মার্কেটপ্লেসে একাউন্ট খোলা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। আপনি যদি ইউটিউবেই দেখেন, একেকজন একেক কথা বলবে।
আমি মূলত এ ধরনের সব ভিডিওই দেখেছি, সব পোস্টই পড়েছি এবং বিভিন্ন মার্কেট প্লেসের সাপোর্টেও এ নিয়ে প্রশ্ন গুলো করেছি।
আজকে আমার এই টিউটোরিয়াল এ নিয়ম গুলো বলবো, সেগুলো শতভাগ পরীক্ষিত এবং সকল মার্কেটপ্লেসের জন্যই প্রযোজ্য। তাই আপনাদের আর ঘাবড়াতে হবে না।
কেবল মাত্র এই ৮টি বিষয় মাথায় রেখে আপনি মার্কেটপ্লেসে একাউন্ট খুললে, আপনাকে কখনোই কোন ঝামেলায় পড়তে হবে না। So, lets start😉
এখন আমি আপনাদের জন্য এই ১০টি বিষয় ব্যাখ্যা করবো, আপনি চাইলে puse দিয়ে খাতায় নোট করে নিতে পারেন।
(গবেষকরা বলেন, পড়া বা শোনার চেয়ে, কোনো জিনিস লিখে রাখলে সেটা বেশি মনে থাকে। )
আপনার প্রোফাইলে আপনাকে অবশ্যই ১০০% অরিজিনাল তথ্য দিতে হবে। আপনার জন্ম তারিখ থেকে শুরু করে, শিক্ষাগত যোগ্যতা সহ সব কিছু অরিজিনাল হতে হবে। সব কিছু যেন আপনার ডকুমেন্টস এর সাথে মিল থাকে।
প্রোফাইল পিকচারের ক্ষেত্রে সব সময় recent ছবি দেবার চেস্টা করবেন। ঘন ঘন প্রোফাইল পিকচার চেন্জ করা থেকে বিরত থাকুন। প্রোফাইল পিকচার অবশ্যই সুন্দর, স্মার্ট এবং ফর্মাল হতে হবে। আমরা দোকানে যেরকম ছবি তুলি সেরকম না।
Formal Name হলো, আপনার জন্মসনদ বা জাতীয় পরিচয় পত্রে যে নামটা দেওয়া আছে সেটা। হুবহু আপনার NID card এর নামটা দেবার চেস্টা করবেন। NID না থাকলে Birth Certificate এর নাম দিবেন।
একজন ফ্রিল্যান্সার এর জন্য ইউজার নেইম খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এর মাধ্যমেই আপনাকে সবাই চিনবে। ফাইবারের মতো মার্কেট প্লেসে ইউজার নেম চেন্জ করার উপায় নেই। So, username টা অবশ্যই পারমানেন্ট।
Username তৈরির ক্ষেত্রে যে সব বিষয় গুলো মাথায় রাখতো হবে:
এগুলো নিয়ে আমি পরবর্তী পর্বে আরো আলোচনা করবো। আপনার সফলতার জন্য username নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট। যেটা আমরা সবাই মিস করে যাই।
মার্কেটপ্লেস কেন, অনলাইনে সব যায়গাতেই একটি শক্তিশালী পাসওয়ার্ড একটা গুরুত্ব পূর্ণ বিষয়। শক্তিশালী পাসওয়ার্ড তৈরির কিছু নিয়ম আছে। যেগুলো হলো:
সব থেকে জুরুরি বিষয় এটা, কিন্তু শুরু তে এই বিষয় টা আমি নিজেও ভুলে যাই। পরে বিপদে পরতে হয়। তাই এব্যাপারে সাবধান।
আপনার সব তথ্য কিন্তু আপনার পেমেন্ট ইনফরমেশন অনুসারে হতে হবে। যদি ভাবেন যে আপনি আপনার বাবার নামে পায়ওনিয়ার খুলে payment নিবেন, তাহলে batter হয় আপনার বাবার নামে সব কিছু করা। (ছোটদের জন্য)
আমরা বাবার নামে একাউন্ট করতে চাচ্ছি না। চাইলে নিজের নামেই ব্যাংক একাউন্ট খুলে নিতে পারি। ছোটরাও স্টুডেন্ট একাউন্ট খুলে নিতে পারো। আর দরকার হবে একটা international passport এর। যেহেতু ফ্রিল্যান্সিং করবো, এই সামান্য investment টা করতে আশা করি বাধবে না। So, একটা পাসপোর্ট মেনেজ করে নাও।
Passport অথবা Nid না থাকলে, অনেক ঝামেলা হতে পারে ভবিষ্যৎ এ, তাই আগেই করে নেওয়া ভালো।
এই পাসপোর্ট আর bank দিয়ে আমারা Payoneer একাউন্ট খুলে নিবো৷ যা সামনে আসছে।
পাসপোর্ট এর কথা তো অনেক আগেই বলে দিয়েছি। আপনার মার্কেট প্লেসে কাজ করার জন্য, হয় পাসপোর্ট, অথবা nid card, অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা লাগবেই। যে যত কথাই বলুক না কেন, বিপদে পরলে কেউ সাহায্য করবে না।
আপনারা যাই করেন না কেন, মার্কেটপ্লেস এর নীতি মালা আপনাকে মেনে চলতেই হবে।
এ নিয়ে কিছু বলবো না, কারন আমাদের একটা অভ্যাস আছে। বিপদে না পরলে আমরা শোধরাই না। তাই আমি বললেও আপনারা মানবেন না।
তবুও লিংক দিয়ে দিলাম, চাইলে পড়ে আসতে পারেন।
Link: https://www.fiverr.com/terms_of_service
আপনার রিকভারি মেইল, আর সিকিউরিটি কোর্সেন সবসময় কোথাও লিখে রাখবেন। পাসওয়ার্ড ভুলেগেলে এগুলো ছাড়া গতি নাই।
সো আপাতত এ পর্যন্তই, ভালো লাগলে আমার YouTube Channel টিতে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী পর্বে আমরা দেখবো কিভাবে ফাইবারের জন্য username বাছাই করবো।
ভিডিওটা ইউটিউবে দেখতে: ফাইবার বাংলা টিউটোরিয়াল [পর্ব-০২] : ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একাউন্ট খোলার নিয়মাবলি।
আগের পর্বগুলো মিস করলে এখনই দেখে নিন। সকল পর্ব এর তালিকা এখানে পাবেন। কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করুন অথবা সরাসরি আমাকে ফেইসবুকে মেসেজ দিন।
ফাইবার বাংলা টিউটোরিয়াল [পর্ব-০১] : ফ্রিল্যান্সিং কী? ফ্রিল্যান্সিং কেন করবো?
আমি সাজিদ মাহামুদ। Founder, SoftTech BD IT Center, Barishal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।