেছি ও প্রায় ৫০ডলারের মত withdraw- ও করেছি।]
ভাইয়া , অনেকের Freelancing করার ইচ্ছা আছে , কিন্তু বিষয় টাকে কেউ সিরিয়াসলি নেয় না । আমরা চাকরি পাবার জন্য cse, bba, mba, eee, কত কিছু শিখছি বছরের পর বছর সময় দিয়ে । কিন্তু ফ্রীলাঞ্চিং করার জন্য কেউ ২ মাস HTML , CSS শিখতে রাজি না ।
সবার প্রথম ঠিক করুন আপনি কি শিখতে চাচ্ছেন । কোন কাজ আপনার বেশি ভালো লাগে। ওয়েব ডিজাইন , ডাটা এন্ট্রি , না গ্রাফিক ডিজাইন ।
ওয়েব ডিজাইন করতে হলে HTML, CSS, JavaScript খুব ভালো করে শিখেন । শেখার জন্য চলে যান http://www.w3schools.com . অনেক অনেক প্রাকটিস করেন । এর পর যদি কোন cms শিখতে চান , তবে ওয়ার্ডপ্রেস অথবা জুমলা শিখুন ।
আর যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান , তবে এডোবি ফটোশপ , illastrator, etc শিখুন ।
এগুলোর খুব ভালো টিউটোরিয়াল পাবেন Lynda.com এর । টরেন্ট এ সার্চ দিলেই পাবেন ।
আর ডাটা এন্ট্রি কি কাজ টা আমি জানি না। যারা করে তাদের সাথে যোগাযোগ করুন ।
প্রথমে খুব ভালো করে শিখুন তারপর ঝাপিয়ে পরুন freelancing এ । ধৈর্য নিয়ে ।
আমার আগেই টিউন গুলো পরুন https://www.techtunes.io/chain-tunes/lets-do-freelancing-and-earn-usd/
কাজ করে । odesk.com কাজ করে টাকা আয় করার ওয়েবসাইট । ফ্রী ফ্রী কার্ড দেয়ার ওয়েবসাইট না । কিছু অসাধু ব্যক্তির জন্য আপনাদের এই অবস্থা । যেভাবে সবাই ফ্রী ফ্রী কার্ড নিচ্ছেন দেখবেন একদিন payoneer বাংলাদেশ এ mastercard দেয়া বন্ধ করে দিবে । আপনাদের অনৈতিক কাজ এর ফল ভোগ করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম । techtune এ odesk e কিভাবে কাজ করা যায় তার উপর অনেক গুলো টিউন আছে । সেগুলো পরুন ।
ঘুম চোর ভাইয়া আমার শিক্ষা গত যোগ্যতা h.s.c পাস, আমি ফ্রিলেঞ্ছিং এ কাজ করতে পারবো তো ?? আমি শূনলাম যে ফ্রিলেঞ্ছিং এ ওয়েব ডিজাইন এবং ডেভলপিং জানলে নাকি বেশ ভালো কাজ পাওয়া যায়, আমি আজ HTML in a week বইটা আনলাম, আমার আর কি কি শিখা লাগবে ?? কতদিন লাগতে পারে ওয়েবডিজাইন এবং ডেভলপিং শিখতে ?? শুধু এই ২টা স্কিল থাকলেই কি আমি ফ্রিলেঞ্ছিং করতে পারব ? ফ্রিলেঞ্ছিং সাপ্তাহে আপনি গড়ে কত ঘন্টা কাজ করেন ??
Vaiya sudhu 2 ta skill diye freelancing kora jay kintu kaj khub kom paben. Also project requirement fullfill korte problem hobe. web designing er kaj korar jonno atleast html/css , js and photoshop khub valo jante hobe. Vaiya ami full time freelancer. Ta chara ami freelancer.com e kaj kori tai ghonta hisabe kaj kori na.
Vai, odesk a kaj korse. linkbuilding korte pare. total seo shekta chai. kono website thakle deben.
please.
Thanks.
https://www.odesk.com/users/SEO-professional_~~28e957b4a9afdd29?sid=49002&tot=9&pos=1
Rubelpabna ভাই আপনি http://searchenginewatch.com/ সাইট টা দেখতে পারেন। এটা খুব নামি দামি সাইট।
Apni Foxit Phantom PDF creator use kore dekhte paren .. http://www.filestube.com/search.html?q=foxit+phantom+&select=All
মানি বুকার্সে আমার একটা একাউন্ট আছে। সেখানে এড্রেস ভেরিফিকেশন করতে হবে। একাউন্টে ঢুকে দেখতে পাচ্ছি যে, ওরা ২২/৬/২০১০ইং তারিখে আমার ঠিকানায় একটা ভেরিফিকেশন লেটার পাঠিয়েছে। কিন্তু এখনও আমি সেটা হাতে পাইনি। তাই আমি আমার একাউন্টটি ভেরিফাইড করতে পারছি না। আমি কি করে আমার একাউন্টটি ভেরিফাইড করতে পারি সে সম্পর্কে বিস্তারিত জানালে উপকৃত হব।
I Have some questing to you about freelancing. My goal is to do freelancing as a part-time job. At first I want to learn work so I want to take 3/4 months course.
Q1: Can you provide me any genuine institutes Name and address where they teach for freelancing?
Q1: I wish to do Zend, Web Designing or Web development. Which one will me best?
Please reply soon
I Have some questing to you about freelancing. My goal is to do freelancing as a part-time job. At first I want to learn work so I want to take 3/4 months course.
Q1: Can you provide me any genuine institutes Name and address where they teach for freelancing?
Q1: I wish to do Zend, Web Designing or Web development. Which one will me best?
Please reply soon….
@billi: Dear Billi,
Its good to hear that you want to do freelancing. Honestly i dont know any good institute name that provides good training on professional freelancing. I learned by myself with the help of internet. You can find everything on internet. For free. I think if you desperately need some institute for learning freelancing , make some google search
Next , Web developing is quite a big thing. html, css, php, mysql, asp, mssql, different cms, lms and a lot of other things are in it.
But when you do professional work you must be very good in a specific area. I know a lot of thing but as a freelancer , I work only and only Joomla based websites. And now this is my expertise. So you play around and find whats best for you. My suggestion will be wordpress. A lot of website is moving to wordpress and a lot of oportunity is there.
Take care
@ঘুম চোর:
Lynda.com a to photoshop & Illustrator niye onek video ache. Akdon basic theke konta? ar download korbo kotha theke? Apnar phone number ta pele valo hoto.
Amar email: [email protected]
@ঘুম চোর:
Lynda.com a to photoshop & Illustrator niye onek video ache. Akdom basic theke konta? ar download korbo kotha theke? Apnar phone number ta pele valo hoto.
Amar email: [email protected]
@nizamuddin212: হা ভাইয়া , আপনি payoneer card দিয়ে alertpay verified করতে পারবেন , তবে সমসসা হয় যে card add korar por ekta amount charge kore ebong koto usd charge korlo, sheta alertpay jiggasa kore.. actual charge , r payoneer e je charge dekhano hoy ta ektu different thake.. Tai apni actual charge janar jonno payoneer er support e email korben… tahole actual charge ta jante parben ebong card add korte parben
@rasel: ভাইয়া দুঃখিত দেরি করে উত্তর দেয়ার জন্য, ফ্রীলান্সার এ বিভিন্ন রকম কাজ পাওয়া যায় । লোগো ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপ, ডাটা এন্ট্রি , আরও অনেক । তবে কাজ পাওয়ার পর ক্লায়েন্ট কে বলবা milestone payment দিতে । milestone payment ছাড়া কোন কাজ করবা না। এবং কোন কাজ করে তাকে পাঠাবাও না।
@Rana Ahammed: ভাইয়া ফেসবুক এ আমাদের গ্রুপ আছে । তবে এবার পুরো একটা ওয়েবসাইট করছি ফ্রীলান্সিং সম্পর্কে সবাইকে জানানোর জন্য । আপনিও যোগ দিতে পারেন https://bitly.com/ursWp1 । এখনও কিন্তু কাজ চলছে
ভাইয়া , নতুন কিছু কাজ নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই, ঠিক মত সময় দিতে পারিনি, অনেকের উত্তর ও দেয়া হয়নি । তবে আপনাদের সহযোগিতা করার ইচ্ছা কিন্তু আমার সবসময় ছিল এবং এখনও আছে । নতুন ফ্রীলান্সারদের জন্য একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করছি । যেখানে হয়তো অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন । যারা ফ্রীলান্সিং করেন এবং যারা করতে চান , সবাই কে আমন্ত্রন জানাচ্ছি । http://bit.ly/ursWp1 ভিসিট করুন , তাহলে হয়তো বুঝতে পারবেন ।
প্রশ্ন আছে অনেকগুলো কিন্তু ওভার ফোনে করতে চাই ।
[email protected]