প্রশ্নোত্তর পর্বের ৪র্থ টিউন এটা। এই টিউনের মূল আলোচ্য বিষয় থাকবে ফ্রিল্যান্সারে কার্ড এড করা নিয়ে। চলুন শুরু করা যাক। গত পর্ব যারা মিস করেছেন তাঁরা চাইলে পড়ে নিতে পারেন এখানে ক্লিক করে।
প্রশ্নঃ আমি পেমেন্ট ম্যাথড ভেরিফাই করতে চাই কিভাবে করবো?
উত্তরঃ তার আগে আমাকে বলুন, আপনি পেমেন্ট ম্যাথড ভেরিফাই করে কি করবেন? যারা ফ্রিল্যান্সারে ক্লায়েন্ট হিসেবে কাজ করিয়ে নেয় বিশেষ করে তাদের প্রয়োজন হয় পেমেন্ট ম্যাথড ভেরিফাই এর। কারণ, পেমেন্ট ম্যাথড ভেরিফাই না করলে প্রোজেক্ট ছাড়তে, মাইলস্টোন দিলেও আওয়ারলি প্রোজেক্টে অ্যাওয়ার্ড করতে মাইলস্টোন করতে দেয় না। কিন্তু আপনি ফ্রিল্যান্সার হয়ে কেন পেমেন্ট ম্যাথড ভেরিফাই করবেন?
আগে যেমন কার্ডের মাধ্যমে টাকা উইথড্র করা যেত, এখন তো সেটাও করা যায় না। যদি বিড কিনতে চান তাহলে ডিপোজিট করতে পারেন। আপনি চাইলে স্ক্রিলের মাধ্যমে ডলার ডিপোজিট করে বিড ক্রয় করতে পারেন। এরজন্য আপনাকে পেমেন্ট ম্যাথড ভেরিফাই করার দরকার নেই। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে?
প্রশ্নঃ কোন কার্ড দিয়ে পেমেন্ট ম্যাথড ভেরিফাই করা ভালো হবে?
উত্তরঃ আমার ব্যক্তিগত উত্তর এটা। আমি ইউজ করি স্বাধীন মাস্টার কার্ড। এটা দিয়েই আমার পেমেন্ট ম্যাথড ভেরিফাই করেছি।
প্রশ্নঃ এই কার্ডের কি কি সুবিধা আছে?
উত্তরঃ “স্বাধীন” কার্ডের সুবিধা :
প্রশ্নঃ কার্ড নিতে হলে কি কি করতে হবে?
উত্তরঃ স্বাধীন কার্ড নেওার জন্য প্রয়োজনীয় কাগজ পত্র:
প্রশ্নঃ স্বাধীন মাস্টার কার্ড অর্ডার করবো কিভাবে?
উত্তরঃ এখান থেকে ফর্ম ডাউনলোড করে সেটা ফিলাপ করুন। আপনার ফ্রিল্যান্সার আইডির প্রোফাইল পেজ থেকে একটা স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করুন। ২কপি ছবি সাথে রাখবেন কাজে লাগবে। এরপর ব্যাংক এশিয়ার ব্রাঞ্চে কাগজ গুলো জমা দেবেন। ইনশাহ আল্লাহ ৭-১০ দিনের মধ্যে কার্ড আপনার বাসায় পৌঁছে যাবে।
প্রশ্নঃ এই কার্ড এক্টিভ করবো কিভাবে? আর বাৎসরিক চার্জ কেমন?
উত্তরঃ কার্ড পাওয়ার পরে কার্ডের সাথে একটা ডকুমেন্টস পাবেন সেটাতে আপনার নাম এবং আপনার সিগনেচার করুন। এরপর ব্যাংক এশিয়ার ব্রাঞ্চে যাবেন সাথে ৬০০ টাকা নিয়ে যাবেন। কারণ কার্ড এক্টিভ করতে ৫৭৫ টাকা লাগবে। সুতরাং এই চার্জটা লাগবে। এটা বাৎসরিক চার্জ। প্রতি বছর এটা পে করতে হবে।
এই ছিলো আজকের প্রশ্নোত্তর পর্বে। দেখা হবে আগামী পর্বে। ভাল থাকুন, সুস্থ্য থাকুন, নিরাপদ থাকার চেষ্টা করুন।
উত্তর দিয়েছেনঃ এম এইচ মামুন।
আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}