অনেকেই কাজের সন্ধ্যানে এদিক ওদিক ছুটাছুটি করছেন। আবার অনেকেই পার্ট টাইম হিসেবে কাজ করতে চান। তাহলে এবার কিছু প্রশ্নের উত্তর দেয়া যাক।
লিড জেনারেশন, ওয়েব রিসার্চ এর কাজ কি খুব কঠিন? উত্তরঃ না।
কতদিন শিখতে লাগতে পারে? উত্তরঃ আমার মতে ১৫ দিন।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? উত্তরঃ নুন্যতম এই এস সি এবং ইংরেজিতে মোটামুটি ভালো।
কোথায় কাজ পাবো? উত্তরঃ আপওয়ার্ক, ফাইভার, লিঙ্কডিন।
কেমন কনফিগার এর পিসি লাগে? উত্তরঃ সাধারন মানের।
নেট এর স্পীড কেমন লাগে? উত্তরঃ মোটামুটি।
কাজ পাবার সম্ভাবনা। উত্তরঃ লিগ্যাল ভাবে সম্ভাবনা কম। তবে ইল্লিগ্যালি পাবেন।
আমি যদিও সিপিএ মারকেটিং করি তবে জেদের বসে ৬ মাসে আপওয়ার্কে টপরেটেড হইছি।
অনেকে বলেন আমি কোন ক্লাশ করায় কি না। কখনো করায় নাই। তবে একটা করানোর চিন্তা করতেছি।
আমার টেলিগ্রাম এ জইন হয়ে দেখতে পারেন। ক্লিক করুন
আমি অসময়ের পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।