অনলাইনে আয় নিয়া এত ক্যাচাল আর ভাল্লাগে না, চলুন করে ফেলি পিটিসি এর পোস্টমর্টেম!!

শুরুতেই বলে রাখছি আজকে আমি অনেক খুশি, গতকাল আমার ফিরে আসা নিয়ে একটি টিউন করেছিলাম, আপনাদের এত সাড়া পাবো তা কল্পনাও করতে পারিনি। আপনারা কত কস্ট করে আমার জন্য সমবেদনা জানিয়েছেন তা চিন্তা করেই মনটা খুশিতে ভরে উঠছে। কাউকে ভালবাসলে যে তার প্রতিদান পাওয়া যায়, আমার কাছে তার জলন্ত প্রমান কালকের  টিউন টি। আমি অন্তর থেকে ভালোবাসি টেকটিউনস কমিউনিটিকে এবং  টেকটিউনস কমিউনিটি আমাকে কতটা ভালোবাসে তা আমার কাছে এখন জলের মত পরিষ্কার। আপনাদের সবার ভালোবাসা আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাদের কালকের এই সহমর্মিতা আমার মনের জোর অনেকটা বাড়িয়ে দিয়েছে। সবাইকে তাই বড় করে আবারো আন্তরিক ধন্যবাদ জানাই, আশা করি ভবিষ্যতেও আমার যে কোন সমস্যায় আপনাদের পাশে পাবো।

আপনাদের ভালোবাসায় অনুপ্রানিত হয়ে আমার আজকের এই টিউন। আমার আজকের এই টিউন একটি বিতর্কিত বিষয় নিয়ে। শুনেছিলাম ঢাকার আকাশে নাকি টাকা উড়ে, এখন দেখি টিটির ওয়ালেও অনেক টাকা পাওয়া যায়!! এমনকি ঘুমিয়ে থাকলেও! বিভিন্ন স্ক্যাম পোস্ট/বিজ্ঞাপন আজকাল বেশি দেখা যাচ্ছে। তাই অনলাইন ইনকাম এখানে একটি বিতর্কিত বিষয়। সাইফুলের একটি কথার সাথে আমি ২০০% একমত যে "টেকটিউনস জ্ঞানের কারখানা, ডলারের নয়"। অনলাইন ইনকাম খারাপ কিছু নয় কিন্তু খুব দুঃখজনক হলেও সত্যি অনলাইন ইনকাম নিয়ে যে টিউন গুলো হয় তার ম্যাক্সিমামই হয় রেফারেল এর জন্য অথবা বিজ্ঞাপনের জন্য, যা আমাদের প্রধান বিরক্তির কারন।  গুটিকয়েক টিউনার ছাড়া আয় এর সঠিক রাস্তাটা অর্থাৎ জ্ঞানের কারখানাটার সন্ধান কেউ দেয় না। তাই আজকে আমি আপনাদের সাথে অনলাইনে সঠিক ভাবে আয় সম্পর্কে হাল্কা পাতলা আলোচনা করবো, যদিও আমি একেবারেই নতুন। এই বিতর্কিত বিষয় নিয়ে টিউন টা করতে হচ্ছে কারন এটি নিয়ে রোজ রোজ ক্যাচাল ভাল্লাগে না।

ইন্টারনেটে আয় সম্পর্কে অনেকরই অনেক ধারনা আছে, অনেকে ভাবেন এটি সম্পুর্ন ভুয়া স্পেশালি পিটিসির নাম শুনলে ক্ষেপে যান।  অথবা অনেকে ভাবেন কোন নির্দিস্ট কাজ না জানলে আয় করা সম্ভব নয়। এই ধারনাটি ঠিক না। আপনার কোন নির্দিস্ট কোন কাজ জানা না থাকলেও হাল্কা পাতলা আয় করতে পারবেন। বাংলাদেশে বেশ কয়েকভাবে অনলাইন থেকে আয় করা যায় সেগুলো সম্পর্কে ডিটেইলস আমি কয়েকটি জনপ্রিয় ব্লগ থেকে সংগ্রহ করেছি এবং মিক্সিং করে আপনাদের সাথে শেয়ার করছি।

অনলাইন আয়ের উপায় সমূহ

১। পেড রিভিউ-এর মাধ্যমে আয় রোজগার

সার্ভে বা জরিপ একটা পুরাতন পদ্ধতি । “সার্ভে” সাইটে  আপনি নিবন্ধিত হবেন আর সার্ভে বা জরিপ আসার অপক্ষা করবেন ; সার্ভে ফর্ম পূরণ করে আপনার মতামত জানাবেন, ব্যস! প্রতিটি সার্ভের জন্যে আপনি টাকা পাবেন। এখানে, এমন কিছু ব্যবস্থাও আছে যেখানে, ইমেইল পড়ার ও জবাব দেওয়ারও কাজ থাকে। গুগলে সার্চ করে অনেক ভালো ভালো সাইটের সন্ধান আপনি পেতে পারেন। সার্ভে সাইট হিসেবে অন্যতম জনপ্রিয় সাইট হচ্ছে-সার্ভে সেভী।

২। নিবন্ধ লিখে আয় রোজগার

এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো পাঠকদের লেখায় আপডেট হতে থাকে। কোন কোন সাইটে তারা লেখকদের সাথে মুনাফা ভাগ করে নেয়। আপনি এখানে বিভিন্ন নিবন্ধ লিখতে পারেন আর আপনার আর্টিকেল বা নিবন্ধ যতো বেশি পাঠক পড়বে, আপনি ততো বেশি টাকা পাবেন। কিছু কিছু ওয়েবসাইট আছে যারা তাদের লেখকদের সাথে শতকরা ১০ ভাগ গুগল এডসেন্স-এর লভ্যাংশও ভাগ করে নেয়।

৩। পিটিসি বা পেড-টু-ক্লিক এ আয় রোজগার

পিটিসি বা পেড-টু-ক্লিক এর সাহায্যে আপনি ওয়েবসাইট (শুধুমাত্র স্পনসরড্ সাইটগুলো‌) ব্রাউজ করার জন্যে টাকা পাবেন। এতে আরো উপায় আছে যাতে ওয়েবসাইট সার্ফ করে, ওয়েবসাইট দেখে আর ওয়েবসাইট সার্চ করে টাকা উপার্জন।

৪। আপনার তোলা ছবির মাধ্যমে অর্থ উপার্জন

যদি আপনি একজন ফটোগ্রাফার বা চিত্রগ্রাহক হয়ে থাকেন, তবে আপনার তোলা আকর্ষনীয় ছবিগুলো অনলাইনে বিক্রি করতে পারেন। অনলাইনের ডিজাইনার্‌রা তাদের প্রজেক্টের জন্যে অনেক ছবি খুঁজে থাকেন, আপনি তাদের নিকট আপনার ছবিগুলো বিক্রি করতে পারেন। আপনি আপনার ছবিগুলো "আই-স্টক-ফটোস্"‌ ওয়েবসাইটের মাধ্যমে বিক্রিও করতে পারেন।

৫। গুগল এডসেন্সের মাধ্যমে আয় রোজগার

গুগল এডসেন্সে আয় করার জন্যে আপনার একটা সচল ওয়েবসাইট অথবা ব্লগ প্রয়োজন। আপনি নিশ্চয়ই দেখেছেন এমন বিলবোর্ড বা পোস্টার যেখানে তারা(জনৈক অসাধু ব্যবসায়ীরা) দাবি করে যে, আপনি এখান ১০ থেকে ২০ ডলার দৈনিক আয় করতে পারবে- এটা সম্পূর্ণ মিথ্যা কথা! গুগল এডসেন্স থেকে ইনকাম হয় তখন যখন, কেউ গুগলের সেসব এডে ক্লিক করে। কিন্তু, এখানে ইনকাম করার পূর্বে আপনাকে একটা তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট তৈরী করে নিতে হবে। কিন্তু, আপনাকে সেসব নকল এডসেন্স শেখার জায়গায় এই সেখানো হয় যে, কিভাবে চুরির লেখা দিয়ে একটা নকল ওয়েবসাইট বানাতে হয়, এটাতো আসল নয় কারণ এটা একটা ধোঁকাবাজি।

৬।  আপনার মতামত প্রকাশের জন্যে টাকা পাবেন

হ্যাঁ, এটিই নতুন দিনের আয় রোজগার মাধ্যম, এখন আপনি টাকা নিয়ে যেকোন ওয়েবসাইট বা কোম্পানীর ব্যাপারে আপনার মতামত দিয়ে একটা নিবন্ধ লিখে ফেলেন আপনার ব্লগে। পেড রিভিউ সাইটগুলো কল্যাণে, এখন তারা(কোম্পানী বা ওয়েবসাইটগুলো) আপনাকে তাদের ব্র্যান্ড, পন্য বা ওয়েবসাইটের বিষয়ে লেখার জন্যে অর্থ পরিশোধ করবে। আপনার এই মতামত বা ব্লগ  তাদের নিয়ে বাজারে যদি আলোড়ন সৃষ্টি করে আর তারা পাবে অধিক পাঠক ও ক্রেতা। এরকম একটা জনপ্রিয় পেড্‌ রিভিউ সাইট হচ্ছে-সোস্যালস্পার্ক

৭। এফাইলিয়েট মার্কেটিং-এর মাধ্যমে আয় রোজগার (সেবামূলক গোষ্ঠীর সাহায্য করা)

এটি একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে কোন পন্যের প্রচার করবেন আর যখন পন্য বিক্রি হবে, তখন আপনি এর থেকে কমিশন পাবেন। এখানে অনেক আধুনিক আর ভালো পন্য আছে যেগুলো বিক্রি করা যায় আর মানুষ কিনতেও আগ্রহী; আপনিএকজন এফাইলিয়েট হয়েও কাজ করতে পারেন। আপনি “ক্লিক ব্যাংক”-এর মাধ্যমে একজন এফাইলিয়েট হয়ে পন্য বিক্রয় করতে পারেন।

৮। ব্যানার এডস্‌ বা “ব্যানার” জাতীয় বিজ্ঞাপন বিক্রি করে আয় রোজগার

যদি আপনার একটা প্রতিষ্ঠিত ওয়েবসাইট বা ব্লগ থাকে, তবে বিজ্ঞাপনদাতারা আপনার  ব্লগে তাদের বিজ্ঞাপন দিতে দ্বিধাবোধ করবে না। একেই বলে, ব্যানার এডস্‌ অথবা সরাসরি ইনকামের সুযোগ। আপনার ওয়েবসাইটের জনপ্রিয়তা যতো বেশি হবে তোমার পাঠক সংখ্যা বাড়বে ততো বেশি হবে আর আপনার আয়ও বাড়তে থাকবে।

৯। ফ্রি-ল্যান্সিং বা অস্থায়ী কর্মী হিসেবে অর্থ উপার্জন

ঘরে বসে ফ্রি-লেন্সিং করা আয় রোজগারের একটা চমৎকার সুযোগ। আপনার যদি ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন , ওয়েব ডিজাইন অথবা এড্‌মিনিস্ট্রেশন বা তদারকির কাজে দক্ষতা থাকে তাহলে, আপনি অনলাইনে এসব কাজ করে আয় রোজগার করতে পারেন। আপনি  চাইলে ফ্রিলেন্সিংভিত্তিক একটা ক্যারিয়ারই গড়ে তুলতে পারেন। টেকটিউনসে ফ্রিল্যান্সিং নিয়ে কতগুলো ভালো টিউন হয়েছে।

১০। টুইটার বিজ্ঞাপনের মাধ্যমে আয় করা

বিজ্ঞাপনদাতাগণ বর্তমানে তাদের ক্যাম্পেইন বা বিজ্ঞাপন উদ্যোগগুলো “টুইটার” বিজ্ঞাপনের মাধ্যমে ছড়িয়ে দিতে চাচ্ছেন। এজন্যে, আপনার কোন ব্লগ কিংবা ওয়েবসাইট থাকারও প্রয়োজন নেই। এমন অনেক কোম্পানী রয়েছে, যারা টুইটার বিজ্ঞাপনের কাজ করে থাকে যেমন- মেগ-এ-পাই।

আমার আজকের টিউনের মেইন বিষয় হচ্ছে পিটিসি। অনেকেই এটিকে দেখতে পারেন না, অনেকে কাজ করতে গিয়ে অনেকে ধরাও খেয়েছেন। অনেকে ভাবেন এটি সম্পুর্ন ভুয়া, অনেকটাই ঠিক, পিটিসি সাইট গুলোর ৯৫% ই ভুয়া অর্থাৎ স্ক্যাম। কিন্তু ওই ৫% পিটিসি থেকে সত্যি আয় করা যায়। আজ আমি আপনাদের কতগুলি টেকনিক শিখিয়ে দিবো যেগুলো মেনে চললে ধরা খাবার সম্ভাবনা খুবই কম থাকবে। ইন্টারনেটে আয় এর অন্যতম উপায় হচ্ছে পিটিসি সাইট থেকে। প্রথমেই আপনাদের বলি আপনি যদি কোন কাজ এ দক্ষ হয়ে থাকেন ( যেমন গ্রাফিক্স ডিজাইন, কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বা অন্য যেকোন ধরনের সফটওয়্যারে) যদি আপনার দক্ষতা থেকে থাকে তাহলে পিটিসি সাইটে কাজ করে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না দয়া করে, সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং করে অধিক আয় করতে পারবেন, পিটিসি শুধু মাত্র তাদের জন্য যারা আমার মত অর্থাৎ  যাদের দিনে কিছু ফ্রী সময় আছে কিন্ত কোন কাজ পারেন না, তাহলে তাদেরকে বলছি, শুধুমাত্র আপনার যদি ধৈর্য থেকে থাকে তাহলেই আপনি পিটিসি থেকে ইনকাম করতে পারবেন। প্রথমেই আসি যে,

পিটিসি কি?

PTC এর পুর্ন মিনিং হচ্ছে "Paid To Click" অর্থাৎ বিভিন্ন বিজ্ঞাপন দাতারা যাদের বিজ্ঞাপনের বাজেট কম তারা তুলনামুলক কম মুল্যে পিটিসি সাইটে এড দেয় কিন্তু সেই এড দেখবে কে? তাই আমার আপনার মত লোকজন সেই এড গুলো দেখি এবং এই এড গুলো দেখার বিনিময়ে পিটিসি সাইট গুলো আমাদের নির্দিস্ট অর্থ প্রদান করে। আপনাকে সাইট গুলো প্রতিদিন একটি নির্দিস্ট পরিমান এড দিবে এবং আপনি সেই এড গুলো দেখবেন এবং প্রতি এড দেখার বিনিময়ে আপনাকে সর্বোচ্চ ১সেন্ট পর্যন্ত পে করবে (ফ্রি মেম্বারশিপের ক্ষেত্রে) । এছাড়া আপনার রেফারেলে কেউ যদি ওই সাইটে রেজিস্ট্রেশন করে, তবে তাদের দেখা প্রতি এডের বিনিময়ে আপনি পাবেন সর্বোচ্চ ০.৫  সেন্ট করে (ফ্রি মেম্বারশিপের ক্ষেত্রে) । আপনি ভালো সাইট গুলো  থেকে গড়ে রেফারেল ছাড়া দৈনিক ৩-৫ সেন্ট আয় করতে পারবেন।  পিটিসি কাজ সম্পর্ক যানেন তাদের জন্য এই পোষ্ট নয় যারা নতুন তাদের যন্যই আমার এই খুদ্র প্রয়াস। ইনটারনেট অনেক পিটিসি সাইট আছে যার বেশির ভাগই ভুয়া (scam) পেমেন্ট করেনা। তাই সবার কাছে অনুরোধ থাকবে কোন সাইট দেখেই কোন খোজ খবর না নিয়ে কাজ করা শুরু করবেন না যেন। যে সাইটে কাজ করবেন তার সম্পর্কে গুগলে (google) এ সার্চ করুন সাইটি সম্পকে বিস্তারিত যানুন। মুলত ৪ধরনের পিটিসি সাইট আছে,

  • ১. Elite PTC Site :- এই পিটিসি সাইট গুলো অনেক পুরনো, কোন রকম সমস্যা ছাড়াই নিয়মিত গ্রাহকদের পেমেন্ট করে আসছে। এই ধরনের পিটিসি সাইট খুব কম, অনেক খুজে বের করতে হয়, কিন্তু কাজ করার জন্য নিরাপদ।
  • ২. Legit PTC site :- পুরোনো সাইট, অতীতে কিছু সমস্যা দেখা গিয়েছিলো সেগুলো রিকভার করে বর্তমানে  গ্রাহকদের নিয়মিত পেমেন্ট করে যাচ্ছে, তবে স্ক্যাম হবার হাল্কা পাতলা সম্ভাবনাও আছে। কাজ করা যেতে পারে।
  • ৩. New PTC site :- এসব পিটিসি সাইট একবারেই নতুন লোভনীয় অফার যুক্ত, ম্যাক্সিমাম নিউ সাইট কিছুদিন পেমেন্ট করার পর স্ক্যাম হয়ে যায়, বাজারে এদের সংখ্যাই বেশি। কাজ করা প্রচুর রিস্কি এবং এখানে কাজ করে আয় করার সম্ভাবনা ৪০%। তাই নতুনদের এ ধরনের সাইট এড়িয়ে যাবার পরামর্শ রইলো।
  • ৪. Scam site!!! :- যেসব লিগিট বা নিউ সাইট গ্রাহকদের হটাৎ পেমেন্ট বন্ধ করে দেয়, উল্টা পালটা অ্যাকাউন্ট ব্যান করে দেয় সেগুলোকে Scam সাইট বলে। এসব সাইট থেকে ১০০০০০০হাত দূরে থাকুন।

যদি কোন সাইট সম্পর্কে স্ক্যাম (scam) হিসেবে কোন তথ্যপান তাহলে ভুলেও সেই সাইটে কাজ করে সময় নষ্ট করবেন না।

এড দেখার নিয়মটা প্রত্যেক সাইটের জন্যই এক তবুও কিছু নমুনা আপনাদের দেখাচ্ছি।

১. প্রথমে সাইটে লগিন করুন।

২. View Adds অথবা Surf adds এ ক্লিক করুন।

৩. কতগুলো বিজ্ঞাপনের লিস্ট দেখতে পাবেন, যে কোন একটিতে ক্লিক করুন।

৪. হয় নতুন একটি উইন্ডোতে এডটি ওপেন হবে অথবা ক্লিক করার পর লাল অথবা নীল ছোট বাটন দেখতে পাবেন, আবার ক্লিক করুন।

৫. আপনাকে একটি নির্দিস্ট সময় বিজ্ঞাপনটি দেখতে হবে (ম্যাক্সিমাম ৩০সেকেন্ড)।

৬.  তারপর আপনার অ্যাকাউন্ট এ সরাসরি ওই এডের জন্য নির্ধারিত ডলার জমা হবে।

৭. অথবা কিছু সাইটে ক্যাপচা ভ্যারিফাই করে নিতে হবে। অনেক সাইটে ইংরেজী বর্ণমালার ৫ টি বর্ণ দেখতে পাবেন ( উদাহরন সরুপ X = HSXD) অথবা (6=2569) এই রকম যদি দেখায় তাহলে আপনাকে ডানদিক থেকে X অথবা 6 এর উপরে ক্লিক করতে হবে। সহজ কথায় বাদিকে যে বর্ণটি অথবা বস্তু দেখাবে ডানদিক থেকে একই বর্ণ অথবা বস্তুতে ক্লিক করতে হবে। যখন দেখবেন "You have been credited $0.01" অথবা "You have been credited for chicking the advertisement" এই রকম একটা ম্যাসেজ দিয়েছে তখন বুঝবেন আপনার কাজ শেষ।

শুধু কাজ করলেই হবেনা কাজ করে সেই টাকা হাতেও আনতে হবে। প্রায় সব পিটিসি সাইট এলার্টপে সাপোর্ট করে তাই আপনার যদি এলার্টপে একাউন্ট না থেকে থাকে তাহলে এখান থেকে এলার্টপে একাউন্ট করে নিন। অ্যাকাউন্ট করার সময় আপনার সঠিক তথ্য গুলো দিবেন, কোন ফেক বা মিথ্যা তথ্য দিবেন না অ্যাকাউন্ট করার পর আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিন। চলুন দেখে নেই কিভাবে করবেন।

১. অ্যাকাউন্ট খোলার পর আপনার ইমেইল এড্রেস থেকে প্রথমে এলার্টপে একাউন্ট এক্টিভেট করুন।

২. তারপর এলার্টপে একাউন্ট এ লগিন করুন এবং Profile ক্লিক করুন।

৩. তারপর "Verification"  ক্লিক করুন।

৪. অনেক গুলো ভেরিফিকেশন অপশন দেখতে পারবেন, ৩নং অপশন এ আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিন। একদম সহজ, আপনার মোবাইল নাম্বার দিবেন, আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে একটি কোড আসবে এবং সেই কোড যথাস্থানে বসিয়ে ভেরিফাই করে নিবেন। এছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা আপনার ক্রেডিট কার্ড ভেরিফাই করে নিন।

দেশে টাকা আনার উপায়:

এলার্টপে একাউন্ট থেকে ৪টি ভিন্ন ভিন্ন উপায়ে টাকা আনা যায়। পদ্ধতিগুলো হল - চেক, ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার এবং ব্যাংক ওয়্যার।

১) চেক:

এই পদ্ধতিতে একটি চিঠির মাধ্যমে চেক পাঠানো হয়। চেকের জন্য এলার্টপে-কে ৪ ডলার ফি দিতে হয় এবং একাউন্টে সর্বনিম্ন ২০ ডলার হলে চেকের জন্য আবেদন করা যায়। আবেদন করার ২ দিনের মধ্যে একটি চেক আপনার ঠিকানায় পাঠানো হবে, যা হাতে পেতে ২ থেকে ৩ সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে। চেকটি ডলারে পাঠানো হয় তাই যেসব ব্যাংক ডলারে চেক গ্রহণ করে সেখানে এটি জমা দিতে হবে। সরকারী ব্যাংকের মাধ্যমে চেক থেকে টাকা তুলতে অল্প একটা ফি দিতে হয়, তবে সময় বেশি নিবে। আর বেসরকারী ব্যাংকে তুলনা মূলকভাবে বেশি ফি দিতে হবে কিন্তু সময় অনেক কম লাগবে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট কিংবা ক্রেডিট কার্ড নেই তাদের জন্য এটি খুব দরকারি, সময় একটু বেশি লাগলেও ঝামেলা কম। প্রথম প্রথম যখন আপনার আয় কম থাকবে তখন এই পদ্ধতি ইউজ করতে পারেন। পরে আয় বাড়লে মাস্টার কার্ড নিয়ে নিতে পারেন। তবে সাবধান, আপনার এলার্ট পে অ্যাকাউন্টে আপনার ঠিকানা সঠিক ভাবে দিবেন এবং " চেক" পাঠানোর আগে ঠিকানা ভালো ভাবে চেক করে দিবেন।

২) ক্রেডিট কার্ড:

যাদের ভিসা বা মাস্টারকার্ড রয়েছে তারা এই পদ্ধতিতে খুব সহজেই টাকা আনতে পারবেন। এলার্টপে সাইটে ক্রেডিট কার্ডের কথা বলা হলেও এটি ডেবিট কার্ডও সাপোর্ট করে। আমারদের দেশে বেশিরভাগ ফ্রিল্যান্সারদের Payoneer ডেবিট মাস্টারকার্ড রয়েছে। তারাও এই কার্ডে সহজেই টাকা আনতে পারবেন। এজন্য প্রথমে এলার্টপে সাইটে কার্ডটি যোগ করতে হবে। কার্ডটি যাচাই করার জন্য এলার্টপে আপনার কার্ড থেকে ১ থেকে ২ ডলারের মধ্যে একটি অর্থ এলার্টপে একাউন্টে নিয়ে আসবে। এরপর Payoneer সাইটে লগইন করে দেখতে হবে কত ডলার লেনদেন হয়েছে এবং সেই পরিমাণটি এলার্টপে সাইটে এসে একটি টেক্সটবক্সে প্রবেশ করাতে হবে। সঠিকভাবে ডলারের পরিমাণটি বলতে পারলে আপনার কার্ডটি অর্থ লেনদেনের জন্য উপযোগী হবে। লক্ষ্যণীয় যে, আপনার এলার্টপে একাউন্টে অর্থ লেনদেনের মূল মূদ্রা হিসেবে ইউরো থাকলে কার্ড যাচাইয়ের পূর্বেই ডলারে পরিবর্তন নিতে হবে। অন্যথায় সঠিকভাবে কার্ডটি যাচাই হবে না। এলার্টপে থেকে কার্ডে প্রতিবার লেনদেনে ৫ ডলার ফি দিতে হয় এবং সর্বনিম্ন ১০ ডলার উঠানো যায়, যা ৩ থেকে ৪ দিনের মধ্যে কার্ডে সরাসরি চলে আসে। এরপর নিকটস্থ ATM (যেগুলো মার্সারকার্ড সাপোর্ট করে - যেমন DBBL, Standard Chartered Bank) থেকে যে কোন সময় টাকা তোলা যায়।

৩) ব্যাংক ট্রান্সফার:

এলার্টপে থেকে বাংলাদেশে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা আনা যায় না। তবে যাদের Payoneer মাস্টারকার্ডে US Virtual Account নামক সার্ভিসটি আছে তারা এই পদ্ধতিতে মাত্র ০.৫ ডলারের বিনিময়ে কার্ডে টাকা আনতে পারেন। আর সময় লাগে মাত্র ২ থেকে ৩ দিন। যারা এক বছর থেকে Payoneer কার্ডটি ব্যবহার করছেন তারা এই US Virtual Account এর জন্য Payoneer সাইটে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে যুক্তরাষ্ট্রের First Bank of Delaware নামক ব্যাংকের একটি ভার্চুয়াল একাউন্ট দেয়া হবে। এই ব্যাংকের সাথে মাস্টারকার্ডটি যুক্ত থাকে। অর্থাৎ কেউ যদি আপনার ওই ব্যাংক একাউন্টে টাকা পাঠায় তখন এটি সরাসরি আপনার কার্ডে জমা হয়ে যাবে। তবে এই ব্যাংক একাউন্ট থেকে কখনও অন্যকে আপনি টাকা পাঠাতে পারবেন না, শুধুমাত্র গ্রহণ করতে পারবেন। এলার্টপে সাইটে এই ব্যাংক একাউন্টটি যুক্ত করতে প্রথমে Add Bank Account পৃষ্ঠায় গিয়ে দেশ হিসেবে United States সিলেক্ট করতে হবে। তারপর Bank Transfer সিলেক্ট করে একাউন্টটির নাম্বার, ABA Routing নাম্বার, ব্যাংকের নাম ইত্যাদি তথ্য দিতে হবে, যা Payoneer সাইট থেকে পাওয়া যাবে। এরপর এলার্টপে থেকে আপনার একাউন্টে ১ ডলারের কম দুটি অল্প অর্থ পাঠানো হবে যা Micro Deposit নামে পরিচিত। দুই দিন পর Payonner সাইটে লগইন করে ডলার দুটি দেখতে পাবেন। এই দুটি লেনদেনের পরিমাণ এলার্টপে সাইটে এসে দুটি টেক্সটবক্সে প্রবেশ করতে হবে। সফলভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারলে আপনি সবচেয়ে কম খরচে এলার্টপে থেকে টাকা দেশে আনতে পারবেন।

৪) ব্যাংক ওয়্যার:

যাদের কোন ভিসা বা মাস্টারকার্ড নেই তারা এই পদ্ধতিতে দেশের ব্যাংকে সরাসরি টাকা আনতে পারবেন। এটি সাইটের সবচেয়ে ব্যয়বহুল পদ্ধতি। এক্ষেত্রে খরচ পড়বে ১৫ ডলার এবং সর্বনিম্ন ৪০ ডলার হলে এই পদ্ধতিতে টাকা উঠানো যাবে। ব্যাংক ওয়্যারের মাধ্যমে বাংলাদেশে আপনার ব্যাংক একাউন্টে টাকা আসতে প্রায় এক সপ্তাহের মত সময় লাগবে। ব্যাংক ওয়্যারের জন্য প্রথমে সাইটে আপনার ব্যাংক একাউন্টের নাম্বার, ব্যাংক কোড, ব্রাঞ্চ কোড এবং SWIFT BIC যোগ করতে হবে, যা আপনার ব্যাংকে যোগাযোগ করে তথ্যগুলো সংগ্রহ করতে পারেন।
এখন আপনাদের দেখাবো এলার্টপে একাউন্টে কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যোগ করবেন।

১. এলার্টপে একাউন্ট এ লগিন করে Overview ক্লিক করুন, তারপর "Add a bank account" ক্লিক করুন।

২. তারপর সঠিক ফিল্ডে আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজনীয় ইনফর্মেশন গুলো ফিল আপ করে এলার্টপে একাউন্ট এ আপনার ব্যাংক অ্যাকাউন্ট টি Add করুন।

এই অ্যালার্ট পে অ্যাকাউন্ট আপনার অনলাইন ব্যাংক হিসাবে কাজ করবে এবং পিটিসি সাইট গুলো আপনাকে আপনার অ্যালার্ট পে অ্যাকাউন্ট এ পে করবে, তারপর আপনি সেই পেমেন্ট চেকের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অথবা Visa বা Master ক্রেডিট/ডেবিট কার্ডে কিছু চার্জের বিনিময়ে ওয়িথড্র করে নিয়ে আসবেন।

এখন আমি আপনাদের দেবো পিটিসি থেকে সঠিক ভাবে আয় শুরু করার কিছু মাস্টার ট্রিক্স, নতুনদের ক্ষেত্রে খুব কাজে লাগবে।  দয়া করে পিটিসি ইনকামকে কেউ মেইন ইনকাম হিসাবে দেখবেন না, এটা সবসময় এক্সট্রা।

মাস্টার ট্রিক্স (প্রতি মাসে যারা ১২$-৫০$ আয় করতে চান)

  • ১. আপনার হাতে যদি প্রতিদিন ৩০-৪৫ মিনিট সময় থাকে তবে এই ট্রিক্স গুলো দেখতে পারেন।
  • ২. প্রথমেই ১০টি এলিট লিগিট পিটিসি সাইট নির্বাচন করুন, ধরুন ৭টা এলিট আর ৩টা লিগিট রাখলেন। শুনতে খুব সহজ মনে হচ্ছে বাট এই খোজাটাই সবচে কঠিন। হাজার হাজার পিটিসি সাইট থেকে এলিট সাইট খুজতে জান বের হয়ে যাবে।  একটা কথা মনে রাখবেন এলিট সাইট পাওয়া এত সোজা কথা না, সাইট নির্বাচনের ক্ষেত্রে বেশি সময় দিন, গুগলে Top 10 Elite Ptc, Elite Ptc ইত্যাদি চটকদার কথা লিখে সার্চ দিন, দেখবেন অনেকেই ফাও ফাও সব সাইটকে এলিট লিখে রেফারেল ভিক্ষা চাইছে। সেই সব সাইটের নাম আবার গুগল এ লিখে সার্চ দিন, বিভিন্ন ফোরামে এবং ব্লগে যাবেন, ওই সাইট সম্পর্কে মানুষের  মন্তব্য দেখবেন। চাইলে এই সাইট টির সাহায্য নিতে পারেন ptc investigation.com । যদি গুগল এ খোজা খুজির সময় কোথাও ওই সাইট সম্পর্কে উল্টা পাল্টা বা স্ক্যাম হিসাবে তথ্য পান তবে ওই সাইট বাদ দিন। ২-১দিন খোজা খুজির কাজ করলে এমনি সব বুঝে যাবেন।
  • ৩. এমন এলিট অথবা লিগিট সাইট নির্বাচন করুন যেগুলো রেফারেল ছাড়া আপনাকে দিনে ৩-৫সেন্ট পে করবে। কিছু সাইট আছে যেগুলো ৪টি এড দেখার বিনিময়ে আপনাকে ৪সেন্ট দিচ্ছে আবার কিছু সাইট আছে যেগুলো দিনে আপনাকে ঠিকই ৪সেন্ট পে করছে কিন্তু তার বিনিময়ে এড দেখাচ্ছে ১০-১২টি, মানে "পার এড পে" তারা খুব কম করছে, এতে করে আপনার বেশি সময় লাগবে ,সম্ভব হলে সেগুলো পরিহার করুন।
  • ৪. যেসব অরিজিনাল পিটিসি সাইটে দেখবেন প্রতি ক্লিকে আপনাকে সামান্য বেশি পে করছে বাট মিনিমাম পেমেন্টের পরিমান খুবই বেশি যেমন ১৫$ ২০$ এরকম তখন সেসব সাইটে অ্যাকাউন্ট খুলবেন না কারন রেফারেল ছাড়া সেই মিনিমাম পেমেন্টে পৌছাতে আপনার বছর কাবার হয়ে যাবে। সাধারানত যেসব এলিট অথবা লিগিট সাইটে  মিনিমাম ক্যাশ আউট ২$-৫$ সেগুলো সিলেক্ট করুন।
  • ৫. একটি পিসি অর্থাৎ একটি আইপি এড্রেস থেকে কোন পিটিসি সাইটে একটি মাত্র অ্যাকাউন্ট করা যাবে।
  • ৬. একই আইপি থেকে একাধিক অ্যাকাউন্ট করার চেস্টা করবেন না এতে ২টি অ্যাকাউন্টই ব্যান হবার সম্ভাবনা থাকে।
  • ৭. বিভিন্ন লোভনীয় অফার যুক্ত নতুন পিটিসি সাইট পরিহার করুন, যেমন দেখলেন অ্যাকাউন্ট খুললেই ১$ বোনাস অথবা ১ম ১০০০ জন পাবেন প্রিমিয়াম অ্যাকাউন্ট এর সুবিধা ইত্যাদি ইত্যাদি, মনে রাখবেন এগুলো স্ক্যাম ছাড়া আর কিছুই না।
  • ৮. কাজ শুরু করার আগে আপনার যেসব বন্ধু বান্ধব, কাজিন, রিলেটিভ যারা পিটিসি সম্পর্কে জানেনা, তাদের কনভেন্স করে আপনার ডাইরেক্ট রেফারেল করে নিন, নূন্যতম ১০জন হলে খুব ভালো হয়, কারন ব্লগে ব্লগে নিজের পিটিসি সাইটের গুনগান করে রেফারেল চাওয়া নিজের ব্যাক্তিত্ব নস্ট করে এবং অন্যের বিরক্তির কারন হয়। তাছাড়া ব্লগে ব্লগে রেফারেল ভিক্ষা চাওয়া আমার ব্যক্তিগত ভাবে পছন্দ না।
  • ৯. সবসময় রেফারেলের সংখ্যা বাড়াতে চেস্টা করবেন কারন মুলত রেফারেলের সংখ্যার উপরেই আপনার ইনকামের পরিমান নির্ভর করবে। আপনার রেফারেল লিঙ্ক যেকোন পিটিসি অ্যাকাউন্ট এর ব্যানার অপশন এ থাকবে। ওই লিঙ্কের মাধ্যমে আপনার বন্ধুদের রেজিস্ট্রেশন করান।
  • ১০. সবসময় চেস্টা করবেন পরিচিত বা অন্য কারো রেফারেল এ যোগ দিতে, কারন আপনি যদি রেফারেল ছাড়া যোগ দেন তবে সাইটের এডমিন আপনাকে প্রতি মাসে মাসে আপনার অনুমুতি না নিয়ে বিভিন্য মানুষের কাছে  রেন্টেড রেফারেল হিসাবে বিক্রি করবে আর এই জিনিশ টা আমার কাছে ভালো লাগে না। আমার জন্য কারো যদি একটু উপকার হয় তবে ক্ষতি কি?
  • ১১. যদি কাজ করার ইচ্ছা থাকে তবে একটু কস্ট করে নিয়মিত কাজ করবেন কারন সাইটে নিয়মিত কাজ না করলে অর্থাৎ দিনে নির্দিস্ট সংখ্যক বিজ্ঞাপন না দেখলে আপনার রেফারেল এর ক্লিকে টাকা পাবেন না এবং একটি নির্দিস্ট সময় ইনএক্টিভ থাকলে আপনার পিটিসি অ্যাকাউন্ট অটোমেটিকেলি ডিলিট হয়ে যাবে।
  • ১২.  অনেক সময় অ্যাকাউন্ট খুলতে ঝামেলা হতে পারে বিশেষত যারা মোবাইল কোম্পানি গুলোর শেয়ারড আইপি ইউজ করে যেমন গ্রামীণ, বাংলালিঙ্ক, রবি, এয়ারটেল ইন্টারনেট। সেক্ষেত্রে যে কোন ভালো আইপি চেঞ্জার সফটওয়্যার দ্বারা আইপি চেঞ্জ করে অ্যাকাউন্ট টা খুলে নিতে পারেন।
  • ১৩. আপনি কিছু অর্থের বিনিময়ে নির্দিস্ট সময়ের জন্য (যেমন ১মাস) কিছু রেফারেল কিনতে পারেন। তবে ৫-১০ টি রেফারেল না কিনার চেয়ে একটু বেশি টাকা দিয়ে এক সাথে ৭০-৮০ রেফারেল কিনা ভালো, প্রোফিট টা ভালো পাওয়া যায়। তবে এক্ষেত্রেও সাবধান, বুঝে শুনে টাকা ইনভেস্ট করবেন আর এক সাথে অনেক টাকা ইনভেস্ট করার দরকার নাই, ধরা খেলে নিজের চুল ছেড়া ছাড়া কোন উপায় থাকবে না।
  • ১৪. আপনাদের একটা ছোট্ট হিসাব দেখাই, Suppose আপনি ১০টি অ্যাকাউন্ট খুললেন এলিট এবং লিগিট সাইট মিলিয়ে, প্রত্তেক সাইট  দিনে ৪সেন্ট করে পে করে। সুতরাং রেফারেল ছাড়া দিনে ১০টি সাইট থেকে আয় করতে পারবেন ৪০সেন্ট করে এবং মাসে (৪০*৩০)=১২০০সেন্ট মানে ১২ডলার মানে ৮৪০টাকা।
    আবার, ম্যাক্সিমাম সাইট গুলো পার রেফারেল ক্লিকে করে পে করে .৫সেন্ট করে।  আপনার যদি ১০জন ডাইরেক্ট রেফারেল থাকে আর  তাদের ডেইলি এভারেজ ক্লিক হয় ২.৫ তবে একটি সাইট থেকে আপনার ডেইলি ইনকাম (.৫*২.৫*১০)= ১২.৫সেন্ট + আপনার নিজের ইনকাম ৪সেন্ট= (১২.৫+৪)= ১৬.৫সেন্ট সুতরাং ১০টি সাইট থেকে দৈনিক আয় (১৬.৫*১০)= ১৬৫সেন্ট, সুতরাং ৩০দিনে আয় (১৬৫*৩০)= ৪৯৫০সেন্ট বা ৫০$ (প্রায়) বা ৩৫০০টাকা তবে প্রতি মাসে আপনি টাকা হাতে আনতে পারবেন না হয়তো দেখা গেলো ৩-৪ মাসে ১৫০$-২০০$ জমল তখন অ্যালার্টপে কে ৪ডলার ফি দিয়ে চেক নিজের বাসায় নিয়ে আসলেন।
  • ১৫. ১০টি সাইটের পিছনে আপনাকে প্রতিদিন সময় ব্যয় করতে হবে ৩০-৪৫মিনিট। একটি একটি করে ১০টি সাইটের এড দেখতে কিন্তু অনেক সময় লাগবে, ৫টি করে সাইট ৫টি টেব এ খুলবেন। প্রতি এডে ক্লিক করার পর পর ই ব্রাউজারের ইমেজ লোড অফ করে দিন তবে এড তারাতারি লোড হবে। এড দেখা শেষ হলে আবার ইমেজ লোড অন করুন এবং নতুন এডে ক্লিক করার পর একই পদ্ধতি অবলম্বন করুন।
  • ১৬ . প্রতি ১৫দিনে একবার করে আপনার সাইট গুলো সম্পর্কে গুগলে খোজ খবর নিন যে সাইট ঠিক ঠাক আছে কিনা।

তো এই হল আজকের পিটিসির পোস্টমর্টেম।

টিউনটি সময় নিয়ে যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks bro.
I want to join some some elite and legit PTC using your referral.
Please mail me their links.
Thanks again.

    ধন্যবাদ, এই পোস্ট নতুনদের জন্য, গুগল এ সার্চ দিন। প্লিজ কিছু মনে করবেন না। টেকটিউনসে এই ধরনের রেফারেল লেনদেন টেকটিউনস নীতিমালার পরিপন্থী।

    http://netskiff.blogspot.com/2011/04/best-trusted-ptc-sites-no-fraud-100.html এখানে কয়েকটা পাবেন যার মধ্যে দুটির বর্ননা এই পোস্ট এ দেওয় আছে। অবশ্য আমার এই লিংকে রেফারেল লিংক আছে। তাই যদি লেখকের আপত্তি থাকে তা হলে আমার কমেন্ট টি মুছে দিতে পারেন। 🙂

    পোস্ট ভালো হয়েছে। নতুন দের কাজে আসবে।

    ধন্যবাদ সাইফুর ভাই, মন্তব্যের মাঝে রেফারেল লিঙ্ক না দেওয়াই ভালো, ব্যান খেতে পারেন।

Approved PTC sites এর জন্য এখানে যেতে পারেন http://www.aprovedptc.tk

    ধন্যবাদ।

    আমার ২০০ ডলার PAYPAL এবং ৫০ ডলার ALERT PAY অথবা LIBERTY RESERVE দরকার। খুবই জরুরি। কেউ দিতে পারলে জানাবেন প্লিজ। যোগাযোগঃ ০১৭১২ ৮৮৮২৪৪ ইমেইলঃ [email protected]

অসাধারণ! আপনার তো আসলে ডাক্তার হওয়া উচিত ছিল। যেভাবে পোস্টমর্টেম করলেন। অনেক অনেক ভালো লেগেছে। টিউনটি স্টিকি করার আবেদন উত্থাপন করলাম।

    আরে মাখন ভাই!! ১০০ পুশআপ দেওয়া শেষ, গড প্রমিজ। এখন কি করবো? আর বাপ মা এর বহুত ইচ্ছা ছিলো ডাক্তার বানানোর, বাট ডাক্তারী ভাল্লাগে না। সুন্দর একটা মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

    আহ মরি! মজা করে আপনাকে শাস্তি দিয়েছিলাম। যাই হোক, ১ বার যখন করে ফেলছেন নিয়মিত করবেন স্বাস্থ্য ভাল থাকবে। হি হি হি 😀

    হ্যাঁ মাখন ভাই, ওখান থেকে আসার পর ব্যায়ামটা কিন্তু ছাড়িনি। 😀 😀

অসাধারণ পোস্ট, এডমিনকে মেসেজ দিচ্ছি স্টিকি করার জন্য…

    অনেক ধন্যবাদ আরিফ।

ভাল হয়েছে।

    ধন্যবাদ রেজওয়ান ভাই।

Level 0

Oh my god…..Too good Tune….I like it.All will.

প্রিয় তে রাখলাম।টিউন টি লিখতে আপনার কতো দিন লেগেছে?এই তথ্য আমি আগে থেকেই জান্তাম।যারা জানেনা তাদের জন্য খুব কাজে দিবে।আর যারা বেহুদাই ডলার কামানোর বেহুদা প্যাচাল পারে তাদের মুখ বন্ধ হবে।

    ধন্যবাদ মুকুট ভাই, টিউনটি আজকেই করেছি, ৫ঘন্টা টানা করেছি। 😀 🙂

Level New

অসাধারন হয়েছে, তারপর ও বলব Say NO to PTC sites

    ধন্যবাদ রুবায়েত ভাই, আমি মনে করি একেবারে No বলা ঠিক না, তবে বুঝে শুনে কাজ করা উচিত।

ওয়াও দারুন একটি পোস্ট আমার মনে হয় সকল PTC ভোক্তাদের পড়া উচিত। আপনাকে অনেক ধন্যবাদ আর মডারেটর এর কাছে আবেদন এই পোস্টটিকে স্টিকি করে রাখুন।

জটিল একটা পোস্ট!

    অনেক অনেক ধন্যবাদ আমিনুল ভাই।

খুবই ভাল পোস্ট। স্টিকির জন্য আবেদন জানাচ্ছি।

    ধন্যবাদ হাসান ভাই।

visit this site.
http://goo.gl/PwzUJ

    ধন্যবাদ তরুলতা, মন্তব্যের মাঝে রেফারেল লিঙ্ক না দেওয়াই ভালো, ব্যান খেতে পারেন।

একে বলে সাবাস টিউন 😀

    আরে টিনটিন ভাই!!!!! অনেক ধন্যবাদ, 🙂 🙂 😀

খুব সুন্দর। ভাই, আমার ব্যাংক একাউন্ট নাই। তাহরে আমি যদি alart payএর একাউন্ট খুলে আপনি যেভাবে বললেন সেভাবে আয় শুরু করি তাহলে তারা কি চেক সরাসরি আমার বাসায় পাঠাবে??? আর উপরে একটি সাইটের নাম দিলেন ঐ সাইটে রেজিসট্রেসন করে এড এ ক্লিক করে আয় সম্ভব?? আসলে আমি আগে কখনই আয় করি নি,আপনি অভয় দিলে শুরু করবো।

    হ্যাঁ, চেক আপনার বাসার ঠিকানায় আসবে, ঠিকানাটা ঠিকমত দিলেই হবে। যদি অবসর থাকেন তবে আমি যেভাবে বললাম সেভাবে শুরু করতে পারেন, আর কোন সমস্যা হলে টেকটিউনস সহ আমি তো আছিই।

এই কাহিনী!
আমিতো ভাবতাম ঘরে বসে সবাই লাখ লাখ কামাচ্ছে!!

    ধন্যবাদ, কাহিনি এইটাই!!! 😉 😉 😀 🙂

ওরে বাপরে এতদেখি মারাত্মক পিটিসি পোস্টমর্টেম!! জোশ টিউন।তোমার টিউনিং এর জন্য যদি কোন নাম্বার দেয়ার সিস্টেম থাকতো তাহলে আমি ১০০/১০০ দিতাম।

    অনেক ধন্যবাদ সজীব ভাই, ভার্চুয়াল নাম্বার পেয়েও খুব ভালো লাগছে।

পুরাই পোস্টমরটেম টিউন… আকাশের মন আসলে সাগরে বসে না.. বসে টেকটিউনসের আকাশে.. 😉 ভেরি গুড জব… 🙂

    সুন্দর বলেছেন মেহেদী ভাই, অনেক ধন্যবাদ।

কমেন্ট করছিলাম বাট সাবমিট হয় নাই।
অনেক ভাল লেগেছে টিউনটিকে। ধন্যবাদ।

    মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সাইফুল।

Level 0

কিচ্ছু ভাল লাগে না। আজ ফরেক্সে ৪১৭ ডলার হাওয়া হয়ে গেছে….. 😮 তবে কথা দিচ্ছি ফিরিয়ে আনবইই… 😀

    ভাই আপনি ফরেক্স করেন শুনে ভালো লাগলো। কারন আমিও ফরেক্স করি এবং আমাদের দেশে ফরেক্স পেশাজীবি খুব একটা খুজেই পাওয়া যায়না। যাই হোক আপনি কোন সাইট এ বিজনেস করেন জানার ইচ্ছা আছে।
    পারলে আপনার মোবাইল থেকে ১ টা এসএমএস করেন প্লিছ। আমার মোবাইল নং- ০১৭১২৮৮৮২৪৪

    আমার ২০০ ডলার PAYPAL এবং ৫০ ডলার ALERT PAY অথবা LIBERTY RESERVE দরকার। খুবই জরুরি। কেউ দিতে পারলে জানাবেন প্লিজ। যোগাযোগঃ ০১৭১২ ৮৮৮২৪৪ ইমেইলঃ [email protected]

    Level 0

    @ এম বিল্লাহ ভাই আপনি বললেন যে , আমাদের দেশে ফরেক্স পেশাজীবি খুব একটা খুজেই পাওয়া যায়না ।
    পাবেন কিভাবে যেই এই বিজনেস টা জানে সে আর কাউকে সেখায়না । আমি একজনকে forex সম্পরকে টিপস দিতে বললে উনি আমার কাছে 200$ কোর্স ফি চান । এই হল কাহিনি ।

    আপনার জন্য সমবেদনা রইলো বুলবুল ভাই, আশা করি দ্রুতই আপনার টাকা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন।

    Level 0

    virtual dollar এর জন্য এত্ত আফসস কেনো উস্তাদ ??? আমার তো রিয়েল ডলার গেসে।

    নতুন যারা ফরেক্স করতে চান দয়া করে খুব সাবধান থাকবেন। ফরেক্স আপনাকে ধনি করবে না, ফকির করবে। আপনার ফকির হওয়া থেকে বাচতে হবে। তবেই আপনি ধনি হতে পারবেন।

    টিটি তে আমি নতুন। এখানে কোন ফরেক্স এক্সপার্ট থাকলে নক করবেন প্লিস।

    ধন্যবাদ

vaia ami notun online a kaj korar khub agroho but pari na. vabsi apnar tune thaka suru korbo . na parlay help korban to? naki jhamala mona kora aria jaban?
apnar tune ta onak valo lagsay. Thanx……….

    অনেক ধন্যবাদ নাজমুল ভাই, শুরু করে দেন, না পারলে অবশ্যই হেল্প করবো, এটা আর বলা লাগবে না।

সকলের দৃষ্টি আকর্ষন করছি………………………………………………
আমি একজন ব্যবসায়ী। আমাকে প্রতি মাসে Server ভাড়া দিতে হয় এবং নিয়মিত ভাবে ওয়েবসাইট থেকে মালামাল ক্রয় করতে হয় যার জন্যে আমার অনেক e-currency দরকার হয়। এ ছাড়া আমি Forex বিজনেস এর সাথেও জড়িত।

তাই আমি Freelancer এবং যারা Online Earning এর সাথে জড়িত, সর্বোপরি যারা e-currency কেনা-বেচা করেন সকলের দৃষ্টি আকর্ষন করছি যে, দয়া করে আপনাদের PAYPAL, ALERT PAY, MONEY BOOKERS, LIBERTY RESERVE এর ডলার বিক্রয় করতে হলে আমাকে জানাবেন । আমার যদি দরকার থাকে আমি সাথে সাথে “ব্যাংক” অথবা “এস.এ পরিবহন” এর মাধ্যমে টাকা পাঠিয়ে দেব। কিন্তু সব সময় যে লাগবে এমন নিশ্চয়তা দিতে পারবনা।

এই মুহুর্তে আমার ২০০ ডলার PAYPAL এবং ৫০ ডলার ALERT PAY অথবা LIBERTY RESERVE দরকার। খুবই জরুরি। কেউ দিতে পারলে জানাবেন প্লিজ।

যোগাযোগঃ ০১৭১২ ৮৮৮২৪৪
ইমেইলঃ [email protected]

    কমেন্টের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করুন।

আমি একজন ব্যবসায়ী। আমাকে প্রতি মাসে Server ভাড়া দিতে হয় এবং নিয়মিত ভাবে ওয়েবসাইট থেকে মালামাল ক্রয় করতে হয় যার জন্যে আমার অনেক e-currency দরকার হয়। এ ছাড়া আমি Forex বিজনেস এর সাথেও জড়িত।

তাই আমি Freelancer এবং যারা Online Earning এর সাথে জড়িত, সর্বোপরি সকল টিউনার ভাইদের দৃষ্টি আকর্ষন করছি যে, দয়া করে আপনাদের PAYPAL, ALERT PAY, MONEY BOOKERS, LIBERTY RESERVE এর ডলার বিক্রয় করতে হলে আমাকে জানাবেন । আমার যদি দরকার থাকে আমি সাথে সাথে “ব্যাংক” অথবা “এস.এ পরিবহন” এর মাধ্যমে টাকা পাঠিয়ে দেব। কিন্তু সব সময় যে লাগবে এমন নিশ্চয়তা দিতে পারবনা।

এই মুহুর্তে আমার ২০০ ডলার PAYPAL এবং ৫০ ডলার ALERT PAY অথবা LIBERTY RESERVE দরকার। খুবই জরুরি। কেউ দিতে পারলে জানাবেন প্লিজ।

যোগাযোগঃ ০১৭১২ ৮৮৮২৪৪

ইমেইলঃ [email protected]

অনেক পরিশ্রমী টিউন। (এটা কি সেই ট্রেনিং এর আউটপুট? – কে জানে!)

পিটিসিতে যারা পে করে, তারা কেন টাকা দেয়? তাদের লাভটা কোথায়?

    হয়তোবা শামীম ভাই, বিভিন্ন বিজ্ঞাপন দাতারা যাদের বিজ্ঞাপনের বাজেট কম তারা তুলনামুলক কম মুল্যে পিটিসি সাইটে এড দেয় কিন্তু সেই এড দেখবে কে? তাই আমার আপনার মত লোকজন সেই এড গুলো দেখি এবং এই এড গুলো দেখার বিনিময়ে পিটিসি সাইট গুলো আমাদের নির্দিস্ট অর্থ প্রদান করে। আপনাকে সাইট গুলো প্রতিদিন একটি নির্দিস্ট পরিমান এড দিবে এবং আপনি সেই এড গুলো দেখবেন এবং প্রতি এড দেখার বিনিময়ে আপনাকে তারা পে করবে। আর জানেনই তো লাভ ছাড়া দুনিয়াতে কেঊ কিছু করে না, পিটিসি সাইট গুলো তাদের লাভ ঠিকই রেখে দেয়, অনেক ধন্যবাদ।

    বিজ্ঞাপন দাতারা পণ্যের প্রচারের জন্য বিজ্ঞাপন দেয় – যেন এতে তাদের পণ্যের বিক্রয় বাড়ে। এজন্যই প্রতি সম্ভাব্য ক্রেতার জন্য (যে বিজ্ঞাপনে ক্লিক করেছে) তারা পয়সা দেয় প্রচারণা সংস্থা বা পৃষ্ঠাকে।

    কিন্তু যখন আনুষ্ঠানিক ভাবে সেটার সুযোগ নেয়া হয় সেটাকি খুব ভাল? কারণ এখানে যারা ক্লিক করছে তারা শুধু সাইটের উপার্জনে একটু ভাগ বসানোর জন্যই করছে, কিন্তু সম্ভাব্য ক্রেতা নয়। পার্থক্যটা এমন: কেউ বিপদে পড়ে সাহায্য চায় আর বিপদের নাম করে সাহায্য চাওয়াটাই কারো পেশা। এটাতে নিঃসন্দেহে মূল অন্যায়টা করছে পিটিসি সাইট।

    কিছুদিন আগেও অনলাইনে কিছু কাজ আসতো। ছবি দেখে সেটা টাইপ করা। আসলে সেটা ছিল ক্যাপচা সলভ করার কাজ। এটা মূলত স্প্যামাররা অটো প্রোগ্রামে ব্যবহার করার জন্য করিয়ে নিত। এজন্য অনেক জায়গাতেই গ্রামীন ফোন সহ বেশ কিছু দেশি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ব্ল্যাকলিস্টেড হয়েছে।

    ধন্যবাদ তথ্য গুলো জানানোর জন্য, আমি এগুলো আগে জানতাম না।

nice!!!!!!!!!nice!!!!!!!!!!nice!!!!!!!!!! I am looking for this type of guideline.

thank you

    ধন্যবাদ সহিদ ভাই।

ভাইয়া আমি গ্রামীন দিয়ে নেট চালাই।পিটিসি তে কি ভাবে আয় করতে পারি জানাবেন।প্লাটিনিয়াম হাইড ip দিয়ে software দিয়ে চেষ্টা করেছি কিন্তু কাজ হয় না।

    ভাই আমিও গ্রামীনের নেট চালাই এবং প্লাটিনিয়াম হাইড ip ই ইউজ করি, কই কোন সমস্যা তো হয় না। ভালোভাবে চেক করেন।

আই-স্টক-ফটোস এ কিভাবে ছবি বিক্রি করা যায়| আমাকে প্লিজ কেউ আই-স্টক-ফটোস এর লিঙ্ক তা দিন.

Level 0

payment proof দেখার জন্য http://www.real-earn.co.cc এই সাইটা ভিজিট করতে পারেন

অচ্ছা ভাইয়া সুনলাম শেয়ারেব্‌ল আইপি (গ্রামিন,সিটিসেল,রবি) এসব মোবাইল কোম্পানির ইন্টারনেট ব্যাবহার করে PTC বা Microworks এর মত সাইটগুলো ব্যাবহার করা যায়না! আপনার উওর যদি হ্যাঁ হয় তবে এই নেট দিয়েই এসব সাইট ব্যাবহারের কোন উপায় থাকলে শেয়ার করবেন প্লিজ। Email [email protected]
ধন্যবাদ

    আমি তো জিপি ইউজ করি, কই কোন সমস্যা তো হচ্ছে না। লগইন এ মাঝে মাঝে প্রবলেম হয়, তখন আইপি চেঞ্জার সফট ইউজ করি।

ভাইয়া আমি আপনার একজন দারুন ভক্ত । তাই সভাবতই আপনার সাথে কথা বলা আমার খুব শখে পরিনত হয়েগেছে। আমার শখটা পূরন করলে খুবই খুশিহতাম। দয়াকরে আপনার মোবাইল নম্বরটা যদি দিতেন! আমার ইমেইল [email protected]

কেউ কি http://www.star-clicks.com সম্পর্কে আমাকে ধারণা দিতে পারেন? এটা কি ভুয়া সাইট নাকি সলিড? ওখানে গোল্ড মেম্বার হওয়া কি সেইফ

Level 0

buy referral er bapar ta ki ..ektu busai bolben?

ভাল ভাল অনেক ভাল।

vi bux.to site ta ki vhua..

Level 0

ami akta thaka aj paisi….2$ oyta alertpay ta asca….amr referral nai…via apnar elite site ar link gula dila opokrito hoitam….jodi site gular nam dan valo hoy….

Level 0

Thanks Mr. Akash you explained in details just what I am looking for long time, bro I am sorry for my inability to write in bengali can u suggest me in how can i write in bengali in techtunes? second; in a post of IP hide, IP changing you give a link i tried few times to download but it charges fees not any option of free download can u help me in this regard? third; you are requested to send me your referral link in my gmail address at [email protected] of your PTC site registration link in this way you will get some referral and I will get some trusted site can u kindly ad me in google talk or call me 01922310357 I assure you of all support

Level 0

vai ami notun add hoila next amake help koiren………,,,,

Level 0

thanks bro. for ur information.